ভারতের পেসার মোহাম্মদ শামিকে তাঁর স্ত্রী ও কন্যার ভরণপোষণ খরচ বাবদ প্রতি মাসে ৪ লাখ রুপি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। দাম্পত্য নিয়ে বিবাদে শামি ও তাঁর স্ত্রী হাসিন জাহান আলাদা বসবাস করছেন। আদালতে লড়াই চলছে দুজনের। আইনি লড়াই চলাকালে শামিকে তাঁর স্ত্রী ও কন্যার ভরণপোষণ বাবদ প্রতি মাসে এ পরিমাণ অর্থ দিতে হবে জানিয়েছে ভারতের বার্তা সংস্থা পিটিআই।

আরও পড়ুনসন্দেহজনক প্যাকেট, নিরাপত্তার স্বার্থে পন্ত–রাহুলদের হোটেলেই থাকতে বলা হয়েছিল৩ ঘণ্টা আগে

কলকাতার আলিপুর আদালত ২০১৮ সালে নির্দেশ দিয়েছিলেন, শামিকে প্রতি মাসে স্ত্রীর জন্য ৫০ হাজার রুপি এবং কন্যার জন্য অতিরিক্ত আরও ৮০ হাজার রুপি করে দিতে হবে। তখন হাসিন কলকাতার এ নিম্ন আদালতে আরও বেশি অর্থ দাবি করেছিলেন। নিজের জন্য ৭ লাখ রুপি ও কন্যার জন্য ৩ লাখ রুপি চেয়েছিলেন। কিন্তু আলিপুর আদালত দাবিটি খারিজ করে ওই রায় দেন। হাসিন তা মানতে না পেরে কলকাতার উচ্চ আদালতে আপিল করেন। এরপর কলকাতার হাইকোর্ট থেকে নতুন এই নির্দেশ দেওয়া হলো।

বিচারক অজয় কুমার মুখার্জি বলেন, হাসিনের ব্যক্তিগত খরচ নির্বাহে দেড় লাখ রুপি এবং কন্যার জন্য আরও আড়াই লাখ রুপি প্রতি মাসে দিতে হবে শামিকে।

আপিলে হাসিনের আইনজীবীদের পক্ষ থেকে যুক্তি দেখানো হয়, ভারতীয় দলের তারকা ক্রিকেটার শামির আর্থিক অবস্থা ভালো এবং প্রতি মাসে ভরণপোষণ হিসেবে তিনি আরও বেশি অর্থ দিতে সক্ষম। ২০২১ অর্থবছরে শামির আয়কর রিটার্নের তথ্য অনুযায়ী, তাঁর বার্ষিক আয় প্রায় ৭.

১৯ কোটি রুপি। অর্থাৎ মাসে প্রায় ৬০ লাখ রুপি আয় করেন ভারতের হয়ে চলতি বছর চ্যাম্পিয়ন ট্রফি জেতা এ পেসার। হাসিন তখন দাবি করেছিলেন, কন্যা ও তাঁর নিজের মিলিয়ে প্রতি মাসে ৬ লাখ রুপির বেশি খরচ হয়।

আরও পড়ুনভারতীয় সংবাদমাধ্যমের খবর: এশিয়া কাপ শুরু ৫ সেপ্টেম্বর, ভারত–পাকিস্তান ম্যাচ ৭ সেপ্টেম্বর৫ ঘণ্টা আগে

সবকিছু শোনার পর কলকাতা হাইকোর্ট হাসিনের পক্ষেই রায় দিয়েছেন। বিচারক অজয় মুখার্জির ভাষায়, ‘দুই আবেদনকারীর আর্থিক নিরাপত্তা নিশ্চিতে আমার বিবেচনায়, প্রথম আবেদনকারীর (স্ত্রী) জন্য প্রতি মাসে ১,৫০,০০০ রুপি এবং কন্যার জন্য ২,৫০,০০০ রুপি করে প্রদান ন্যায়সংগত হয়।’ আদালত এ কথাও জানিয়েছেন, শামি চাইলে তাঁর কন্যার শিক্ষা এবং অন্যান্য খাতে খরচের জন্য আরও বেশি অর্থও দিতে পারেন।

আলিপুর আদালত কিসের ভিত্তিতে শামিকে প্রতি মাসে খুব অল্প পরিমাণ অর্থ ভরণপোষণ হিসেবে দেওয়ার রায় দিয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কলকাতার হাইকোর্ট। সংশোধিত এ রায়ের আগের রায় সংশোধন করার কথাও বলা হয়। যুক্তি হিসেবে শামির অর্থনৈতিক সামর্থ্য এবং হাসিনের আর বিয়ে না করা ও সন্তান নিয়ে আলাদা থাকার কথা বলা হয়েছে।

ভারতের হয়ে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন শামি

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কলক ত র

এছাড়াও পড়ুন:

স্ত্রী-সন্তানকে মাসে ৬ লাখ টাকা দিতে হবে, শামিকে আদালতের নিদের্শ

মডেল হাসিন জাহানের সঙ্গে ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামির বিচ্ছেদ হয়ে গেছে। তবে তাদের এক কন্যা সন্তান আছে। মোহাম্মদ শামির কাছে নিজের ও সন্তানের ভরণপোষণ খরচ চেয়ে আদালতে আবেদন করেন হাসিন জাহান। ওই রায়ে কলকাতার উচ্চ আদালত মাসে শামিকে ৪ লাখ রুপি বা ৫ লাখ ৭২ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে। 

এর আগে আলিপুর জেলা আদালত শামিকে সাবেক স্ত্রী হাসিন জাহান ও মেয়ে আয়রাকে মাসে ১.৩ লাখ রুপি ভরণপোষণ ব্যয় দেওয়ার নির্দেশ দেয়। শামি ওই রায়ে সন্তুষ্ট হতে না পেরে উচ্চ আদালতে যান। কলকাতা হাইকোর্টের বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় তার রায়ে শামির খরচ বাড়িয়ে দিয়েছেন। 

শামি ও হাসিন জাহানের ২০১৪ সালে বিয়ে হয়। ২০১৮ সালে বিচ্ছেদ হয়ে যায়। তখন ‘প্রোটেকশন অব উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট-২০০৫’ অনুসারে মামলা দায়ে করে ভরণপোষণ চান হাসিন। আলিপুর আদালত প্রথমে মাসে ৮০ হাজার রুপি পরে জেলা জজ আরও ৫০ হাজার রুপি খরচ দেওয়ার নির্দেশ দেন। 

উচ্চ আদালতে হাসিনের আইনজীবী জানান, মাসে হাসিনের আয় ১৬ হাজার রুপি। যা ব্যাংকের স্থায়ী আমানত থেকে আসে। এই অর্থে তার এবং মেয়ের খরচ চলে না। শামির সঙ্গে বিয়ের পর তারা স্বচ্ছল জীবনযাপনে অভ্যস্ত। তাদের মাসিক খরচ প্রায় ৬ লাখ রুপি। অন্যদিকে শামির ২০২০-২১ অর্থবছরে আয় ছিল ৭.১৯ কোটি রুপি। সামর্থ্য থাকতেও তিনি স্ত্রী-সন্তানকে ক্ষতিপূরণ দিচ্ছেন না। 

জবাবে শামি আদালতকে বলেন, তার সাবেক স্ত্রী একজন সফল মডেল এবং অভিনেত্রী। বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। মাসে অন্তত ৫ লাখ রুপি আয় করেন। ব্যাংক আমানত থেকেও ভালো অর্থ আসে। তিনি খরচ বাবদ এতো অর্থ দিতে পারবেন না।

উচ্চ আদালতের রায়ে হাসিন জাহান , ‘সাত বছর ধরে নিজের ও সন্তানের অধিকাকের জন্য লড়তে গিয়ে প্রায় সব হারিয়েছি। সন্তানকে ভালো স্কুলেও দিতে পারিনি। এ রায়ে আদালতের প্রতি কৃতজ্ঞ।’ বিচারপতি অজয় জানিয়েছেন, অতিরিক্ত কিংবা অল্প ক্ষতিপূরণ গ্রহণযোগ্য নয়। 

সম্পর্কিত নিবন্ধ

  • স্ত্রী-সন্তানকে মাসে ৬ লাখ টাকা দিতে হবে, শামিকে আদালতের নির্দেশ
  • স্ত্রী-সন্তানকে মাসে ৬ লাখ টাকা দিতে হবে, শামিকে আদালতের নিদের্শ