ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে। ১৬ দল থেকে আট দল বিদায় নিয়েছে। কোয়ার্টার ফাইনালে উঠেছে আট দল। এর মধ্যে ইউরোপের ক্লাব পাঁচটি। ওই আট দল ৪ জুলাই থেকে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে।

ক্লাব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা আট দল হলো- পালমেইরাস, আল হিলাল, পিএসজি, বায়ার্ন মিউনিখ, চেলসি, ফ্লুমিনেন্স, রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড।

এর মধ্যে মঙ্গলবার রাতে দুই দল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। রিয়াল মাদ্রিদ ১-০ গোলে হারিয়েছে জুভেন্টাসকে। বরুশিয়া ডর্টমুন্ড ২-১ গোলে হারিয়েছে মেক্সিকান ক্লাব মন্টিরিকে। ডর্টমুন্ড গুইরেসির গোলে ১৪ ও ২৪ মিনিটে ২-০ গোলের লিড নেয়। ৪৮ মিনিটে এক গোল শোধ করে সের্গিও রামোসের মেক্সিকান ক্লাবটি।

কোয়ার্টার ফাইনালে আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স সৌদি আরবের আল হিলালের মুখোমুখি হবে। ম্যাচটি হবে অর্লান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে। ৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় পালমেইরাস মুখোমুখি হবে ইউরোপের ক্লাব চেলসির। ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে গড়াবে ম্যাচটি।

ওই দিনই মাঠে নামবে বায়ার্ন মিউনিখ ও পিএসজি। ৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় রাখা হয়েছে ইউরোপের দুই জায়ান্টের ম্যাচ। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে হবে ম্যাচটি। ৫ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড মুখোমুখি হবে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে খেলবে তারা।

কোয়ার্টার ফাইনালে ফ্লুমিনেন্স ও আল হিলালের মধ্যকার জয়ী দল সেমিফাইনালে পালমেইরাস ও চেলসি ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে। সেখান থেকে জয়ী এক দল যাবে ফাইনালে। যার অর্থ ফ্লুমিনেন্স, আল হিলাল, চেলসি ও পালমেইরাসের মধ্যে একদল ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলবে। অপর দল আসবে রিয়াল মাদ্রিদ ও ডর্টমুন্ড এবং পিএসজি ও বায়ার্ন মিউনিখের মধ্য থেকে।

ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)

ফ্লুমিনেন্স - আল হিলাল     - ৪ জুলাই  - রাত ১টা       -  ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম
পালমেইরাস -চেলসি      -     ৫ জুলাই    -  সকাল ৭টা  - লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ড
বায়ার্ন মিউনিখ - পিএসজি  - ৫ জুলাই  -  রাত ১০টা     - মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম
রিয়াল মাদ্রিদ - বরুশিয়া ডর্টমুন্ড - ৫ জুলাই - রাত ২টা   - মেটলাইট স্টেডিয়াম

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ ফ ক ল ব ব শ বক প ক য় র ট র ফ ইন ল ক ল ব ব শ বক প র ব য় র ন ম উন খ ল দ শ সময় আল হ ল ল বর শ য় প এসজ

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ