ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে। ১৬ দল থেকে আট দল বিদায় নিয়েছে। কোয়ার্টার ফাইনালে উঠেছে আট দল। এর মধ্যে ইউরোপের ক্লাব পাঁচটি। ওই আট দল ৪ জুলাই থেকে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে।

ক্লাব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা আট দল হলো- পালমেইরাস, আল হিলাল, পিএসজি, বায়ার্ন মিউনিখ, চেলসি, ফ্লুমিনেন্স, রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড।

এর মধ্যে মঙ্গলবার রাতে দুই দল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। রিয়াল মাদ্রিদ ১-০ গোলে হারিয়েছে জুভেন্টাসকে। বরুশিয়া ডর্টমুন্ড ২-১ গোলে হারিয়েছে মেক্সিকান ক্লাব মন্টিরিকে। ডর্টমুন্ড গুইরেসির গোলে ১৪ ও ২৪ মিনিটে ২-০ গোলের লিড নেয়। ৪৮ মিনিটে এক গোল শোধ করে সের্গিও রামোসের মেক্সিকান ক্লাবটি।

কোয়ার্টার ফাইনালে আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স সৌদি আরবের আল হিলালের মুখোমুখি হবে। ম্যাচটি হবে অর্লান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে। ৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় পালমেইরাস মুখোমুখি হবে ইউরোপের ক্লাব চেলসির। ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে গড়াবে ম্যাচটি।

ওই দিনই মাঠে নামবে বায়ার্ন মিউনিখ ও পিএসজি। ৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় রাখা হয়েছে ইউরোপের দুই জায়ান্টের ম্যাচ। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে হবে ম্যাচটি। ৫ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড মুখোমুখি হবে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে খেলবে তারা।

কোয়ার্টার ফাইনালে ফ্লুমিনেন্স ও আল হিলালের মধ্যকার জয়ী দল সেমিফাইনালে পালমেইরাস ও চেলসি ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে। সেখান থেকে জয়ী এক দল যাবে ফাইনালে। যার অর্থ ফ্লুমিনেন্স, আল হিলাল, চেলসি ও পালমেইরাসের মধ্যে একদল ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলবে। অপর দল আসবে রিয়াল মাদ্রিদ ও ডর্টমুন্ড এবং পিএসজি ও বায়ার্ন মিউনিখের মধ্য থেকে।

ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)

ফ্লুমিনেন্স - আল হিলাল     - ৪ জুলাই  - রাত ১টা       -  ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম
পালমেইরাস -চেলসি      -     ৫ জুলাই    -  সকাল ৭টা  - লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ড
বায়ার্ন মিউনিখ - পিএসজি  - ৫ জুলাই  -  রাত ১০টা     - মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম
রিয়াল মাদ্রিদ - বরুশিয়া ডর্টমুন্ড - ৫ জুলাই - রাত ২টা   - মেটলাইট স্টেডিয়াম

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ ফ ক ল ব ব শ বক প ক য় র ট র ফ ইন ল ক ল ব ব শ বক প র ব য় র ন ম উন খ ল দ শ সময় আল হ ল ল বর শ য় প এসজ

এছাড়াও পড়ুন:

কুপিয়ে জখমের প্রতিবাদে পিটিয়ে হত্যার অভিযোগ

যশোরের ঝিকরগাছায় কুপিয়ে আহত করার পর পাল্টা হামলায় একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত রফিকুল ইসলাম (৫০) ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

তবে স্থানীয়দের দাবি করেন, তিনি মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া আগেও তিনি বিভিন্ন মানুষকে কারণে-অকারণে মারধর করে আহত করেন।

এলাকাবাসী জানান, বুধবার সকালে সোনাকুড় গ্রামের আজগার আলীর বাড়ি থেকে তার জামাতা জহর আলী (৪০) মোটরসাইকেলযোগে বাঁকড়া বাজারে যাচ্ছিলেন। পথে শ্বশুরের চায়ের দোকানের সামনে পৌঁছালে হঠাৎ প্রতিবেশী রফিকুল ইসলাম তার মাথায় দা দিয়ে কুপিয়ে আহত করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। এ ঘটনায় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে রফিকুল ইসলামকে দড়ি দিয়ে বেঁধে গণপিটুনি দেন। একপর্যায়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

জহর আলীর স্ত্রী নাজমা খাতুন বলেন, ‘আমাদের সঙ্গে প্রতিবেশী রফিকুলের ব্যক্তিগত অথবা পারিবারিক কোনো শত্রুতা ছিল না। টাকা-পয়সারও কোনো লেনদেন নেই। কি কারণে আমার স্বামীকে কুপিয়েছে বুঝতে পারছি না।’ তিনি জানান, কিছুদিন আগে মাদকসেবী রফিকুল সোনাকুড় গ্রামের হিন্দুপাড়ায় একজনের ঘাড়ে কোপ দেন। তবে ঘাড়ে না লেগে তার একটি আঙুল কেটে যায়।

নিহত রফিকুল ইসলামের জামাতা বাপ্পারাজ বলেন, ‘জহর আলীর সঙ্গে আমার শ্বশুর বাড়ির কোনো বিরোধ ছিল না। লোকমুখে শুনলাম আমার শ্বশুর নাকি জহর আলীকে কুপিয়েছে। পরে গ্রামবাসী তাকে দড়ি দিয়ে বেঁধে পেটালে তিনি মারা যান। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে।’

বাঁকড়া তদন্ত কেন্দ্রের এসআই সাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে সোনাকুড় থেকে রফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের পাশে দড়ি পাওয়া গেছে বলেও তিনি জানান।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ‘নিহত রফিকুল ইসলাম মাদকাসক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তিনি জহর আলী নামে এক ব্যক্তিকে দা দিয়ে আঘাত করায় উত্তেজিত জনতা তাকে পিটুনি দেন। একপর্যায়ে তিনি মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পর্কিত নিবন্ধ