ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে উচ্চ-পর্যায়ের বৈঠক করেছেন। আজ শনিবারের বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

প্রধানমন্ত্রীর কার্যালয় বৈঠকের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে এটি এমন সময়ে অনুষ্ঠিত হলো যখন পাকিস্তান ভারতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। শুরু থেকে এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপায় ভারত। তবে পাকিস্তান এই অভিযোগ সব সময় অস্বীকার করে আন্তর্জাতিক তদন্ত দাবি করে। ওই ঘটনার জেরে পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপও নিয়েছে দেশ দুটি। এমন উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে হামলা চালায় ভারত। এর জবাবে শুক্রবার রাত থেকে  পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ শুরু করেছে।

এমন অবস্থার মধ্যে আজ শনিবার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি: পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার জন্য এখনো ‘ট্রাভেল পাস’ চাননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান।

আরো পড়ুন:

তারেক রহমান ‘শিগগির চলে আসবেন’, বার্তা সালাহউদ্দিনের

খালেদা জিয়ার আরোগ্য কামনা ভারতের, ‘প্রস্তুত সহায়তায়’

লন্ডনে অবস্থানরত তারেক রহমানের ‘ট্রাভেল পাস’ নিয়ে জানতে চাইলে তৌ‌হিদ হোসেন বলেন, “উনি চাইলেই ইস্যু হবে। তবে আমার জানা মতে এখনো তিনি চাননি।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পাসপোর্টের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “উনার পাসপোর্ট আছে কি না এটা আমি বলতে পারব না।”

তৌহিদ হোসেন বলেন, “তারেক রহমানের দেশে আসা নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে।”

তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার বিষয়ে প্রস্তুতি আছে সরকারের। যদি চিকিৎসকরা সেটা মনে করেন ও দলের সিদ্ধান্ত হয় তবে সেই অনুযায়ী তা করা হবে হয়তো।”

গত ৩০ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা তৌ‌হিদ হোসেন বলেন, “তারেক রহমান দেশে আসতে চাইলে কোনো বিধি-নিষেধ নেই। এক দিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব।”

তিনি বলেন, “এটার নিয়ম হচ্ছে যে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদোত্তীর্ণ হয়েছে বলে তখন কেউ যদি আসতে চান, তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই, একবার দেশে আসার জন্য। তো এটাতে এক দিন লাগে। কাজেই এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল হয়তো আমরা এটা দিলে পরশু দিন প্লেনে উঠতে পারবেন। কোনো অসুবিধা নাই। এটা আমরা দিতে পারব।”

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ