শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে মোদির বৈঠক
Published: 10th, May 2025 GMT
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে উচ্চ-পর্যায়ের বৈঠক করেছেন। আজ শনিবারের বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
প্রধানমন্ত্রীর কার্যালয় বৈঠকের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে এটি এমন সময়ে অনুষ্ঠিত হলো যখন পাকিস্তান ভারতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। শুরু থেকে এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপায় ভারত। তবে পাকিস্তান এই অভিযোগ সব সময় অস্বীকার করে আন্তর্জাতিক তদন্ত দাবি করে। ওই ঘটনার জেরে পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপও নিয়েছে দেশ দুটি। এমন উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে হামলা চালায় ভারত। এর জবাবে শুক্রবার রাত থেকে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ শুরু করেছে।
এমন অবস্থার মধ্যে আজ শনিবার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ত্রুটিপূর্ণ শরীর নিয়ে আমি আনন্দিত: স্বস্তিকা
ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। জীবনটা নিজের শর্তে উপভোগ করেন। ঠোঁটকাটা স্বভাব, সমাজের বাঁকা দৃষ্টিকে পাত্তা না দেওয়ায় বছর জুড়েই আলোচনায় থাকেন। কয়েক দিন আগে সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে বিকিনি পরে ক্যামেরা বন্দি হন ৪৬ বছর বয়সি স্বস্তিকা। তারই কিছু ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন।
বিকিনিতে স্বস্তিকাকে দেখে তার ভক্ত-অনুরাগীরা প্রশংসা করছেন। অনেকে আক্রমণ করতেও ছাড়েনি। এসব ছবির ক্যাপশনে স্বস্তিকা তার ভাবনার কথাও প্রকাশ করেছেন।
আরো পড়ুন:
মা হয়ে বটগাছের মতন ছায়া দিয়েছি, কন্যাকে নিয়ে স্বস্তিকা
‘আমরা তখনই বিজয়ী হব, যখন এই লজ্জা বহন করা বন্ধ করব’
স্বস্তিকা মুখার্জি বলেন, “যাপন করা একটি শরীর এটি। এই শরীর একটি সন্তান ধারণ করেছে, কাজ করেছে, যত্ন নিয়েছে, শোক, আনন্দ, রাজনীতি, প্রতিরোধ করেছে। সমাজ যখন শরীরটিকে অদৃশ্য হয়ে যেতে বলেছে, তখনো অবসর নেয়নি। একটি শরীর, যে এখনো জল, রোদ, স্পেস চায়। এতে করে কেউ যদি অস্বস্তি বোধ করেন, তবে ভালো।”
বয়স নয়, সমস্যা সংস্কৃতির। এ দাবি করে স্বস্তিকা মুখার্জি বলেন, “বয়স বাড়া সমস্যা না। সমস্যা হলো এমন এক সংস্কৃতির, যা সেই নারীদের ভয় পায়, যারা অনুমতি চাওয়া বন্ধ করে দিয়েছে। সমুদ্র আমাদের আরো সহনশীল করে তুলুক, আমাদের অধ্যবসায় শেখাক। জল আমাদের ধারণ করুক।”
১৩ ডিসেম্বর ৪৫ বছর পূর্ণ করেন স্বস্তিকা মুখার্জি। বিশেষ দিনে নিজেকে শুভেচ্ছা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “শুভ ৪৫তম জন্মদিন, আমার প্রিয়তম নারী। সেলুলাইটে ভরা উরু, রঞ্জক-যুক্ত ত্বক, বয়সের কারণে ত্রুটিপূর্ণ শরীর নিয়ে আনন্দিত। আমি তোমাকে ভালোবাসি।”
স্বস্তিকা মুখার্জি তার বক্তব্যের শেষাংশে নিজের শরীরকে ‘ত্রুটিযুক্ত’ বলে উল্লেখ করেছেন। এর সঙ্গে তার ভক্ত-অনুরাগীদের কেউ কেউ একমত নন। চৈত্রী ঘোষ হাজরা স্বস্তিকার পোস্টের মন্তব্যের ঘরে লেখেন, “ত্রুটিপূর্ণ? সৃষ্টিকর্তার সৃষ্টি কখনো ত্রুটিযুক্ত নয়। বরং বয়সের সঙ্গে সঙ্গে এটি পুষ্ট এবং সমৃদ্ধ হয়।”
১৯৯৮ সালে জনপ্রিয় রবীন্দ্র সংগীতশিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেন স্বস্তিকা মুখার্জি। এ দম্পতির কন্যা অন্বেষা। বাবা-মায়ের পছন্দে বিয়েটি করেছিলেন তিনি। কিন্তু কয়েক বছরের মধ্যে সংসার জীবনে ছন্দপতন ঘটে। দুধের শিশু কোলে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন স্বস্তিকা। তারপর সিঙ্গেল মাদার হিসেবে কন্যা অন্বেষাকে বড় করেন এই নায়িকা; মেয়েই এখন স্বস্তিকার বেস্ট ফ্রেন্ড।
ঢাকা/শান্ত