দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারী লিমিটেডের অফিসার্স অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত কমিটি গত সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছে। 

এর আগে ৫ মে ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড এর অফিসার্স অ্যাসোসিয়েশন এর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৯৯.৩৯% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 
 
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন মোহাম্মদ তাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন সাজ্জাদ হোসেন। এছাড়া সহ-সভাপতি পদে কাজী মাহবুবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হিসেবে মনজেদ আলী, সাংগঠনিক সম্পাদক হিসেবে সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ পদে মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য (ম্যানেজার) হিসেবে আতিকুল আলম, কার্যনির্বাহী সদস্য পদে মিলাদ হোসেন এবং কার্যনির্বাহী সদস্য (অফিসার) পদে জনাব নুরুল আফসার নির্বাচিত হয়েছেন।
 
নবনির্বাচিত কমিটি তাদের দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তাদের মতামত ও সহযোগিতার ভিত্তিতে কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। শান্তিপূর্ণ নির্বাচন ও দায়িত্ব হস্তান্তরে ইস্টার্ণ রিফাইনারী লিমিটেডের কর্মকর্তাদের মাঝে ইতিবাচক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অফ স র

এছাড়াও পড়ুন:

অনিয়মের অভিযোগে প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতির দাবি

অনিয়মের অভিযোগে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আব্দুস ছাত্তারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে ইউএনওর কাছে আবেদন করেছেন আট ইউপি সদস্য। গত সোমবার ওই ইউনিয়ন পরিষদের এক জরুরি সভা শেষে ইউএনওর কাছে এ আবেদন জানান তারা। 

মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলী উছমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই জরুরি সভায় প্যানেল চেয়ারম্যান-১ আব্দুস ছাত্তারের পরিবর্তে প্যানেল চেয়ারম্যান-২ এবং পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান তালুকদারকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে ব্যবস্থা নিতে ইউপি সদস্যরা তাদের লিখিত সিদ্ধান্তের একটি কপি ইউএনওর কাছে জমা দিয়েছেন। 

সভায় অন্য ইউপি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের ইউপি সদস্য কাকলী রানী তালুকদার, জেসমিন আক্তার ও রোকেয়া আক্তার এবং ১ নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমান তালুকদার, ৪ নম্বর ওয়ার্ডের সুমন বর্মণ ও ৭ নম্বর ওয়ার্ডের সুশীন চন্দ্র বিশ্বাস। এ ছাড়া ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আরশাদ মিয়া ও ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রাণ গোপাল পলাতক রয়েছেন। তারা দীর্ঘদিন ধরে ইউপি পরিষদে আসছেন না।

গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানের পর মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার টিটু আত্মগোপনে যান। পরে তিনি মাস দুয়েক সময়ের জন্য নিয়মমাফিক ছুটি গ্রহণ করেন। কিন্তু পরবর্তী সময়ে তিনি আর পরিষদে ফেরেননি। গত বছরের সেপ্টেম্বর মাসে ২০২৪/৭২ স্মারকমূলে ইউপি সদস্যরা ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস ছাত্তারকে প্যানেল চেয়ারম্যান-১ ও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান তালুকদারকে প্যানেল চেয়ারম্যান-২ নির্বাচিত করেন। 

বৈঠকে অংশ নেওয়া ইউপি সদস্যদের অভিযোগ, প্যানেল চেয়ারম্যান-১ আব্দুস ছাত্তার নিয়মিত অফিস করেন না, বিভিন্ন প্রকল্পের কাজের বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্যদের না জানিয়ে নিজেই সিদ্ধান্ত নেন। এ ছাড়া বিভিন্ন প্রকল্প থেকে অনৈতিকভাবে টাকা উত্তোলন, ইউপি পরিষদের বিভিন্ন অনুদান তাঁর আত্মীয়স্বজন ও পরিচিতদের দিয়ে দেওয়া ও নিজ এলাকায় প্রকল্প গ্রহণ করেন। এতে করে ইউনিয়নের বাসিন্দারা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। 

অভিযোগ প্রসঙ্গে প্যানেল চেয়ারম্যান-১ আব্দুস ছাত্তার জানান, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে ইউনিয়ন পরিষদের সার্বিক কাজ ভালোভাবে চলছে। এতে ঈর্ষান্বিত হয়ে তাঁর বিরুদ্ধে বানোয়াট অভিযোগ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১-এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে তাঁকে পরিবর্তন করে প্যানেল চেয়ারম্যান-২-কে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন ইউপি সদস্যরা। এ ব্যাপারে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 
 

সম্পর্কিত নিবন্ধ