গোলের লড়াই বললে একসময় সবার আগে আসত লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। লম্বা সময় পর্যন্ত দুজন একে অপরের বিপক্ষে লড়েছেন। প্রায় এক দশকের বেশি সময় দুজনের আশপাশে খুব কম খেলোয়াড়ই ঘেঁষতে পেরেছেন, তবে সেসব দিন এখন অতীত।

গত দশকে মেসি-রোনালদোর একচ্ছত্র দাপট ভেঙেছে এই দশকে। দুজনই ইউরোপিয়ান ফুটবলের মঞ্চকেও বিদায় জানিয়েছেন। তাঁদের রেখে যাওয়া মসনদে এখন বসেছেন অন্যরা। তবে চলতি দশকে গোলের লড়াইটি মেসি-রোনালদোর লড়াইয়ের মতো দুজনে আটকে নেই। এই লড়াইয়ে সেরা হওয়ার দৌড়ে আছে একাধিক নাম। দশক শেষ হতে হতে তাই বদলে যেতে পারে সব হিসাব–নিকাশও।

ট্রান্সফারমার্কেটের হিসাব বলছে, চলতি দশকে অর্থাৎ ২০২০-২১ মৌসুম থেকে এখন পর্যন্ত ইউরোপের শীর্ষ ৫ লিগে সব প্রতিযোগিতা মিলিয়ে গোল করায় সবার ওপরে আছেন কিলিয়ান এমবাপ্পে। এই ৫ বছরে এমবাপ্পে করেছেন ২৩৭ ম্যাচে ২০৫ গোল। তাঁর ম্যাচপ্রতি গোল ০.

৮৬টি।

আরও পড়ুনমাদ্রিদে বসে ব্রাজিল নিয়ে যা বললেন আনচেলত্তি৫ ঘণ্টা আগে

২০১৮ সালে বিশ্বকাপ জিতে সবাইকে চমকে দেওয়া এমবাপ্পে এই সময়ে পিএসজির হয়ে জিতেছেন তিনটি লিগ, দুটি ফ্রান্স কাপ এবং দুটি ফ্রেঞ্চ চ্যাম্পিয়নস ট্রফি। এরপর রিয়ালে যোগ দিয়ে জিতেছেন একটি উয়েফা সুপার কাপ ও ফিফা আন্তমহাদেশীয় কাপ।

২০২০-২১ মৌসুম থেকে শীর্ষ ৫ লিগে সর্বোচ্চ গোলদাতা

তালিকায় দ্বিতীয় রবার্ট লেভানডফস্কি। পোলিশ এই স্ট্রাইকার এ সময়ে খেলেছেন বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনায়। দুই ক্লাব মিলিয়ে তিনি ২৩০ ম্যাচে করেছেন ১৯৭ গোল। যেখানে লেভার ম্যাচপ্রতি গোল ০.৮৫টি। গোলগুলো করার পথে বায়ার্ন ও বার্সার হয়ে জিতেছেন ১০টি শিরোপা।

এই দশকে আরেক গোল মেশিন হিসেবে আবির্ভূত হয়েছে ম্যানচেস্টার সিটি তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড। গোলের অনেক রেকর্ড এরই মধ্যে ভেঙে দিয়েছেন হলান্ড। এই দশকে এখন পর্যন্ত ২১০ ম্যাচে হলান্ড করেছেন ১৯০ গোল। ম্যাচপ্রতি গোল ০.৯০টি। ম্যাচপ্রতি গোল বিবেচনায় হলান্ডের অবস্থান অবশ্য এমবাপ্পে-লেভাদেরও ওপর। শীর্ষ পাঁচে থাকা অন্য দুজন হচ্ছেন হ্যারি কেইন (২৩৮ ম্যাচে ১৭৩ গোল) এবং মোহাম্মদ সালাহ (২৪৭ ম্যাচে ১৫০ গোল)।

আরও পড়ুনহলান্ড নাকি এমবাপ্পে, রোনালদোর গোলের রেকর্ড ভাঙবেন কে২৪ জানুয়ারি ২০২৫

ক্লাব বিচারে এ সময় সবচেয়ে বেশি গোল ম্যানচেস্টার সিটির। ইংলিশ ক্লাবটি ২৯৩ ম্যাচে করেছে ৬৯০ গোল। এ সময়ে সিটি চারটি প্রিমিয়ার লিগ এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। সিটির পরই আছে বায়ার্ন। জার্মান ক্লাবটি ২৪৫ ম্যাচে করেছে ৬৭০ গোল। এ সময়ে বায়ার্ন ঘরোয়া লিগের চারটি শিরোপাও জিতেছে। এ তালিকায় পরের তিনটি নাম হচ্ছে পিএসজি (২৬৫ ম্যাচে ৬২৩ গোল), লিভারপুল (২৮০ ম্যাচে ৬০৯ গোল) এবং রিয়াল মাদ্রিদ (২৮৩ ম্যাচে ৫৯৪ গোল)।

২০২০-২১ মৌসুম থেকে শীর্ষ ৫ লিগে সর্বোচ্চ গোল করা ক্লাব

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এমব প প হল ন ড এ সময়

এছাড়াও পড়ুন:

ইশরাক হোসেনকে শপথ না করানোর প্রতিবাদে বিক্ষোভ

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করা হচ্ছে। 

বুধবার (১৪ মে) সকাল ৯টা থেকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন ইশরাক হোসেনের কর্মী-সমর্থক ও নগরবাসীর একটি অংশ।

প্রতিবাদকারীরা জানান, আইনি প্রক্রিয়ায় বিজয় প্রমাণিত হওয়ার পরও মেয়র পদে শপথ গ্রহণে বাধা দেওয়া হচ্ছে। বিষয়টিকে সরকারের পক্ষ থেকে গড়িমসি ও ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখছেন তারা।

বিক্ষোভকারীদের হাতে ছিল নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড। সেখানে লেখা, ‘আমরা চাই জনতার মেয়র’, ‘গেজেট যখন হয়েছে, শপথে বাধা কেন?’ ‘ইশরাক না এলে নগরভবন ছাড়বো না।’

বিক্ষোভে অংশ নেওয়া ঢাকার ৪২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনির হোসেন বলেন, “বিগত নির্বাচনে ইশরাক বিপুল ভোটে জয়ী হলেও তাপসকে মেয়র ঘোষণা দিয়ে সরকার জনগণের রায়কে উপেক্ষা করেছে। আদালতের রায়ে সেই অন্যায়ের সংশোধন হয়েছে, এখন সরকার যদি সেটা বাস্তবায়ন না করে, তাহলে সেটা আদালত অবমাননার শামিল।”

কামাল হোসেন নামে আরেক আন্দোলনকারী  বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। কিন্তু জনগণের রায় এবং আদালতের রায় উপেক্ষা করা হলে আমরা আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো। আমাদের একটাই দাবি—আজকের মধ্যেই ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ করানো হোক।”

বিক্ষোভকারীরা জানান, তারা নগরবাসীর একটি পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত, মশামুক্ত ঢাকা গড়তে চান। তাদের দাবি, বিগত মেয়র এবং বর্তমান প্রশাসক নগরের সার্বিক ব্যবস্থাপনায় ব্যর্থ। তাই এখন সময় এসেছে একজন যোগ্য এবং বৈধ মেয়রের নেতৃত্বে নতুন করে ঢাকাকে সাজানোর।

আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা নগর ভবন ছেড়ে যাবেন না। প্রয়োজনে লাগাতার অবস্থান ও নতুন কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেন। 

তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত ২৭ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আইন মন্ত্রণালয়ের পরামর্শ পাওয়ার পর এই গেজেটে প্রকাশ করেছে ইসি। এর আগে ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। তাতে উত্তরে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম এবং দক্ষিণে ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন ইশরাক।

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ
  • ইশরাক হোসেনকে শপথ না করানোর প্রতিবাদে বিক্ষোভ