নাগরিকরা এখন থেকে ঘরে বসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারবেন। একইসঙ্গে ট্রেড লাইসেন্সের আবেদন ও ফি জমা দেওয়া যাচ্ছে অনলাইনে। 

ডিএনসিসি’র প্রশাসকের নির্দেশনায় সংস্থাটির ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স প্রদান সহজীকরণ করতে অনলাইনে ঘরে বসে এই সেবা পাবেন ডিএনসিসি’র নাগরিকরা। 

বুধবার (১৪ মে) ডিএনসিসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

পয়োবর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগে কাজ করবে ওয়াসা-রাজউক-ডিএনসিসি

সমাবেশে পানি স্প্রে নিয়ে যে ব্যাখ্যা দিল ডিএনসিসি

হোল্ডিং ট্যাক্স দিতে ডিএনসিসি’র ওয়েবসাইটে গিয়ে ই-রেভিনিউ অপশনে ক্লিক করলে সিটিজেন চার্টারে প্রয়োজনীয় তথ্য প্রদান করে রেজিস্টেশন করলে ব্যক্তিগত ড্যাসবোর্ড খুলে যাবে। ড্যাসবোর্ড থেকে হোল্ডিং ট্যাক্স অপশনে গিয়ে তথ্য প্রদান করে কুইক পে অপশন থেকে প্রদানকারীর ব্যাংক একাউন্ট অথবা কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় টাকা পরিশোধ করতে পারবেন। 

সিটিজেন পোর্টাল থেকে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং, ব্র্যাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং, বিকাশ, ট্রাস্ট ব্যাংকের মোবাইল ব্যাংকিং ট্যাপ ও নগদের মাধ্যমে ডিএনসিসির ট্রেড লাইসেন্স ফি জমা দেওয়া যাবে। 

একইভাবে সিটিজেন পোর্টাল থেকে নতুন বাড়ি যেগুলো কর তালিকার আওতাধীন নেই সেগুলোর ই-হোল্ডিং নিজেই মূল্যায়ন করে হোল্ডিং ট্যাক্স অপশনে নতুন হোল্ডিং আবেদনে প্রয়োজনীয় তথ্য দিলে তার ট্যাক্স কত টাকা সে সংক্রান্ত তথ্য ও নতুন ই-হোল্ডিং নম্বর পেয়ে যাবেন। 

ডিএনসিসি’র করদাতাদের কর প্রদান কার্যক্রম সহজ করতে চলতি বছরের ১১ মে থেকে পৌরকর মেলা ২০২৫ আয়োজন করেছে। মেলা চলবে ৩০ মে পর্যন্ত ডিএনসিসির ১০টি অঞ্চলে ২৪টি কেন্দ্রে।    

ঢাকা/এএএম/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ড এনস স ড এনস স

এছাড়াও পড়ুন:

স্মার্টফোনে বেডটাইম বা স্লিপ মোড চালু করবেন যেভাবে

রাতে ঘুমানোর আগে স্মার্টফোনে কল বা বার্তা এলে মনোযোগে সমস্যা হয় অনেকের। শুধু তা-ই নয়, ঘন ঘন কল বা নোটিফিকেশন এলে ঘুমও ভেঙে যায়। এ সমস্যা সমাধানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে রয়েছে বেডটাইম মোড বা স্লিপ মোড সুবিধা। সুবিধাটির মাধ্যমে নির্দিষ্ট সময়ে কল বা বার্তা আসা বন্ধ রাখার পাশাপাশি ফোনের পর্দার উজ্জ্বলতা কমিয়ে রাখা যায়, ফলে ঘুমে ব্যাঘাত হয় না। অ্যান্ড্রয়েড ফোনে নির্দিষ্ট সময় পর্যন্ত বেডটাইম মোড বা স্লিপ মোড সুবিধা চালুর পদ্ধতি দেখে নেওয়া যাক।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে নির্দিষ্ট সময় পর্যন্ত বেডটাইম মোড বা স্লিপ মোড সুবিধা চালুর জন্য প্রথমে সেটিংসে প্রবেশ করে ‘ডিজিটাল ওয়েলবিয়িং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস’ অপশনে ক্লিক করতে হবে। এবার বেডটাইম মোড নির্বাচনের পর পাশে থাকা টগলটি চালু করে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর সেটআপ বেডটাইম মোড অপশনে ঘুমাতে যাওয়ার এবং ঘুম থেকে ওঠার সময় নির্ধারণ করতে হবে। এবার ‘ডান’ অপশনে ক্লিক করলেই বেডটাইম মোড চালু হয় যাবে।

স্যামসাংসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি ফোনে বেডটাইম মোড সুবিধাটি স্লিপ মোড নামে পাওয়া যায়। সুবিধাটি চালুর জন্য প্রথমে সেটিংস অপশনে গিয়ে মোডস অ্যান্ড রুটিনস নির্বাচন করতে হবে। এরপর স্লিপ অপশনে গিয়ে টার্ন অন অটোমেটিক্যালিতে প্রেস করে স্লিপ শিডিউলে গিয়ে ঘড়িতে ঘুমাতে যাওয়ার এবং ঘুম থেকে ওঠার সময় নির্ধারণ করতে হবে। এবার সেভ বাটনে ক্লিক করলেই স্বয়ংক্রিয়ভাবে স্লিপ মোড চালু হবে। এ ছাড়া তাৎক্ষণিকভাবে স্লিপ মোড চালু করতে স্লিপ অপশনের নিচে থাকা টার্ন অন বাটনে ক্লিক করতে হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • স্মার্টফোনে বেডটাইম বা স্লিপ মোড চালু করবেন যেভাবে