Samakal:
2025-05-14@21:32:40 GMT

ই-ক্যাব নির্বাচন স্থগিত

Published: 14th, May 2025 GMT

ই-ক্যাব নির্বাচন স্থগিত

সারাদেশে ই-কমার্স পরিষেবা খাতের সুপরিচিত সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ৩১ মে অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি ছিল। কিন্তু বুধবার ই-ক্যাবের নির্বাচন বোর্ড চিঠি দিয়ে নির্বাচন সাময়িক স্থগিত ঘোষণা করেছে।

ই-ক্যাবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী বলেন, সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত ছিল। কিন্তু নির্বাচন স্থগিত করা হয়েছে।

জানা গেছে, কিছু ই-ক্যাব সদস্য ভোটার হতে না পারায় ও নির্বাচনে ভোটার সংখ্যা কম থাকার কারণ দেখিয়ে নির্বাচন পেছানোর আবেদন করেছিলেন। আবেদনকারীর সংখ্যা খুবই কম ছিল। পরে বাণিজ্য মন্ত্রণালয়ে তারা নির্বাচন স্থগিতের আবেদন করেন।

নতুন তারিখ ঘোষণা করে দ্রুত ও সম্ভাব্য নির্বাচন আয়োজনের কথা জানানো হয়।

ই-ক্যাবের নির্বাচন বোর্ডের পাঠানো চিঠিতে বলা হয়, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদি দ্বিবার্ষিক-বার্ষিক নির্বাচনের লক্ষ্যে নির্বাচন বোর্ড কর্তৃক গত ৩ মার্চ ঘোষিত নির্বাচন তফসিলের সার্বিক কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

ইতোমধ্যে নির্বাচনকে উপলক্ষ করে টিম টাইগার ও টিম ইউনাইটেড নামে দুটি প্যানেল ঘোষণা করেন নির্বাচনে আগ্রহী প্রার্থীরা। 
নিজেদের প্যানেলের তরফে থেকে সদস্যদের কাছে নিজেদের প্রতিশ্রুতির কথা জানিয়েছিলেন প্রার্থীরা।

ই-ক্যাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬ জন প্রার্থী। নির্বাচনে ভোটার ছিল ৫০২ জন।
###

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ই কম র স

এছাড়াও পড়ুন:

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের প্রজ্ঞাপনে কী লেখা আছে

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার রাতে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এসআরও নম্বর ১৩৭-আইন/২০২৫, তারিখ ১২ মে ২০২৫ মূলে সরকার সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর ধারা-১৮(১) এ প্রদত্ত ক্ষমতাবলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে, সেহেতু, বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন (নম্বর-০০৬ তারিখ: ০৩/১১/২০০৮) এতদ্দ্বারা স্থগিত করল।’

এদিন রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের ইসি সচিবালয়ে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে কার্যক্রম নিষিদ্ধ করেছে। তার ধারাবাহিকতায় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো।

কীসের ওপর ভিত্তি করে এই নিবন্ধন স্থগিত করা হলো জানতে চাইলে ইসি সচিব আকতার আহমেদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন তার ধারাবাহিকতায় আমরা এটা করেছি।

ইসি সচিবের সংবাদ সম্মেলনের পর আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

এরআগে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপন জারির পর দলটির নিবন্ধন ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৈঠকে বসেন।

সম্পর্কিত নিবন্ধ

  • রূপালী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে
  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে
  • সেলিব্রিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন রাজ-সিয়াম-মেহজাবীনরা
  • সিসিটির চ্যাম্পিয়ন রাজ-সিয়াম-মেহজাবীনরা
  • মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে
  • আজ টিভিতে যা দেখবেন (১৪ মে ২০২৫)
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেলথ ইকোনমিকসে মাস্টার্স, মেয়াদ ১৮ মাস
  • আজ টিভিতে যা দেখবেন (১৩ মে ২০২৫)
  • আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের প্রজ্ঞাপনে কী লেখা আছে