ডিএনসিসির অভিযানে আসলে কয়টি ব্যাটারিচালিত রিকশা গুঁড়িয়ে দেওয়া হয়েছিল
Published: 14th, May 2025 GMT
রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে মঙ্গলবার বিকেলে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে অবৈধ ব্যাটারিচালিত রিকশা আটক ও জব্দের পাশাপাশি গুঁড়িয়ে দেওয়া হয়। রিকশা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
পরে রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। পোস্টে তিনি লেখেন, ‘আজকে যে তিনজনের রিকশা ভাঙা হয়েছে, তাঁদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। মেইন রোডে (প্রধান সড়ক) না আসার জন্য তিনটি রিকশা ভাঙা হয়েছিল। আমরা পরিবারগুলোকে আয়ের বিকল্প ব্যবস্থা করার উদ্যোগ নিচ্ছি।’
অভিযানে জব্দ করা অবৈধ ব্যাটারিচালিত রিকশাগুলো গাবতলী এলাকায় ঢাকা উত্তর সিটির আমিনবাজার কাঁচাবাজারের জায়গায় ডাম্পিংয়ে পাঠানো হয়। বুধবার দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, কাঁচাবাজার এলাকার দক্ষিণ-পূর্ব কোণে ঢাকা উত্তর সিটির একটি ‘অ্যাসফল্ট প্ল্যান্ট’ রয়েছে। সেই প্ল্যান্টটি ঘিরে রাখা হয়েছে নীল রঙের টিনের বেড়া দিয়ে। ওই বেড়ার বাইরেই জব্দ করা ব্যাটারিচালিত রিকশাগুলো ফেলে রাখা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ফেলে রাখা ওই সব রিকশার সব কটিই ভেঙে গেছে। কোনো রিকশার হুডের অংশটুকু ভেঙে গেছে। কোনো রিকশার আবার হুড, যাত্রীর বসার আসন, চালকের আসন—সবই ভেঙে গেছে। কয়েকটি রিকশার আবার পুরোটাই—চাকা, হাতল থেকে শুরু করে পুরো কাঠামোই ভেঙে গেছে।
ওই কাঁচাবাজার এখনো চালু না হওয়ায় ঢাকা উত্তর সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের বর্জ্যবাহী যানবাহন সেখানে পার্কিং করে রাখা হয়। পুরো জায়গায় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আনসার সদস্যরা। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযানে জব্দ করা মোট ১৮টি ব্যাটারিচালিত রিকশা মঙ্গলবার সন্ধ্যায় ডাম্প ট্রাকে করে সেখানে পাঠানো হয়। এর মধ্যে ১৬টি রিকশাই ভেঙে গেছে। এ ছাড়া দুটি রিকশা অক্ষত অবস্থায় পাওয়া গেছে।
জানা গেছে, আনসার সদস্যরা ওই দুটি রিকশা কাঁচাবাজারের মার্কেট ভবনের একটি কক্ষে তালাবদ্ধ করে রেখেছেন, যাতে কেউ চুরি করে নিয়ে যেতে না পারে। পরে কাঁচাবাজারের দক্ষিণ ভবনের নিচতলার এজি-১২ নম্বর দোকানের ভেতরে রিকশা দুটি দেখা যায়।
এদিকে ঢাকা উত্তর সিটির কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে ভেঙে দেওয়া রিকশার তিনজন চালককে বুধবার বিকেলে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ওই তিন চালকের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। এ ছাড়া করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে ওই তিনজনকে চাকরি দেওয়া হয়েছে।
অভিযানে ১৬টি ব্যাটারিচালিত রিকশা গুঁড়িয়ে দেওয়া হলেও মাত্র তিনজনকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজের কাছে। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, নম্বর নিয়ে ওদের (রিকশাচালক) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। যদি আরও এমন ক্ষতিগ্রস্ত রিকশাওয়ালা পাওয়া যায়, যাঁদের নিজের রিকশা, তাঁদেরও আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে রিকশাওয়ালা পাওয়া যাচ্ছে না। ভাঙা বেশির ভাগ রিকশাই ব্যবসায়ীদের বলে জানান তিনি।
ঢাকা উত্তর সিটির প্রশাসক আরও বলেন, একজন রিকশাওয়ালার সম্বল, তাঁর কিস্তির টাকা—এই যে বয়ান তৈরি হয়েছে, এটা ভুল। এগুলো বাণিজ্যিক রিকশা, ব্যবসায়ীদের রিকশা। এখন হয়তো ওই রিকশাচালকেরা আরেক মালিকের রিকশা ভাড়ায় চালাবেন বলেও মন্তব্য করেন তিনি।
শতাধিক রিকশা জব্দের তথ্য ভুল
অভিযান শেষে মঙ্গলবার ঢাকা উত্তর সিটির জনসংযোগ বিভাগের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, শতাধিক অবৈধ ব্যাটারিচালিত রিকশা জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। তবে ওই দিনই ঢাকা উত্তর সিটির অঞ্চল-৫ এর কর্মীরা অভিযানে ৩০টির মতো রিকশা জব্দ হয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছিলেন। পরে জব্দ হওয়ার রিকশার সঠিক সংখ্যা জানতে চাওয়া হয় ঢাকা উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা ফারজানা ববির কাছে। তিনি তখনো শতাধিক রিকশা জব্দ হয়েছে বলেই প্রথম আলোকে নিশ্চিত করেছিলেন।
বুধবার গাবতলীতে গিয়ে ডাম্পিং করে রাখা রিকশার সংখ্যা নিশ্চিত হওয়ার পর এ বিষয়ে জানতে চাওয়া হয় ঢাকা উত্তর সিটির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজার কাছে। দুপুরে তিনি প্রথম আলোকে বলেন, তিনি নিজেও নিশ্চিত হয়েছেন যে ১৮টি রিকশাই জব্দ করা হয়েছে। মঙ্গলবার গণমাধ্যমগুলোতে জব্দ রিকশার সংখ্যা শতাধিক প্রচার করার কারণেই জনসংযোগ কর্মকর্তা হয়তো সংবাদ বিজ্ঞপ্তিতে শতাধিক উল্লেখ করেছেন।
পরে জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববি প্রথম আলোকে বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাই তাঁকে জব্দ রিকশার সংখ্যা শতাধিক বলে জানিয়েছিলেন। তিনি সে অনুযায়ীই মঙ্গলবারের বিবৃতি দেন। তবে বুধবার তিনিও জানতে পেরেছেন ১৮টি রিকশা জব্দ করা হয়েছিল। এটা অনাকাঙ্ক্ষিত ভুল। কোনো সংশোধনী দেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুনধানমন্ডি-২৭ থেকে আসাদগেট এলাকায় শতাধিক অবৈধ ব্যাটারিচালিত রিকশা জব্দ১৩ মে ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম আল ক কর মকর ত জনস য গ হয় ছ ল শত ধ ক ব যবস
এছাড়াও পড়ুন:
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল, গ্রেপ্তার ৪
নোয়াখালীর কবিরহাট উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে দোয়া মাহফিলের আয়োজক দুই যুবলীগ নেতা এবং দোয়া পরিচালনা করা স্থানীয় মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) রাতে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের সাতবাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (১৬ আগস্ট) নোয়াখালী ৯নং আমলি আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন, উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বপুর গ্রামের বাসিন্দা ও মসজিদের ঈমাম মেহেদী হাসান সুমন, একই গ্রামের বাসিন্দা ও মসজিদের মুয়াজ্জিন আব্দুল করিম, বাহার উদ্দিনের ছেলে যুবলীগ নেতা নজরুল ইসলাম ও ছদিক মিয়ার ছেলে যুবলীগ নেতা নিজাম উদ্দিন।
আরো পড়ুন:
কিশোরগঞ্জে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন, ২ শিক্ষক জেলে
মধ্যরাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য, দুপুরে ভাঙচুর
শুক্রবার (১৫ আগস্ট) বিকালে চাপরাশিরহাট ইউনিয়নের সাতবাড়িয়া এলাকার ছাত্রলীগের সাবেক নেতা মরহুম স্বপন মোল্লার বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাদের পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল করা হয়। সাবেক ছাত্রলীগ নেতা স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশনের ব্যানারে ছাত্রলীগ ও যুবলীগ এই কর্মসূচির আয়োজন করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাতবাড়িয়া জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন ওই মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন। দলীয় নেতাকর্মীরা মিলাদ ও দোয়া মাহফিলের ভিডিও ফেসবুকে শেয়ার দেন। এটি স্থানীয় প্রশাসনের নজরে এলে তারা ভিডিও দেখে অভিযানে নামে।
একই দিন রাত ৮টার দিকে অভিযান চালিয়ে ইমাম, মুয়াজ্জিন এবং দুই যুবলীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করে কবিরহাট থানা পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কর্মসূচির প্রতিবাদে রাতেই উপজেলার চাপরাশিরহাট বাজারে যুবদল ও জামায়াতের যুব বিভাগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, দোয়া মাহফিলের ঘটনায় সন্ত্রাস দমন আইনে ২৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। ৪০-৪৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। পরে বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা/সুজন/বকুল