Prothomalo:
2025-11-02@19:08:08 GMT

এলইডি বাতিই চলছে বেশি

Published: 15th, May 2025 GMT

শহর-বন্দর থেকে শুরু করে অজপাড়াগাঁয়ে—বিদ্যুতের আলো পৌঁছে গেছে সর্বত্র। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাওয়ার পাশাপাশি বেড়েছে বৈদ্যুতিক বাতি বা বাল্বের চাহিদাও। অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন বাতির চাহিদা বেশি। শুধু ঘর আলোকিত করা নয়, বিভিন্ন সাজসজ্জা, ঘরকে সুন্দর করে তোলার কাজেও বাড়ছে বাতির ব্যবহার। আশি ও নব্বইয়ের দশকজুড়ে জনপ্রিয় ছিল টাংস্টেন ফিলামেন্টের বাল্ব। ধীরে ধীরে সে জায়গা দখল করেছে এলইডি বাল্ব। বাসা–বাড়ি থেকে অফিস-আদালত এমনকি গণজমায়েতের জায়গায়ও এখন এলইডি বাতির দেখা মেলে বেশি।

এলইডি বাতির জনপ্রিয়তার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তি। ফিলামেন্ট বাল্ব যেমন বিদ্যুৎ খরচ বেশি করত, তেমনই এটি ছিল তাপ–উৎপাদী। একটি ঘর আলোকিত করতে যেখানে ৬০ ওয়াটের ফিলামেন্ট বাতির দরকার হতো, সেখানে ৯ বা ১৩ ওয়াটের এলইডি বাতি যথেষ্ট। ফলে ভোক্তাদের মধ্যে বেড়েছে এলইডি বাতির জনপ্রিয়তা। বর্তমান বাজারের প্রায় ৯৫ শতাংশ দখল করে আছে এলইডি বাতি। যদিও কিছু কিছু জায়গায় এখনো ফিলামেন্টের বাল্ব দেখা যায়। বিশেষ করে যেখানে আলোর পাশাপাশি তাপও প্রয়োজন। যেমন পোলট্রি ফার্ম। এ ছাড়া শহরে গড়ে ওঠা ছোট ছোট লাইভ বেকারিতেও দেখা যায় ফিলামেন্ট বাতি। দাম কম হওয়ায় গ্রামে এখনো কিছুটা চল রয়েছে জিএলএস বাল্বের। বিশেষ করে শীতকালে জিএলএস বাল্বের জনপ্রিয়তা কিছুটা হলেও বৃদ্ধি পায়। শীত থেকে বাঁচতে তাপ–উৎপাদী বাল্ব কেনার দিকে নজর দেন অনেকে। তবে অতিরিক্ত বিদ্যুৎ খরচ বাঁচাতে ধীরে ধীরে এলইডি বাল্বই ভরসা হয়ে উঠছে। বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের প্রায় প্রতিটি প্রান্তেই জায়গা করে নিয়েছে এলইডি বাল্ব।

বাজারের ধারা

ফ্লুরোসেন্ট টিউবলাইট, এলইডি (লাইট এমিটিং ডায়োড) বাল্ব ও এলইডি টিউবলাইট—বাজারে এ ধরনের বাল্ব ও টিউবলাইট দেখা যায় বেশি। ক্রেতারা তাঁদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী বাতি কিনছেন বাসা-বাড়ির জন্য। বেশির ভাগ ক্রেতাই চেষ্টা করেন বাসা–বাড়ির জন্য বিদ্যুৎসাশ্রয়ী বাতি কেনার। এতে টাকা যেমন সাশ্রয় হয়, তেমনই লম্বা সময়ের জন্য চিন্তামুক্ত থাকা যায়। তবে কয়েক বছর ধরে এমন চিন্তাধারায় কিছুটা পরিবর্তন এসেছে। বাংলাদেশ ল্যাম্পস সিএলসির উপব্যবস্থাপক রওনক ইসলাম বলেন, কয়েক বছর আগেও বাজারে সাধারণত বাতি কেনার ধুম পড়েনি। দরকার না পড়লে বাতি কেনার প্রয়োজনবোধ করতেন না কেউ। কিন্তু কয়েক বছরে ঘরের সৌন্দর্যের দিকে মনোযোগী হয়েছেন অনেকে। সৌন্দর্য বাড়ানোর জন্য অনেকেই বিভিন্ন রকম ডেকোরেটিভ লাইটের দিকে ঝুঁকছেন এবং ঘরের বাতিকে প্রযুক্তিনির্ভর করে তুলছেন। স্মার্টফোন দিয়েই নিয়ন্ত্রণ করা যাচ্ছে স্মার্ট বাল্ব। যদিও বাণিজ্যিকভাবে এর বাজারজাতকরণ কম। বর্তমানে বাজারে প্রায় ৩০ ধরনের ৬০০ মডেলের ভিন্ন ভিন্ন বাতি পাওয়া যাচ্ছে।

রওনক ইসলাম আরও জানান, বর্তমানে মার্কেট শেয়ারের দিক থেকে শীর্ষে রয়েছে সুপার স্টার, ট্রান্সটেক ও ওয়ালটন। ১৯৬৩ সাল থেকে যাত্রা শুরু করা বাংলাদেশ ল্যাম্পস এখনো দুটি নামে বাতির বাজারে রয়েছে। ফিলিপস নামে শুরু করলেও ট্রান্সকমের সঙ্গে চুক্তির পর ট্রান্সটেক নামে আরও একটি বাতি বাজারে আনে তারা। ভোক্তাদের চাহিদা পূরণ, প্রযুক্তিগত উন্নয়ন ও ভালো মানের পণ্য সরবরাহ করতে পারায় ট্রান্সটেক এখনো জনপ্রিয়তার শীর্ষে। এ ছাড়া বাজারের বড় একটি অংশজুড়ে আধিপত্য বিস্তার করছে দেশি ব্র্যান্ডগুলো।

ক্লিক ইলেকট্রিক্যালসের বিপণনপ্রধান অঙ্কন সাহা জানান, বাংলাদেশের আলোকপণ্যের বাজার দুই হাজার কোটি টাকার আশপাশে। প্রতিবছরই প্রায় ১১ দশমিক ৫ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে আলোর বাজার। বিদেশি ব্র্যান্ডগুলোর প্রভাব এখানে নেই বললেই চলে। প্রায় ৯০ শতাংশজুড়ে রয়েছে বাংলাদেশি ব্র্যান্ড। এর মধ্যে ওয়ালটন, সুপারস্টার, ট্রান্সটেক, ক্লিক অন্যতম। তবে মফস্​সল অঞ্চলে নন-ব্র্যান্ডেড বাতির চল এখনো বিদ্যমান। দেশি প্রতিষ্ঠানের উৎপাদন করা এলইডি বাল্ব ও টিউবলাইট ভোক্তাদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়। তবে দু–এক বছর ধরে বাজারে প্রভাব বিস্তার করতে শুরু করেছে ব্যাকআপ লাইট।

সাধারণ এলইডি লাইটের মতো কাজ করে ব্যাকআপ লাইট। তবে এতে থাকে একটি ব্যাটারি, যা বিদ্যুৎ থাকার সময় চার্জ হয়। বিদ্যুৎ চলে গেলে নিজে নিজে আলো দিতে থাকে এ বাতি। সাধারণ এলইডি বাতির মতো কাজ করে বলে অনেকেই ঝুঁকছেন ব্যাকআপ লাইটের দিকে। বিদ্যুৎ চলে গেলেও ব্যাকআপ লাইট প্রায় এক ঘণ্টা আলো দিতে পারে। যে কারণে দাম বেশি হলেও অনেকেই প্রয়োজন অনুযায়ী কিনছেন ব্যাকআপ লাইট।

তুলনামূলক নতুন ব্র্যান্ড হলেও বাজারে দ্রুত প্রভাব বিস্তার করতে শুরু করেছে ক্লিক। ২০১৪ সালে শুরু হওয়া ক্লিক এরই মধ্যে বাজারে এনেছে বিভিন্ন নতুন প্রযুক্তি। এর মধ্যে সেন্সর লাইট ও রিমোট কন্ট্রোল লাইট অন্যতম। মানুষের হাঁটাচলার ওপর ভিত্তি করে সেন্সরের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে আলো জ্বলে ওঠে সেন্সর লাইটে। অন্যদিকে অ্যাপের মাধ্যমে রিমোট কন্ট্রোল লাইট ব্যবহার করা যায় যেকোনো জায়গায়। কিন্তু নিত্যনতুন প্রযুক্তি নিয়ে এলেও চিন্তার কারণ হয়ে উঠেছে নন-ব্র্যান্ডেড লাইট।

আছে নন–ব্যান্ড

বাংলাদেশের বহু জায়গা, বিশেষ করে মফস্​সল অঞ্চলে এখনো প্রভাব বিস্তার করে আছে নন-ব্র্যান্ডের বাতি। বিভিন্ন দেশি কোম্পানিকে টেক্কা দিতে বিদেশ থেকে আমদানি করে মানহীন পণ্য তৈরি করছেন অনেকে। ক্রেতারাও দাম ও মানের পার্থক্য বুঝতে না পেরে প্রতারিত হচ্ছেন। এসব বাতি যেমন দেশীয় ব্র্যান্ডগুলোর ক্ষতি করছে, তেমনই ক্ষতি করছে ভোক্তাদের, এমনকি পরিবেশেরও। ক্লিক ইলেকট্রিক্যালসের ব্যবসা পরিচালনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সাগর পাল জানান, নন–ব্র্যান্ডেড পণ্যগুলো একাধারে যেমন দেশীয় কোম্পানিগুলোর ক্ষতি করছে, তেমনই মানুষ ও পরিবেশেরও ক্ষতি করছে। তিনি বলেন, নন-ব্র্যান্ডেড বাতিগুলোয় গুণগত মান নিশ্চিত করা হয় না। ফলে প্যাকেটের গায়ে যে পরিমাণ আলো লেখা থাকে, সে পরিমাণ আলো দিতে পারে না। এ ছাড়া সময়ের সঙ্গে সঙ্গে আলো কমে যাওয়া, আলো ব্লিংক করা, দ্রুত নষ্ট হয়ে যাওয়াসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় ভোক্তাদের। এ ছাড়া নষ্ট বাতি প্রচুর ই-বর্জ্য তৈরি করে, যা পরিবেশের প্রচুর ক্ষতি করে।

নন-ব্র্যান্ডেড বাতিগুলোর দৌরাত্ম্য শহরাঞ্চলে দেখা যায় না বললেই চলে। তবে মফস্​সল অঞ্চলে কিংবা গ্রামের দিকে কম দামে মানহীন পণ্য বিক্রি করতে দেখা যায় তাদের, যা দেশীয় আলোর বাজারে বড় প্রভাব ফেলছে। এটি শুধু ব্যবসা নয়, ক্ষতি করছে ভোক্তাদেরও।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: নন ব র য ন ড ড ব স ত র কর জনপ র য় র জন য ত মনই ব যবস ক বছর

এছাড়াও পড়ুন:

জকসুতে এআই ব্যবহারে থাকবে শিথিলতা, তবে অপব্যবহার করা যাবে না: নির্বাচন কমিশন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহারে শিথিলতা থাকবে। তবে এর অপব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য জুলফিকার মাহমুদ।

রোববার উপাচার্যের সভাকক্ষে রাজনৈতিক ও সক্রিয় সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত জকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর আচরণবিধিবিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদের এক দাবির জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে ফয়সাল মুরাদ বলেন, ‘নির্বাচনী আচরণবিধির ৭–এর ঘ ধারায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা যাবে না। আমরা যারা ছোট সংগঠন, আমাদের তহবিল সীমিত। আমরা নির্বাচনী প্রচারের জন্য এআই ব্যবহার করে দু-এক মিনিটের ভিডিও বানিয়ে প্রচার কার্যক্রম চালাতে চাই। আমাদের দাবি, এ বিষয়ে নির্বাচন কমিশন যেন শিথিল নীতি গ্রহণ করে।’

মুরাদ আরও বলেন, বিগত চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে কিছু ত্রুটি লক্ষ করা গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনকে স্বচ্ছ, সুষ্ঠু ও বিতর্কমুক্ত রাখার জন্য যতগুলো ভোটকক্ষ থাকবে, সব কটি সিসিটিভি ফুটেজের আওতায় রাখতে হবে। সবার জন্য সেই সিসিটিভি ফুটেজ উন্মুক্ত রাখতে হবে। ভোট গ্রহণকে স্বচ্ছ রাখার জন্য ভোটকক্ষের ভেতরে জাতীয় গণমাধ্যমকে সরাসরি সম্প্রচার করার অনুমতি দেওয়ার কথা বলেন তিনি।

দাবির পরিপ্রেক্ষিতে জকসুর নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ বলেন, ‘এআই ব্যবহার করে বিভিন্নজনের চরিত্র হনন করা হয়, অপপ্রচার চালানো হয়। সেদিক থেকে চিন্তা করে এআই ব্যবহার নিষিদ্ধ রেখেছিলাম। তোমাদের দাবির পরিপ্রেক্ষিতে এআই ব্যবহারে শিথিলতা থাকবে প্রচার–প্রসারে, তবে অপব্যবহার করা যাবে না। আর সরাসরি সম্প্রচারের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে আলোচনা করে।’

প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা হাসানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য রেজাউল করিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সংগঠন ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

সম্পর্কিত নিবন্ধ