ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যাটারিচালিত রিকশার পাঁচজন চালককে প্যাডেলচালিত রিকশা ও আর্থিক সহায়তা দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ‘মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে’ এসব রিকশা ও নগদ অর্থ দেওয়া হয়।

এর আগে গত মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর মোড় থেকে আসাদগেট বাসস্ট্যান্ড পর্যন্ত এলাকায় প্রধান সড়কে (মিরপুর রোড) অভিযান চালিয়ে ১৮টি রিকশা জব্দ করেছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এর মধ্যে ১৬টি রিকশাই ভেঙে দেওয়া হয়। এসব রিকশা গাবতলী এলাকায় ঢাকা উত্তর সিটির আমিনবাজার কাঁচাবাজারের জায়গায় ডাম্পিং করা হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত রিকশাচালকদের মধ্যে তাঁরা পাঁচজনকে খুঁজে পেয়েছেন। পরে তাঁদের জন্য প্যাডেলচালিত রিকশা কেনা হয়েছে। আজ এসব রিকশা হস্তান্তর করেছেন তিনি। পাশাপাশি তাঁদের আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে বলে জানান বিএনপির এই নেতা।

সহায়তা প্রদান অনুষ্ঠানে আমিনুল হক বলেন, যেহেতু ব্যাটারিচালিত রিকশা রাস্তায় চলাচলের জন্য বিপজ্জনক, তাই ক্ষতিগ্রস্তদের প্যাডেলচালিত রিকশা দেওয়া হয়েছে। এ সময় তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিএনপির প্রত্যেক নেতা–কর্মী যেন নিজ নিজ এলাকার এ ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়ান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম এ রাজ্জাক, মাহাবুব আলম, মহানগর উত্তর বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সদস্যসচিব রুনা লায়লা, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, রূপনগর থানা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মজিবুল হক প্রমুখ।

আরও পড়ুনডিএনসিসির অভিযানে আসলে কয়টি ব্যাটারিচালিত রিকশা গুঁড়িয়ে দেওয়া হয়েছিল২০ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম ন ল

এছাড়াও পড়ুন:

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল, গ্রেপ্তার ৪ 

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে দোয়া মাহফিলের আয়োজক দুই যুবলীগ নেতা এবং দোয়া পরিচালনা করা স্থানীয় মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনকে গ্রেপ্তার করা হয়েছে।  

শুক্রবার (১৫ আগস্ট) রাতে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের সাতবাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (১৬ আগস্ট) নোয়াখালী ৯নং আমলি আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন, উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বপুর গ্রামের বাসিন্দা ও মসজিদের ঈমাম মেহেদী হাসান সুমন, একই গ্রামের বাসিন্দা ও মসজিদের মুয়াজ্জিন আব্দুল করিম, বাহার উদ্দিনের ছেলে যুবলীগ নেতা নজরুল ইসলাম ও ছদিক মিয়ার ছেলে যুবলীগ নেতা নিজাম উদ্দিন। 

আরো পড়ুন:

কিশোরগঞ্জে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন, ২ শিক্ষক জেলে

মধ্যরাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য, দুপুরে ভাঙচুর

শুক্রবার (১৫ আগস্ট) বিকালে চাপরাশিরহাট ইউনিয়নের সাতবাড়িয়া এলাকার ছাত্রলীগের সাবেক নেতা মরহুম স্বপন মোল্লার বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাদের পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল করা হয়। সাবেক ছাত্রলীগ নেতা স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশনের ব্যানারে ছাত্রলীগ ও যুবলীগ এই কর্মসূচির আয়োজন করে।    

স্থানীয় সূত্রে জানা যায়, সাতবাড়িয়া জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন ওই মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন। দলীয় নেতাকর্মীরা  মিলাদ ও দোয়া মাহফিলের ভিডিও ফেসবুকে শেয়ার দেন। এটি স্থানীয় প্রশাসনের নজরে এলে তারা ভিডিও দেখে অভিযানে নামে। 

একই দিন রাত ৮টার দিকে অভিযান চালিয়ে ইমাম, মুয়াজ্জিন এবং দুই যুবলীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করে কবিরহাট থানা পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কর্মসূচির প্রতিবাদে রাতেই উপজেলার চাপরাশিরহাট বাজারে যুবদল ও জামায়াতের যুব বিভাগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।  

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, দোয়া মাহফিলের ঘটনায় সন্ত্রাস দমন আইনে ২৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। ৪০-৪৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। পরে বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। 

ঢাকা/সুজন/বকুল   

সম্পর্কিত নিবন্ধ