ডিএনসিসির অভিযানে ক্ষতিগ্রস্ত চালকদের প্যাডেলচালিত রিকশা দিলেন আমিনুল
Published: 15th, May 2025 GMT
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যাটারিচালিত রিকশার পাঁচজন চালককে প্যাডেলচালিত রিকশা ও আর্থিক সহায়তা দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ‘মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে’ এসব রিকশা ও নগদ অর্থ দেওয়া হয়।
এর আগে গত মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর মোড় থেকে আসাদগেট বাসস্ট্যান্ড পর্যন্ত এলাকায় প্রধান সড়কে (মিরপুর রোড) অভিযান চালিয়ে ১৮টি রিকশা জব্দ করেছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এর মধ্যে ১৬টি রিকশাই ভেঙে দেওয়া হয়। এসব রিকশা গাবতলী এলাকায় ঢাকা উত্তর সিটির আমিনবাজার কাঁচাবাজারের জায়গায় ডাম্পিং করা হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত রিকশাচালকদের মধ্যে তাঁরা পাঁচজনকে খুঁজে পেয়েছেন। পরে তাঁদের জন্য প্যাডেলচালিত রিকশা কেনা হয়েছে। আজ এসব রিকশা হস্তান্তর করেছেন তিনি। পাশাপাশি তাঁদের আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে বলে জানান বিএনপির এই নেতা।
সহায়তা প্রদান অনুষ্ঠানে আমিনুল হক বলেন, যেহেতু ব্যাটারিচালিত রিকশা রাস্তায় চলাচলের জন্য বিপজ্জনক, তাই ক্ষতিগ্রস্তদের প্যাডেলচালিত রিকশা দেওয়া হয়েছে। এ সময় তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিএনপির প্রত্যেক নেতা–কর্মী যেন নিজ নিজ এলাকার এ ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়ান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম এ রাজ্জাক, মাহাবুব আলম, মহানগর উত্তর বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সদস্যসচিব রুনা লায়লা, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, রূপনগর থানা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মজিবুল হক প্রমুখ।
আরও পড়ুনডিএনসিসির অভিযানে আসলে কয়টি ব্যাটারিচালিত রিকশা গুঁড়িয়ে দেওয়া হয়েছিল২০ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম ন ল
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান
এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।
আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।
আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।
টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।
কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ