হুটহাট সংযুক্ত আরব আমিরাতকে দুই টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল যাবে পাকিস্তানে। পাঁচ টি-টোয়েন্টি খেলতে। তার আগে পরিকল্পনা হলো দুবাইয়ে ক‌্যাম্প করবে। সঙ্গে দুইটি ম‌্যাচও খেলবে। নিজেদের মধ‌্যে ম‌্যাচ খেলার পরিবর্তে স্বাগতিক দলকেই প্রস্তাব দেয় বাংলাদেশ।

আইসিসির সহযোগী দেশটিও সুযোগ লুফে নেয়। দুই দলের প্রথম টি-টোয়েন্টি ম‌্যাচ আজ শনিবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম‌্যাচ।

ক্রিকেটের বহু ঐতিহাসিক ঘটনা ও ম্যাচের সাক্ষী হয়ে থাকা সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের ২০ ওভারের ক্রিকেটের এই সিরিজটি অনুষ্ঠিত হবে। এই সিরিজের স্পন্সর ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। এবারের সিরিজের নামকরণ করা হয়েছে ‘ওয়ালটন ইউএই বনাম বাংলাদেশ টি২০ সিরিজ ২০২৫।’ ১৯ মে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম‌্যাচ।

দুই দল এর আগে তিন ম‌্যাচে মুখোমুখি হয়েছে। ২০১৬ এশিয়া কাপে ঢাকায় প্রথমবারের দেখায় সংযুক্ত আরব আমিরাতকে বাংলাদেশ খুব সহজেই হারায়। এরপর ২০২২ সালে বাংলাদেশ একটি দ্বিপক্ষীয় সিরিজ খেলে তাদের বিপক্ষে। দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া দুটি ম‌্যাচেও বাংলাদেশ জিতেছে। দুই দল দ্বিতীয়বার দ্বিপক্ষীয় সিরিজ খেলার অপেক্ষায়।

এই সিরিজ দিয়ে নতুন পথ চলা শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলেরও। বাংলাদেশ পাকাপাকিভাবে নতুন টি-টোয়েন্টি অধিনায়কের নেতৃত্বে খেলতে নামতে যাচ্ছে। নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার পর বিসিবি অপেক্ষায় ছিল নতুন অধিনায়ক নির্বাচন করার। চার মাস অপেক্ষার পর বিসিবি লিটন দাসকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে।

এর আগে লিটন দলকে নেতৃত্ব দিয়েছেন। অধিনায়কত্ব তার কাছে নতুন নয়। তবে পাকাপাকিভাবে অধিনায়কত্ব পাওয়ায় নিজের ক‌্যানভাসকে বড় করে দেখছেন তিনি। ইতিবাচক থেকে নতুন দায়িত্বকে সুযোগ হিসেবে নিতে চান তিনি,

“চাপের কিছু নেই। অধিনায়ক যখন ছিলাম না, তখনও খারাপ করেছি। এখনও এমন না যে, অধিনায়ক হলে আবার খারাপ করব। এটা বাড়তি সুবিধা হতেও পারে। যেহেতু একটা নতুন সুযোগ এসেছে.

.. সবাই বিশ্বাস করি, যে ইতিবাচকভাবে চিন্তা করে তার এক-দুই দিন পর হলেও ফল আসে। আমি ওই জায়গায় আছি। চেষ্টা করব ইতিবাচকভাবে চিন্তা করার যেন ফলটা আমার দিকে নিয়ে আসতে পারি।”

লিটন কুমার দাসের নেতৃত্বের মেয়াদ আগামী বিশ্বকাপ পর্যন্ত। তার দৃষ্টিও এখন সেই আসরেই, “স্বাভাবিকভাবেই এটা (লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব) ইতিবাচক বিষয়। কারণ আপনি যখন লম্বা সময়ের জন্য সুযোগ পাবেন, অনেক কিছু চিন্তা করতে পারবেন। এখন দেখার বিষয়, এই সময়ের মধ্যে আমি দলটা কতটুকু গুছিয়ে নিতে পারি। আমিও অনেক আশাবাদী এটা নিয়ে যে, দীর্ঘমেয়াদি একটা চিন্তা থাকবে। আমার হাতে যে ক্রিকেটাররা আছে, (বিশ্বকাপে) আমরা ভালো কিছুই উপহার দিতে পারব।”

এর আগে ৪ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া লিটনের নতুন শুরুটা কেমন করেন সেটাই দেখার।

ঢাকা/ইয়াসিন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ ই দল সময় র

এছাড়াও পড়ুন:

গর্ভকালীন আল্ট্রাসাউন্ডের ব্যবহার নিয়ে রাজধানীতে সেমিনার

রাজধানীতে ‌‘ইউজ অব আল্ট্রাসাউন্ড ইন প্রেগন্যান্সি অ্যান্ড সার্টিফিকেট এওয়ার্ডিং প্রোগ্রাম’ শীর্ষক সায়েন্টিফিক সেমিনারের আয়োজন করা হয়েছে। শুক্রবার রাজধানীর শ্যামলীতে ঢাকাস্থ ক্যাম্পাসে চতুর্থবারের মতো এ আয়োজন করে ‘আল্ট্রাসাউন্ড একাডেমি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (ইউরাইব)’। সেমিনারে ২০২৪ সেশনে ইউরাইব থেকে বিভিন্ন কোর্স সম্পন্ন করা ১৬০ জন চিকিৎসককে সার্টিফিকেট দেওয়া হয়। 

অনুষ্ঠানে বারাক পিআরপি মেডিকেল সেন্টারের সহকারী সার্জন, মগবাজারের আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের সাবেক মেডিকেল অফিসার ডা. ওয়ারদে জান্নাত রোজি বলেন, আল্ট্রাসাউন্ড চিকিৎসা বিজ্ঞানে যে নতুন দ্বার উম্মোচন করেছে, তার যথাযথ সুফল যাতে রোগীরা পায় সেজন্য গুণগত আল্ট্রাসাউন্ড শিক্ষার গুরুত্ব অপরিসীম। ইউরাইব হতে পাশ করা সনোলোজিস্টদের সঠিক স্ক্যানিং, নির্ভুল রিপোর্ট প্রদানের ক্ষেত্রে ইউরাইব সবসময়ই ডাক্তারদের পাশে রয়েছে।

ইউরাবের কোর্স কো-অর্ডিনেটর ডা. রুবিনা সুলতানা বলেন, ইউরাইব যেভাবে ইন্টারন্যাশনাল প্রটোকল অনুযায়ী ছাত্রছাত্রীদের সত্যিকারের রোগীদের ওপরে আল্ট্রাসনোগ্রাম শেখায় তা সত্যিই প্রসংশনীয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ.আর.ডি.এম.এস. লাইসেন্স এক্সাম প্রস্তুতির কোর্স ইউরাইব অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে পরিচালনা করে আসছে। এখন পর্যন্ত শতভাগ পাশের রেকর্ড ধরে রেখেছে। আন্তর্জাতিক মানের কোর্স কারিকুলাম অনুসরণে সঠিক প্রোটোকল মেনে আল্ট্রাসনোগ্রাম শেখানোর বিষযটিতে ইউরাইব আরও গুরুত্ব দিবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। 

উল্লেখ্য, ইউরাইব আল্ট্রাসনোগ্রামের ১ বছর মেয়াদি কোর্স ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড (ডি.এম. ইউ), অ্যাডভান্সড ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড (এ. ডি.এম. এস.) কোর্স, ৩ মাস মেয়াদি সার্টিফিকেট ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড (সি.এম. ইউ), অ্যানোমালি স্ক্যান, কালার ডপলার, গাইনী অ্যান্ড অবস, মাস্কুলোস্কেলিটাল আল্ট্রাসাউন্ড, টি. ভি. এস. থাইরয়েড অ্যান্ড ব্রেস্ট আল্ট্রাসাউন্ড এর মতো বিভিন্ন অ্যাডভান্স লেভেলের কোর্সসহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ.আর.ডি.এম.এস. লাইসেন্স এক্সাম প্রিপারেশন কোর্সও পরিচালনা করে আসছে। ২০২০ থেকে এখন পর্যন্ত ইউরাব থেকে প্রায় ১১০০ ডাক্তার এসব কোর্স সম্পন্ন করেছেন।
 

সম্পর্কিত নিবন্ধ