দখল-দূষণে অস্তিত্ব সঙ্কটে থাকা মাদারীপুরের ডাসার উপজেলার মাইজপাড়া খাল উদ্ধারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৭ মে) সকালে উপজেলার পাথুরিয়ারপাড় থেকে কাজীবাকাই ইউনিয়ন পরিষদ ভবন পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দখল ও দূষণে বন্ধ হয়ে যায় মাইজপাড়া খালের পানি প্রবাহ। ময়লা-আবর্জনা জমে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। মশা-মাছির উপদ্রব বেড়েছে। ফলে ছড়িয়ে পড়তে শুরু করে বিভিন্ন ধরনের রোগ। এছাড়াও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাদের নিজেদের ব্যবহার করার জন্য রাস্তা নির্মাণ করেন খালটির পানি প্রবাহের পথ বন্ধ করে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছিল।

আরো পড়ুন:

নোবিপ্রবিতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কার্যক্রমে ক্ষুব্ধ শিক্ষার্থীরা

নোবিপ্রবির একাডেমিক কাউন্সিলের সদস্য হলেন ‘ফ্যাসিস্টের দোসর’

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীন বলেন, “মাদারীপুর জেলা প্রশাসনের নির্দেশনায় মাইজপাড়া খাল পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।”

ঢাকা/বেলাল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উদ ধ র অভ য ন উপজ ল

এছাড়াও পড়ুন:

বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ

চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ