রাজধানীর মতিঝিলে একটি তিন তলা ভবনের তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৭ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে, তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে, সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা।
আরো পড়ুন:
মতিঝিলে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
ক্ষতিগ্রস্ত শ্রীনগর বাজার পরিদর্শন করলেন উপদেষ্টা আদিলুর রহমান
আরো পড়ুন: মতিঝিলে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
ঢাকা/এমআর/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আগ ন আগ ন ন মত ঝ ল
এছাড়াও পড়ুন:
চবিতে শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে ঢাবিতে সনাতনী জাগরণ জোটের বিক্ষোভ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীকে লাঞ্ছিত করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট।
শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় কুশল বরণের যথাযথ নিরাপত্তা প্রদানের দাবি জানায় সনাতনী জাগরণ জোট।
কুশল বরণ চক্রবর্তী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি সনাতনী জাগরণ জোটের সহমুখপাত্র ও সনাতন বিদ্যার্থী সংসদ বাংলাদেশের সঙ্গে যুক্ত রয়েছেন। শুক্রবার পদোন্নতির সাক্ষাৎকার দিতে এলে উপাচার্যের দপ্তরে তাঁকে হেনস্তা করার অভিযোগ উঠেছে ইসলামী ছাত্রশিবির ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক সুমন কুমার রায় বলেন, ‘দেশে আজ সর্বত্র মবতন্ত্র বিরাজ করছে, দেশে কোথায় আইনের শাসন নেই। দেশে কোনো সরকার আছে বলে মনে হচ্ছে না।’
সুমন কুমার বলেন, ‘কুশল বরণকে যে ঘটনায় মামলার আসামি করা হয়েছে, তখন তিনি আমাদের সঙ্গে শাহবাগে আন্দোলনে ছিলেন। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মবতন্ত্র সৃষ্টি করে উপাচার্যের অফিস কক্ষে তাঁকে মানসিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।’
বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির মুখপাত্র সাজন কুমার মিশ্র বলেন, ‘আগে শুনতাম মগের মুল্লুক আর এখন দেখছি মবের মুল্লুক। এমনভাবে মব হচ্ছে, তা দেখে মনে হচ্ছে, সরকার দেশ চালাতে ব্যর্থ।’
অন্তর্বর্তী সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে সাজন কুমার বলেন, ‘আওয়ামী লীগ ব্যর্থতার দায়ে যেভাবে দেশ ছেড়েছে, মনে হচ্ছে আপনাদেরও সেই পথে যেতে হবে। মব অত্যাচার বন্ধ করতে না পারলে দ্রুত পদত্যাগ করে বিদায় নিন। অন্যথায় আপনাদেরও আওয়ামী লীগের মতো অবস্থা হতে পারে।’
আরও পড়ুনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদোন্নতির সাক্ষাৎকারে আসা শিক্ষককে ঘিরে হট্টগোল, ‘মব’ সৃষ্টির অভিযোগ৪ ঘণ্টা আগে