শুক্রবার সকাল ১০টা। সন্দ্বীপের গুপ্তছড়া ফেরিঘাটে কিছুক্ষণ অবস্থান করার পর পাশের কেওড়া বনে গাছ কাটার শব্দ শোনা যায়। শব্দ ধরে কাছে যেতেই দেখা যায়, বনের কেওড়া গাছ কাটছেন দুজন। কেন গাছ কাটছেন জিজ্ঞেস করলে তারা বলেন, ‘ফেরিঘাটে দোকান নির্মাণে খুঁটি দরকার, কাটা গাছ খুঁটি হিসেবে ব্যবহার করা হবে।’ নাম-পরিচয় জানতে চাইলে দৌড়ে পালিয়ে যান তারা।
সন্দ্বীপের গুপ্তছড়া ফেরিঘাটের পার্কিং ইয়ার্ড দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ দোকান। ফেরিঘাট সংলগ্ন সরকারি বনের কেওড়া গাছ কেটে নির্মাণ করা হয়েছে এসব স্থাপনা। অবৈধ স্থাপনার কারণে ফেরিঘাট এলাকায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, যাত্রীদের নিরাপত্তা ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
অন্যদিকে, সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও সন্দ্বীপের গুপ্তছড়া ফেরিঘাট এলাকায় নির্মিত অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দিয়ে বিআইডব্লিউটিএ কর্তৃক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশের ২০ দিনেও একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি। উল্টো নির্মিত হয়েছে নতুন দোকানপাট।
এ ব্যাপারে বিআইডব্লিউটিএ, চট্টগ্রামের উপপরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) মো.

কামরুজ্জামান বলেন, ‘পার্কিং ইয়ার্ডে অবৈধ স্থাপনার বিষয়ে জানতে পেরে গত ২৭ এপ্রিল স্থাপনা নির্মাণকারীদের নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে ফেলার জন্য নির্দেশ প্রদান করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। নতুন কোনো স্থাপনা না নির্মাণ করার জন্যও বলা হয়েছে। বাঁশবাড়িয়া প্রান্তের অবৈধ স্থাপনা ইতোমধ্যে উচ্ছেদ করা হয়েছে।’
ফেরিঘাট এলাকা ঘুরে আরও দেখা যায়, অস্থায়ী স্থাপনা নির্মাণের পাশাপাশি বিআইডব্লিউটিএর নির্দেশ উপেক্ষা করে চলছে স্থায়ী স্থাপনা নির্মাণের কাজ।  কাঠের তৈরি প্রায় ৫০ ফুট লম্বা একটি স্থায়ী দোকান নির্মাণের কাজ প্রায় শেষ। নতুন নতুন দোকান নির্মাণের জন্য কেওড়া গাছের খুঁটি পুঁতে দখল করা হয়েছে পুরো পার্কিং ইয়ার্ড।
সবচেয়ে বড় স্থাপনা তৈরির কাজে নিয়োজিত শ্রমিকদের একজন হেলাল মিস্ত্রি বলেন, ‘হাসান নামের একজন গাড়িচালক দোকানটি নির্মাণ করছেন। এটিকে চার ভাগে ভাগ করে ভাড়া দেওয়া হবে।’ অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার জন্য বিআইডব্লিউটিএ থেকে দেওয়া বিজ্ঞপ্তির বিষয়ে অবগত আছেন কিনা জানতে চাইলে একাধিক দোকানদার বলেন, এই বিজ্ঞপ্তি নিয়ে তাদের কাছে কেউ আসেননি।
কেওড়া গাছ কাটার বিষয়ে বন বিভাগের সন্দ্বীপ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. নিজাম উদ্দীনের বক্তব্য জানতে একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি।
বিজ্ঞপ্তি দেওয়ার অর্ধমাস পরও গুপ্তছড়া ফেরিঘাটের অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া প্রসঙ্গে বিআইডব্লিউটিএন উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, ‘ফেরিঘাটের পার্কিং ইয়ার্ডের জায়গাটি বন বিভাগ কয়েকদিনের মধ্যে বিআইডব্লিওটিএ এবং সড়ক ও জনপথ বিভাগকে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে। এরপর আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করব।’
 

উৎস: Samakal

কীওয়ার্ড: গ প তছড় র জন য

এছাড়াও পড়ুন:

৩ কোটি টাকা, ব্যক্তিগত উড়োজাহাজসহ আরও যা যা পান একজন মিস ইউনিভার্স

থাইল্যান্ডের ব্যাংকক ও ফুকেটে চলছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। সেখানে ইতিমধ্যে আলোচনায় আছেন মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা। মিস ইউনিভার্সের বার্ষিক বাজেট ১০০ মিলিয়ন ডলার। বিজয়ী হওয়ার পরবর্তী এক বছর মিস ইউনিভার্সের সব খরচ বহন করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। চলুন দেখে নেওয়া যাক, প্রতিযোগিতার বিজয়ী কী পান।

১. নগদ টাকা

মিস ইউনিভার্সকে এক বছরের বেতন হিসেবে নগদ আড়াই লাখ ডলারের চেক দেওয়া হয়, টাকার অঙ্কে যা ৩ কোটির বেশি।

মিস ইউনিভার্সকে এক বছরের বেতন হিসেবে নগদ আড়াই লাখ ডলারের চেক দেওয়া হয়, টাকার অঙ্কে যা ৩ কোটির বেশি

সম্পর্কিত নিবন্ধ

  • এশিয়ার প্রভাবশালী নারী ব্যবসায়ী কারা, কীসের ব্যবসা তাঁদের
  • করদাতা মারা গেলেও যে কারণে কর দিতে হয়, কীভাবে দেওয়া হয়
  • ৩ কোটি টাকা, ব্যক্তিগত উড়োজাহাজসহ আরও যা যা পান একজন মিস ইউনিভার্স
  • গোপালগঞ্জে আরো দুই মামলায় আসামি ৫৫২
  • পুলিশের হাতে কামড় দিয়ে পালালেন ছাত্রদল নেতা
  • ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা: প্রতিবন্ধী পরীক্ষার্থীরা পাবেন অতিরিক্ত ৩০ মিনিট
  • শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু
  • সফটওয়্যার কোম্পানির টাকায় যক্ষ্মা সম্মেলনে
  • বিআইডব্লিউটিএ’র প্রশিক্ষণার্থীদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ে সচেতন করার উদ্যোগ
  • শতবর্ষী স্টিমারে কীভাবে চড়বেন, খরচ কত