বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ১৪তম ও ১৬তম গ্রেডের ৫টি ক্যাটাগরির ২৯টি পদের লিখিত পরীক্ষা ৩১ মে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যক্তিগত সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, টেলিফোন অপারেটর/ অভ্যর্থনাকারী, নমুনা সংগ্রহ সহকারীর ২৯টি পদের লিখিত পরীক্ষা ৩১ মে (শনিবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা শহরের ৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়সূচি, পরীক্ষাকেন্দ্রের নামসহ বিস্তারিত তথ্য পরীক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লেখ করা থাকবে। গতকাল শনিবার থেকে প্রার্থীরা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (www.

bfsa.teletalk.com.bd) থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন।

আরও পড়ুনপল্লী বিদ্যুতে বড় নিয়োগ, ২ পদে নেবে ২১৫০ জন১৬ মে ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ

এছাড়াও পড়ুন:

শেরপুরে নদ-নদীর পানি বৃদ্ধি, সতর্কতা জারি

কয়েক দিনের বৃষ্টি এবং ভারতের আসাম ও মেঘালয় থেকে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নদ-নদীতে পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। জেলার অন্যতম চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল শনিবার (১৭ মে) কয়েক দফা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। 

গত ১৫ ফেব্রুয়ারি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পাঠানো সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ২০ মে পর্যন্ত ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এতে জনজীবনের পাশাপাশি কৃষি খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

জেলা কৃষি বিভাগের অতিরিক্ত উপপরিচালক হুমায়ূন আহমেদ বলেন, “বন্যা মোকাবিলায় শেরপুর জেলার মাঠ পর্যায়ের কৃষকদের দ্রুত আধা-পাকা ধান কেটে নিরাপদ স্থানে সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় যেসব ধান ৮০ শতাংশের বেশি পেকে গেছে, তা দ্রুত কাটার পরামর্শ দেওয়া হয়েছে।”

আরো পড়ুন:

ফেনীতে বন্যায় আশ্রয় হারানো ১১০ পরিবার পেল নতুন ঘর

কঙ্গোর রাজধানীতে প্রবল বৃষ্টিপাতে ৩৩ জনের প্রাণহানি

শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, “বন্যা পরিস্থিতি বিবেচনায় আমরা প্রতিটি উপজেলায় মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা তৈরি করছি। পাশাপাশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হচ্ছে। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। জেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও বন্যা মোকাবিলায় সক্রিয়ভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে।”

ঢাকা/তারিকুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ