গাজীপুরের কালিয়াকৈরে সড়ক আটকে ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন একটি কারখানার শ্রমিকরা। গতকাল রোববার সকালে মৌচাক-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের ভান্নারা এলাকায় তাদের অবরোধের কারণে দীর্ঘ যানজট দেখা দেয়। এ সময় অন্যান্য কারখানার শ্রমিকদের হেঁটে কর্মস্থলে যেতে হয়। বিক্ষোভের সংবাদ পেয়ে ওই সড়কের অন্তত ১০টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
ভান্নারায় আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকরা ওই এলাকার ফ্যাশন ব্লু অ্যাপারেলসে কর্মরত। তারা আসন্ন ঈদুল আজহায় টানা ১২ দিনের ছুটি দাবি করে আসছেন। একই সঙ্গে বিক্ষোভে তারা কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) মোস্তফা কামালের পদত্যাগসহ ১৪ দফা দাবি জানান। এদিন সকালে শুরুতে কারখানায় দাবি জানিয়ে কর্মবিরতি ঘোষণা করেন। কর্তৃপক্ষ দাবি না মানলে শ্রমিকরা সড়কে নেমে আসেন। খবর পেয়ে শিল্প পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা সেখানে যান। তারা আন্দোলনকারীদের বুঝিয়ে আঞ্চলিক সড়ক থেকে সরিয়ে দেন। দুপুর ১২টার দিকে সড়কটি দিয়ে যানবাহন চলাচল শুরু হয়।
এদিকে উপজেলার সফিপুর এলাকার মাহমুদ ডেনিমের শতাধিক শ্রমিক এক মাসের বকেয়া বেতনের দাবিতে দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে আসেন। তারা আনসার একাডেমির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় তিন কিলোমিটার পর্যন্ত যানবাহনের সারি দেখা যায়। খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা কর্তৃপক্ষের কাছ থেকে বেতন আদায় করে দেওয়ার আশ্বাস দেন। এতে শ্রমিকরা দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেন।
দুটি কারখানার শ্রমিকদের বিক্ষোভ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে কোনো কর্মকর্তাই কথা বলতে রাজি হননি। কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, ভান্নারা ও সফিপুরে কারখানার শ্রমিকরা কয়েকটি দাবিতে সড়ক অবরোধ করেন। পুলিশ ও যৌথ বাহিনী তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানা দুটিতে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক অবর ধ
এছাড়াও পড়ুন:
পুতিনের সঙ্গে ফোনালাপে ‘হতাশ’ ট্রাম্প, পরপরই কিয়েভে ব্যাপক হামলা রাশিয়ার
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ‘হতাশ’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুজনের মধ্যে ফোনালাপের পর এমন প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। ট্রাম্পের ভাষ্য, ফোনালাপে তাঁর মনে হয়েছে ইউক্রেন যুদ্ধ থামাতে চান না পুতিন। দুই নেতার এই ফোনালাপের কয়েক ঘণ্টা পরেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
ট্রাম্প ও পুতিনের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী ওই ফোনালাপ হয় গতকাল বৃহস্পতিবার। আজ শুক্রবার ওয়াশিংটন থেকে আইওয়া অঙ্গরাজ্যের দিকে যাত্রা শুরুর আগে ফোনালাপের বিষয়টি সাংবাদিকদের জানান তিনি। পুতিনের সঙ্গে আলাপের পর এদিনই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপের পরিকল্পনা ছিল ট্রাম্পের।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আজ (বৃহস্পতিবার) প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যে আলাপ হয়েছে, তা নিয়ে আমি খুবই হতাশ। কারণ, আমি মনে করি না, আলাপে তাঁর মন ছিল। আর আমি খুবই হতাশ হয়েছি। আমার মনে হয় না তিনি (রাশিয়া–ইউক্রেন যুদ্ধ) থামাতে চাচ্ছেন। এটি খুবই খারাপ একটি বিষয়। তাঁদের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি।’
গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পরপরই রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপর হন ট্রাম্প। এ নিয়ে মস্কো ও কিয়েভ—দুই পক্ষের সঙ্গেই দফায় দফায় আলোচনা করেছে মার্কিন প্রতিনিধিদল। তবে যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি আসেনি। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য পুতিনকে চাপ দিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন অনেকে।
ট্রাম্প–পুতিন ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে মস্কোও। ইউক্রেনে যুক্তরাষ্ট্রের কিছু অস্ত্রের সরবরাহ স্থগিত করা নিয়ে আলাপে কোনো কথা হয়নি বলে জানান পুতিনের সহযোগী ইউরি উশাকভ। এ নিয়ে ট্রাম্প বলেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহ পুরোপুরি স্থগিত করা হয়নি। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন দেশটিকে এত অস্ত্র দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দুর্বল হওয়ার ঝুঁকিতে পড়েছিল।
অস্ত্রের ওই চালান স্থগিতের পর চলমান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি নিয়ে ইউক্রেনের নেতাদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছিল। পরে গত বুধবার কিয়েভে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে অস্ত্র সরবরাহের প্রয়োজনীয়তা তুলে ধরেন তাঁরা। ইউক্রেনের নেতারা বলেন, মার্কিন অস্ত্র সরবরাহ স্থগিত হলে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের নিজেদের রক্ষা করার সক্ষমতা দুর্বল হয়ে পড়বে।
কিয়েভে সবচেয়ে বড় ড্রোন হামলা২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধের মধ্যে বৃহস্পতিবার রাতে কিয়েভে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে মস্কো। ট্রাম্প–পুতিন ফোনালাপের কয়েক ঘণ্টা পর চালানো এই হামলায় রাজধানী শহরটিতে বেশ কয়েকটি ভবন ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৩ জন।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত কিয়েভে আত্মঘাতী কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এ সময় শহরজুড়ে বাজতে থাকে সাইরেন। একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধোঁয়ায় ঢেকে যায় শহর। পরিবার নিয়ে নিরাপদে আশ্রয় নেন কিয়েভের বাসিন্দারা। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, এই রাতে ৫৩৯টি ড্রোন ও ১১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া।
কিয়েভের কর্মকর্তারা জানান, রাশিয়ার হামলায় কিয়েভের ১০টি এলাকায় ৪০টি ভবন, ৫টি স্কুল ও কিন্ডারগার্টেন, রেলওয়ের স্থাপনা, ক্যাফে এবং যানবাহনের ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় পোল্যান্ডের দূতাবাসও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটি। কিয়েভে প্রায় ৩০ লাখ মানুষের বসবাস। বিগত সপ্তাহগুলোতে শহরটিতে ব্যাপক হারে হামলা বাড়িয়েছে রুশ বাহিনী।
ইউক্রেনে ‘রাসায়নিক’ অস্ত্র ব্যবহারের অভিযোগইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়া ব্যাপক হারে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ এনেছে নেদারল্যান্ডস ও জার্মানি। দেশ দুটির গোয়েন্দা সংস্থাগুলো এ নিয়ে প্রমাণ সংগ্রহ করেছে। গতকাল তারা দাবি করেছে, এই অস্ত্রগুলোর মধ্যে শ্বাসরোধকারী গ্যাস রয়েছে। পরিখা থেকে ইউক্রেনের সেনাদের বের করতে এই গ্যাস ব্যবহার করা হয়। পরে তাঁদের গুলি করে হত্যা করা হয়।
এমন অভিযোগ এনে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠিন নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন নেদারল্যান্ডসের প্রতিরক্ষামন্ত্রী রুবেন ব্রেকেলম্যানস। তিনি বলেন, কয়েক বছর ধরে পর্যবেক্ষণ করে দেখা গেছে, যুদ্ধক্ষেত্রে রাশিয়ার রাসায়নিক অস্ত্রে ব্যবহার দিন দিন আরও বিস্তৃত হচ্ছে এবং তা সাধারণ একটি বিষয়ে পরিণত করা হচ্ছে। এটি উদ্বেগের।
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে প্রথম রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ এনেছিল যুক্তরাষ্ট্র। ওই রাসায়নিকটির নাম ‘ক্লোরোপিক্রিন’। দাঙ্গা দমনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে গ্যাস ব্যবহার করে, তার চেয়ে এটি বেশি বিষাক্ত। ক্লোরোপিক্রিন প্রথম ব্যবহার করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। ইউক্রেনে ক্লোরোপিক্রিনের মজুত রয়েছে বলে অভিযোগ এনেছে মস্কোও। বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির সামরিক বাহিনীর বিস্ফোরক মজুত রাখার স্থানে ক্লোরোপিক্রিন সংরক্ষণ করতে দেখা গেছে।