গাজীপুরের কালিয়াকৈরে সড়ক আটকে ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন একটি কারখানার শ্রমিকরা। গতকাল রোববার সকালে মৌচাক-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের ভান্নারা এলাকায় তাদের অবরোধের কারণে দীর্ঘ যানজট দেখা দেয়। এ সময় অন্যান্য কারখানার শ্রমিকদের হেঁটে কর্মস্থলে যেতে হয়। বিক্ষোভের সংবাদ পেয়ে ওই সড়কের অন্তত ১০টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
ভান্নারায় আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকরা ওই এলাকার ফ্যাশন ব্লু অ্যাপারেলসে কর্মরত। তারা আসন্ন ঈদুল আজহায় টানা ১২ দিনের ছুটি দাবি করে আসছেন। একই সঙ্গে বিক্ষোভে তারা কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) মোস্তফা কামালের পদত্যাগসহ ১৪ দফা দাবি জানান। এদিন সকালে শুরুতে কারখানায় দাবি জানিয়ে কর্মবিরতি ঘোষণা করেন। কর্তৃপক্ষ দাবি না মানলে শ্রমিকরা সড়কে নেমে আসেন। খবর পেয়ে শিল্প পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা সেখানে যান। তারা আন্দোলনকারীদের বুঝিয়ে আঞ্চলিক সড়ক থেকে সরিয়ে দেন। দুপুর ১২টার দিকে সড়কটি দিয়ে যানবাহন চলাচল শুরু হয়।
এদিকে উপজেলার সফিপুর এলাকার মাহমুদ ডেনিমের শতাধিক শ্রমিক এক মাসের বকেয়া বেতনের দাবিতে দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে আসেন। তারা আনসার একাডেমির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় তিন কিলোমিটার পর্যন্ত যানবাহনের সারি দেখা যায়। খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা কর্তৃপক্ষের কাছ থেকে বেতন আদায় করে দেওয়ার আশ্বাস দেন। এতে শ্রমিকরা দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেন।
দুটি কারখানার শ্রমিকদের বিক্ষোভ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে কোনো কর্মকর্তাই কথা বলতে রাজি হননি। কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, ভান্নারা ও সফিপুরে কারখানার শ্রমিকরা কয়েকটি দাবিতে সড়ক অবরোধ করেন। পুলিশ ও যৌথ বাহিনী তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানা দুটিতে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক অবর ধ
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫