গাজীপুরের কালিয়াকৈরে সড়ক আটকে ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন একটি কারখানার শ্রমিকরা। গতকাল রোববার সকালে মৌচাক-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের ভান্নারা এলাকায় তাদের অবরোধের কারণে দীর্ঘ যানজট দেখা দেয়। এ সময় অন্যান্য কারখানার শ্রমিকদের হেঁটে কর্মস্থলে যেতে হয়। বিক্ষোভের সংবাদ পেয়ে ওই সড়কের অন্তত ১০টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
ভান্নারায় আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকরা ওই এলাকার ফ্যাশন ব্লু অ্যাপারেলসে কর্মরত। তারা আসন্ন ঈদুল আজহায় টানা ১২ দিনের ছুটি দাবি করে আসছেন। একই সঙ্গে বিক্ষোভে তারা কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) মোস্তফা কামালের পদত্যাগসহ ১৪ দফা দাবি জানান। এদিন সকালে শুরুতে কারখানায় দাবি জানিয়ে কর্মবিরতি ঘোষণা করেন। কর্তৃপক্ষ দাবি না মানলে শ্রমিকরা সড়কে নেমে আসেন। খবর পেয়ে শিল্প পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা সেখানে যান। তারা আন্দোলনকারীদের বুঝিয়ে আঞ্চলিক সড়ক থেকে সরিয়ে দেন। দুপুর ১২টার দিকে সড়কটি দিয়ে যানবাহন চলাচল শুরু হয়।
এদিকে উপজেলার সফিপুর এলাকার মাহমুদ ডেনিমের শতাধিক শ্রমিক এক মাসের বকেয়া বেতনের দাবিতে দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে আসেন। তারা আনসার একাডেমির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় তিন কিলোমিটার পর্যন্ত যানবাহনের সারি দেখা যায়। খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা কর্তৃপক্ষের কাছ থেকে বেতন আদায় করে দেওয়ার আশ্বাস দেন। এতে শ্রমিকরা দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেন।
দুটি কারখানার শ্রমিকদের বিক্ষোভ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে কোনো কর্মকর্তাই কথা বলতে রাজি হননি। কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, ভান্নারা ও সফিপুরে কারখানার শ্রমিকরা কয়েকটি দাবিতে সড়ক অবরোধ করেন। পুলিশ ও যৌথ বাহিনী তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানা দুটিতে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক অবর ধ
এছাড়াও পড়ুন:
দেশের ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
রাজধানী ঢাকাসহ দেশের ১৮ অঞ্চলে আজ সোমবার দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সেইসঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেতও দেখাতে বলা হয়েছে।
আজ সোমবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুর ১টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়। রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।