শ্রীমঙ্গলে ফুলের সৌন্দর্যে ভাইরাল সড়কে একবার হলেও যাচ্ছেন পর্যটকেরা
Published: 19th, May 2025 GMT
সবুজ চা–বাগানের মাঝখান দিয়ে চলেছে সড়ক। সড়কের দুই পাশ যেন এক ফুলেল স্বপ্নপুরী। কৃষ্ণচূড়ার আগুনরাঙা রং, জারুলের নীল-বেগুনি ছায়া আর সোনালুর ঝুলন্ত হলুদ আভা মিলেমিশে তৈরি করেছে অপূর্ব মেলবন্ধন। ফুলে ফুলে সেজে ওঠা প্রকৃতির এই ক্যানভাসে কেউ ছবি তুলছেন, কেউ দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করছেন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের প্রায় ১ কিলোমিটার জায়গাজুড়ে ফুটেছে কৃষ্ণচূড়া, জারুল, রাধাচূড়া ও সোনালু ফুল। প্রথম দিকে শ্রীমঙ্গলের স্থানীয় কনটেন্ট ক্রিয়েটররা ফুল আর রাস্তা তাঁদের ক্যামেরায় ধারণ করে ছড়িয়ে দিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এর পর থেকে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে এই রাস্তার ছবি তুলতে এখন ভিড় করছেন সবাই। স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের কাছেও এখন আকর্ষণীয় পর্যটন স্পট হয়ে দাঁড়িয়েছে এই জায়গাটি।
গত শনিবার বিকেলে এই সড়কে গিয়ে দেখা যায়, প্রায় ১ কিলোমিটার জায়গাজুড়ে বিভিন্ন বয়সের মানুষের ভিড়। ফুলের সৌন্দর্য উপভোগ করতে এসেছেন তাঁরা। সেখানে দেখা যায় পর্যটকদেরও।
প্রায় ১০ বছর আগে রাস্তার দুই পাশে নানা ফুলের গাছ লাগান ফিনলে টির ভাড়াউড়া ডিভিশনের মহাব্যবস্থাপক গোলাম মোহাম্মদ শিবলী। সম্প্রতি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ, কন্টেন্ট ক্রিয়েটরের কারাদণ্ড
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলরত নারী পর্যটকদের ভিডিও ধারণ করার দায়ে রুবেল (৩০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদীক। এ সময় ট্যুরিস্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
রুবেল বরগুনা সদর উপজেলার বাসিন্দা। তিনি মুদি দোকানের ব্যবসার পাশাপাশি কনটেন্ট তৈরি করেন।
সৈকতের ফটোগ্রাফার আরিফ মিয়া বলেন, ‘‘রুবেল নারীদের গোসলের ভিডিও করছিলেন। প্রতিবাদ করলে তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। বিষয়টি দেখত পেয়ে তাকে আটক করি।’’
অপর ফটোগ্রাফার রাসেল বলেন, “রুবেলের মোবাইল চেক করে দেখি, অনেক ভিডিও। সঙ্গে সঙ্গে ট্যুরিস্ট পুলিশকে খবর দেই। পরে তাদের কাছে সোপর্দ করি।’’
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, “অনুমতি ছাড়া নারী পর্যটকদের ভিডিও ধারণের দায়ে রুবেলকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না।’’
ঢাকা/ইমরান/রাজীব