কক্সবাজারে মহাসড়কে বাসের ধাক্কায় দুই পথচারী নিহত
Published: 19th, May 2025 GMT
কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় দুজন পথচারী নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার ফাঁসিয়াখালী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।
নিহত ব্যক্তিরা হলেন চকরিয়া পৌরসভার ঘনশ্যাম বাজার এলাকার বাসিন্দা ও পৌর কিচেন মার্কেটের নিরাপত্তাকর্মী জাফর আলম (৫২) ও উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মাইজপাড়া এলাকার আবদুল মালেক (৪৬)।
চিরিংগা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১২টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী আইকনিক এক্সপ্রেসের একটি বাস ফাঁসিয়াখালী এলাকায় দুজনকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জায়নুল আবেদীন বলেন, দুই পথচারীকে বাস ধাক্কা দেওয়ার পর একজনকে মৃত ও আরেকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে আহত ব্যক্তিও হাসপাতালে আনার সাত থেকে আট মিনিটের মধ্যে মারা যান। নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চকর য়
এছাড়াও পড়ুন:
আগামী বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চান আফিদা
গত ম্যাচেই মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপে খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে শনিবার (৫ জুলাই) মুখোমুখি হবে তুর্কমেনিস্তানের। জয়-পরাজয়ের হিসাবের চেয়ে ম্যাচটি তাই হয়ে উঠেছে শুধুই নিয়মরক্ষার। তবে বাংলাদেশের ক্যাম্পে কোনোভাবেই গুরুত্ব হারায়নি এই ম্যাচ। এই ম্যাচের আগে দলের সবাই ফুরফুরে মেজাজে আছে। অধিনায়ক আফিদা খন্দকার তো স্বপ্ন দেখছেন বিশ্বকাপে খেলার।
বাফুফের পাঠানো ভিডিওবার্তায় আফিদা বলেছেন, ‘আনন্দ তো বলে বোঝানোর মতো না, এতোটা আনন্দ। বাংলাদেশের ইতিহাসে নারীদের মধ্যে প্রথম বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়া কাপে কোয়ালিফাই করেছে। এটা খুবই আনন্দের। আমরা গর্ব করছি যে দেশের মানুষ আমাদের এতো সমর্থন করেছে এটার জন্য। এজন্য খুবই ভালো লাগছে। দলের পরিস্থিতি খুব ভালো। সবাই ফুরফুরে মেজাজে আমরা আজ ট্রেনিং করেছি।’
তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য নিয়মরক্ষার। আফিদার স্বপ্ন আরও বড় কিছুর, ‘আগামীকাল আমাদের শেষ ম্যাচ। এই ম্যাচে সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই যেভাবে আমাদের সমর্থন করছেন, সেভাবেই সমর্থন জারি রাখবেন। যেন আমরা সামনে আরও এগিয়ে যেতে পারি। দলকে আমি দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে। সামনে যেহেতু এই সুযোগটা আসছে, আমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব।’