স্থলপথে বাংলাদেশি কিছু পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধের কারণে ব্যবসায়ীদের সাময়িক ক্ষতি হলেও দীর্ঘ মেয়াদে এটি আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার সুযোগ বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় বলেছেন, “এই নিষেধাজ্ঞায় আমাদের থেকে বেশি ভারতেরই ক্ষতি হবে।” কারণ, ভারত বাংলাদেশে বেশি রপ্তানি করে থাকে। তবে অবশ্যই যেহেতু এটা হঠাৎ সিদ্ধান্ত এসেছে, সে ক্ষেত্রে আমাদের বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে এবং সেই বিকল্প ব্যবস্থা খোঁজা পর্যন্ত কিছু প্রতিবন্ধকতা থাকবে। ব্যবসায়ীদের সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে, তবে দীর্ঘ মেয়াদে আমরা মনে করি, এটি আমাদের আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ।’

আরও পড়ুনস্থলপথে বাংলাদেশি কিছু পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করল ভারত১৭ মে ২০২৫

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে চলমান আন্দোলন নিয়ে প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘যখন সরকার কাজ করে, তখন একটা বডি হিসেবে কাজ করে। কারও ব্যক্তিগতভাবে এখানে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। বিশেষ করে এ ধরনের বড় ডিসিশন, একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি, এটা ভাবার কোনো কারণ নেই। আর যেহেতু এখানে আইনি জটিলতা আছে এবং আদালতের বিচারাধীন বিষয়, এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে লাভ নেই।’

উপদেষ্টা বলেন, ‘যে বিষয়টি নিয়ে আন্দোলন চলছে, সেটির যে মামলা ছিল, সেই মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না এবং রায়েও স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনা ছিল না। যেহেতু নানা ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে, মেয়াদসংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। জটিলতাগুলো নিরসনে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি। আমরা জানতে পেরেছি, একটি রিট পিটিশন হয়েছে। আমরা লিগ্যাল নোটিশও পেয়েছি, ওই রিট পিটিশনের শুনানি আজকে হওয়ার কথা। তো একদিকে বিচারাধীন, আরেক দিকে যেসব আইনি জটিলতা সৃষ্টি হয়েছে, সেগুলোর সমাধান হলেই আমরা কোনো একটা সিদ্ধান্ত দিতে পারব।’

আরও পড়ুননগর ভবনের সামনে মঞ্চ বানিয়ে ইশরাক সমর্থকদের বিক্ষোভ, রাস্তায় যান চলাচল বন্ধ ৭ ঘণ্টা আগে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছেন—এ ব্যাপারে সরকারের কোনো ব্যর্থতা আছে কি না, প্রশ্ন করলে আসিফ মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন। নিষিদ্ধ সংগঠনের সভা–সমাবেশসহ সব কার্যক্রম নিষিদ্ধ। আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। আশা করছি, তারা এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে।’

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মিলনায়তনে প্রতিষ্ঠানটির আয়োজনে যুব সমাবেশ ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্য দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

আরও পড়ুনকার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের মিছিল থেকে গ্রেপ্তার ১১১৮ মে ২০২৫

সমাবেশে উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের প্রতিটি ঐতিহাসিক পটপরিবর্তন এবং জনগণকে নতুন স্বপ্ন দেখানোর ক্ষেত্রে তরুণদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থান একটি বড় উদাহরণ। এ গণ-অভ্যুত্থানের মাধ্যমে তরুণেরা শুধু স্বৈরশাসকের পরিবর্তন চায়নি, চেয়েছে দেশের একটি গুণগত পরিবর্তন, রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের ইতিবাচক সংস্কার।’

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক মহা.

বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ মাহফুজুর রহমান বক্তব্য দেন।

আরও পড়ুনভারতের বিধিনিষেধে বন্দরে বন্দরে আটকা বাংলাদেশি পণ্যের ট্রাক১৮ মে ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপদ ষ ট সরক র ব যবস

এছাড়াও পড়ুন:

ভাঙল ভারতের আত্রাই নদীর বাঁধ, প্রভাব পড়তে পারে বাংলাদেশে

মাত্র চার মাস আগে নির্মিত পশ্চিমবঙ্গের বালুরঘাটের আত্রাই নদীর বাঁধ আবারও ভেঙে পড়েছে। এতে আতঙ্কে রয়েছেন নদীর পাড়ের বাসিন্দারা। মঙ্গলবার সকালে পানির চাপে ভেঙে যায় আত্রাই ড্যামের ভারতীয় অংশ। 

উত্তরের আত্রাই নদী বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে আবার বাংলাদেশে প্রবাহিত হয়েছে। ভারতের অভিযোগ, নদীতে বাংলাদেশের পক্ষ থেকে রাবার ড্যাম দেওয়ার কারণে ভারতীয় অংশ বারবার বন্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় পরিস্থিতি মোকাবিলায় গত বছর থেকে আত্রাই নদীতে ছোট আকারে বাঁধ দেওয়ার কাজ শুরু করে ভারত। কিন্তু বাঁধের কাজ চলাকালীন গত ফেব্রুয়ারিতেই বন্যার পানির চাপে ড্যাম ভেঙে যায়। সেই ঘটনার পর থেকে প্রশাসনের পক্ষ থেকে জোরেশোরে চলছিল মেরামতের কাজ। কিন্তু মঙ্গলবার সকালে ওই মেরামত অংশ ফের ভেঙে পড়ায় নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। টানা বৃষ্টিতে ইতোমধ্যে আত্রাই নদীর পানির স্তর বেড়েছে। 

স্থানীয়রা জানান, এভাবে পানি বাড়লে ড্যামের ক্ষতিগ্রস্ত অংশ পুরোপুরি ধসে পড়তে পারে। এতে পার্শ্ববর্তী গ্রামগুলো তলিয়ে যাবে। নদীটি যেহেতু ভারত হয়ে বাংলাদেশে আবারও প্রবেশ করেছে, সেক্ষেত্রে নদীতে হঠাৎ পানি প্রবাহ বাড়ায় বাংলাদেশে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে এক বছর আগে প্রায় ৩০ কোটি টাকা ব্যয় করে নির্মিত এই বাঁধ বর্ষার শুরুতেই ভেঙে যাওয়ায় আতঙ্কে রয়েছেন আশপাশের গ্রামের বাসিন্দারা। ঘটনার পরই ড্যামটি পরিদর্শনে আসেন দক্ষিণ দিনাজপুরের সংসদ সদস্য ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। 

ড্যাম নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, ‘বাড়ি তৈরির টিএমটি রড ব্যবহার করে ড্যাম তৈরি হয়েছে। এটি চরম দুর্নীতির ফল। আমি চাই প্রশাসনিক স্তরে এই বিষয়ে উচ্চ পর্যায়ে তদন্ত হোক। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ‘ড্যাম নির্মাণে প্রচুর টাকা নেতাদের ঘুষ হিসেবে দেওয়া হয়েছে, যার ফলেই আজ এই বিপর্যয়।’

অন্যদিকে বালুরঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অশোক মিত্র এই ভাঙনকে ‘প্রাকৃতিক দুর্যোগ’ হিসেবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘এই ভাঙনের পেছনে কোনো মানুষের হাত নেই। দুর্নীতির অভিযোগ তোলার আগে বিজেপিকে নিজের ঘরে নজর দিতে হবে। বালুরঘাট রেলস্টেশনে তৃতীয় শ্রেণির লিড ব্যবহার করে যে কাজ হচ্ছে, সেটি কি দুর্নীতি নয়?’

তিনি আরও বলেন, ‘রাম মন্দির তৈরির পরই ছাদ থেকে জল পড়ছে—এটাও তো দুর্নীতি। সেখানেও তো বিজেপি চোখ বুজে আছে।’

বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক পাল্টাপাল্টি মন্তব্যের মাঝে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন আত্রাই নদী পারের গ্রামবাসীরা। ড্যামের দ্রুত সংস্কার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা। প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট আশ্বাস না মেলায় ক্ষোভও বাড়ছে জনমনে।
 

সম্পর্কিত নিবন্ধ