ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর হত্যা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী আরাফাত শাওনের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদল। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে এ কর্মসূচি পালন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সর্দার জহুরুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন আহ্বায়ক সুলতান আহমদ রাহী, যুগ্ম-আহ্বায়ক এম এ তাহের রহমান, মাহমুদুল হাসান মিঠু, সাকিলুর রহমান সোহাগ প্রমুখ।
আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ‘আমাদের ভাই সাম্যকে হত্যার এক সপ্তাহ পার হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকার এখনও পর্যন্ত জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি। গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাওনকে হত্যার উদ্দেশ্যে পেটে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায়ও প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা দেখতে পাইনি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’
উৎস: Samakal
কীওয়ার্ড: হত য
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়ি জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পেলেন শেফালিকা ত্রিপুরা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরাকে পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগমের সই করা এক চিঠিতে এ নিদের্শনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এর ধারা ১৪ অনুযায়ী খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অস্থায়ী চেয়ারম্যান হিসাবে দায়িত্ব প্রদান করা হয়।
এর আগে, গত সোমবার অসদাচারণ ও দুর্নীতির অভিযোগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে পরিষদের সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এর এক দিনের মাথায় পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পেলেন পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা।
উল্লেখ্য, গেল বছরের ৭ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান ও আরও ১৪ জন সদস্য নিয়ে পুনর্গঠন করা হয় অন্তর্বর্তীকালীন খাগড়াছড়ি পার্বত্য পার্বত্য জেলা পরিষদ। এর তিনদিন পর ১০ নভেম্বর নব নিযুক্ত সদস্যদের নিয়ে দায়িত্ব গ্রহণ করেন চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।