ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর হত্যা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী আরাফাত শাওনের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদল। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে এ কর্মসূচি পালন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সর্দার জহুরুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন আহ্বায়ক সুলতান আহমদ রাহী, যুগ্ম-আহ্বায়ক এম এ তাহের রহমান, মাহমুদুল হাসান মিঠু, সাকিলুর রহমান সোহাগ প্রমুখ।
আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ‘আমাদের ভাই সাম্যকে হত্যার এক সপ্তাহ পার হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকার এখনও পর্যন্ত জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি। গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাওনকে হত্যার উদ্দেশ্যে পেটে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায়ও প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা দেখতে পাইনি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’
উৎস: Samakal
কীওয়ার্ড: হত য
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট