ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর হত্যা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী আরাফাত শাওনের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদল। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে এ কর্মসূচি পালন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সর্দার জহুরুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন আহ্বায়ক সুলতান আহমদ রাহী, যুগ্ম-আহ্বায়ক এম এ তাহের রহমান, মাহমুদুল হাসান মিঠু, সাকিলুর রহমান সোহাগ প্রমুখ। 
আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ‘আমাদের ভাই সাম্যকে হত্যার এক সপ্তাহ পার হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকার এখনও পর্যন্ত জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি। গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাওনকে হত্যার উদ্দেশ্যে পেটে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায়ও প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা দেখতে পাইনি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’ 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হত য

এছাড়াও পড়ুন:

ভোটকেন্দ্র স্থাপন ও আচরণবিধি নিয়ে ইসির বৈঠক আজ

আগামী নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা ঠিক করতে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার ‘পঞ্চম কমিশন সভায় এ নিয়ে আলোচনা করা হবে।

গতকাল মঙ্গলবার ইসির সংস্থাপন শাখার উপ-সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ-সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকটি সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এতে বলা হয়েছে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫; সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫; স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ এবং বিবিধ বিষয় নিয়ে সভাটি অনুষ্ঠিত হবে।

জানা গেছে, আচরণবিধিতে বেশ কিছু বিষয় নতুন করে সংযোজন করতে চাচ্ছে ইসি। এ ছাড়া ভোটকেন্দ্র স্থাপনেও ইসি কর্মকর্তাদের এখতিয়ার বাড়াতে চায় সংস্থাটি।

সম্পর্কিত নিবন্ধ