ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর হত্যা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী আরাফাত শাওনের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদল। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে এ কর্মসূচি পালন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সর্দার জহুরুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন আহ্বায়ক সুলতান আহমদ রাহী, যুগ্ম-আহ্বায়ক এম এ তাহের রহমান, মাহমুদুল হাসান মিঠু, সাকিলুর রহমান সোহাগ প্রমুখ।
আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ‘আমাদের ভাই সাম্যকে হত্যার এক সপ্তাহ পার হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকার এখনও পর্যন্ত জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি। গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাওনকে হত্যার উদ্দেশ্যে পেটে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায়ও প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা দেখতে পাইনি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’
উৎস: Samakal
কীওয়ার্ড: হত য
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫