ঢাকায় ২৪ ঘণ্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টি, কমতে পারে বিকেলের দিকে
Published: 9th, July 2025 GMT
রাজধানী ঢাকায় গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা—এই ২৪ ঘণ্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
ঢাকায় গতকাল মঙ্গলবার বৃষ্টি শুরু হয়। আজ সকালেও বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকার আকাশ আজ সারা দিন মেঘলা থাকবে। থাকবে বৃষ্টিও। তবে বিকেলের দিকে বৃষ্টি কমে যেতে পারে।
আজ দেশের চার বিভাগে বৃষ্টি থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। বৃষ্টির কারণে ফেনীর নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আজ সকালে প্রথম আলোকে বলেন, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে আজ সারা দিন ধরেই বৃষ্টি হতে পারে। তবে বিকেলের দিক থেকে রাজধানীর বৃষ্টি কমে যেতে পারে। গতকালের তুলনায় রাজধানীতে আজ বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ু—এই দুই এর প্রভাবে দুই দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।
সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম, অর্থাৎ উপকূলীয় তিন বিভাগে। এর মধ্যে ফেনীতে গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ৩৭৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। তাঁরা বলছেন, আগামী রোববার থেকে আবার বৃষ্টি বেড়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে।
বৃষ্টির কারণে পদ্মা, যমুনা ও ব্রহ্মপুত্র নদের পানি গত ২৪ ঘণ্টায় বেড়ে গেছে। আজ আরও বাড়তে পারে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানিয়েছে, বড় নদীগুলোর পানি বাড়লেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা কম। তবে ইতিমধ্যে ফেনীর মুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফেনী শহরে পানি ঢুকে গেছে। বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। আজ সেখানে পানি কমে আসার সম্ভাবনা আছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গতক ল
এছাড়াও পড়ুন:
ভারতে সেতু ভেঙে নিহত ৯
ফের সেতু ভেঙে পড়ল ভারতে। বুধবার (৯ জুলাই) সকালে গুজরাটের বডোদরায় মহীসাগর নদীর উপর ভেঙে পড়ে গম্ভীরা সেতু। সেই সময় সেতুর উপরে থাকা অন্তত চারটি গাড়ি নদীতে পড়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সেতু ভেঙে পড়ার ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ মধ্য গুজরাট এবং সৌরাষ্ট্রের মাঝামাঝি পাডরা-মুজপুর এলাকায় মহীসাগর নদীর উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গম্ভীরা সেতু। প্রত্যক্ষদর্শীদের কথায়, ‘‘ওই সময় দুটি ট্রাক, একটি ভ্যান এবং একটি গাড়ি সেতু দিয়ে যাচ্ছিল। সেতুর একটি অংশ আচমকাই ভেঙে পড়ে। ওই অংশে থাকা গাড়িগুলোও উপর থেকে সোজা নদীতে গিয়ে পড়ে।”
আরো পড়ুন:
টানা বৃষ্টিতে কলকাতায় জনজীবন বিপর্যস্ত
রাতের অন্ধকারে ভারতে আওয়ামী লীগ নেতা, সীমান্ত পেরিয়েই গ্রেপ্তার
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। এখনও পর্যন্ত চার জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মরদেহ উদ্ধার করা হয়েছে ৯ জনের। বিষয়টি নিশ্চিত করেছেন বডোদরার পুলিশ সুপার (গ্রামীণ) রোহন আনন্দ। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, তিন বছর আগে ২০২২ সালে এই রাজ্যেরই মোরবীতে সেতু ভেঙে পড়ে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। এর আগে সংস্কারের জন্য প্রায় দুই দশক ধরে বন্ধ ছিল ব্রিটিশ আমলে তৈরি হওয়া ওই সেতু। পুনর্নির্মাণের পর ২০২২ সালের অক্টোবরে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় ঝুলন্ত সেতুটি। খুলে দেওয়ার চার দিনের মধ্যে সেতুটি ভেঙে পড়ে। ওই দিন মাচ্ছু নদীর উপরের ঝুলন্ত সেতুটি দেখতে প্রচুর মানুষ হাজির হয়েছিলেন। শুধুমাত্র ভেঙে পড়ার দিনেই নাকি টিকিট বিক্রি হয়েছিল ৩ হাজারেরও বেশি! দুর্ঘটনার সময়েও সেতুর উপর ছিলেন ৩০০ জন। তার মধ্যে ১৩৫ জনের মৃত্যু হয়। গুরুতর জখম হন আরো অনেকে। প্রাথমিক তদন্তে জানা যায়, সেতুর সংস্কারে ঘাটতি ছিল। অভিযোগের আঙুল ওঠে নির্মাণকারী সংস্থা এবং রাজ্য সরকারের দিকেও।
বুধবারের সেতু বিপর্যয় ফেরাচ্ছে তিন বছর আগের সেই ঘটনার স্মৃতি।
ঢাকা/সুচরিতা/ফিরোজ