কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশনে চালানো অভিযানে ট্রেন থেকে প্রায় ৪০ লাখ টাকার কোকেন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাত ১০টায় চিলাহাটী থেকে খুলনাগামী ‘রকেট মেইল’ ট্রেনে এ অভিযান চালানো হয়।

বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.

মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেলস্টেশনে তল্লাশি চালিয়ে ট্রেনের একটি বগিতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৮০০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য সংক্রান্ত আইন অনুযায়ী পদক্ষেপ নিতে পোড়াদহ রেলওয়ে স্টেশন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির কর্মকর্তারা মনে করছেন, আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্র সীমান্ত ব্যবহার করে এ ধরনের মাদক বাংলাদেশে প্রবেশ করাতে চাইছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কমে গেছে

সকল অংশীজনকে অজ্ঞাত রেখে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ গঠনের উদ্দেশে ১২ মে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে। জারিকৃত অধ্যাদেশ বাতিলসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত বুধবার (১৪ মে) থেকে আজ বুধবার পর্যন্ত কলম বিরতি কর্মসূচি পালন করছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।

একের পর এক কলম বিরতি চলমান থাকায় আমদানি-রপ্তানি প্রায় অর্ধেকে নেমে এসেছে। বন্দর থেকে পণ্য খালাস, পণ্য পরীক্ষণ ও শুল্কায়ন হচ্ছে খুবই কম। ফলে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের দফতর সম্পাদক শাকিরুল ইসলাম শাকিল বলেন, প্রতিদিন কাস্টম অফিসাররা যেভাবে কলম বিরতি পালন করছে তাতে আমরা বন্দর থেকে পণ্য খালাস করতে হিমশিম খাচ্ছি। কাজ করতে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। সরকারের উচিত বিষয়টি বিবেচনায় নেওয়া।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবিসমূহ
১. জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে
২. অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে
৩. রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে
৪. জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে। 

বেনাপোল কাস্টম হাউস সূত্রে জানা গেছে, ৪ দফা দাবি বাস্তবায়ন না হলে আগামীকাল বৃহস্পতিবার বেনাপোল কাস্টম হাউজে অবস্থান কর্মসূচি পালন করা হবে। আগামী ২৪ মে (শনিবার), ২৫ মে (রোববার) কাস্টমস হাউজের সকল দপ্তরে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। আগামী ২৬ মে (সোমবার) পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা এর আওতামুক্ত থাকবে।

সম্পর্কিত নিবন্ধ