স্ত্রী-মেয়েসহ সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাকের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
Published: 21st, May 2025 GMT
স্ত্রী-মেয়েসহ আওয়ামী লীগের সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট ১ কোটি ৩৯ লাখ ৮ হাজার ৯৬ টাকা রয়েছে।
বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এদিন দুদকের সহকারী পরিচালক আব্দুল মালেক এ অবরুদ্ধের আবেদন করেন।
অবরুদ্ধ হওয়া হিসাবে মো.
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়, পর্যালোচনায় দেখা যায়- অভিযোগ সংশ্লিষ্ট আব্দুর রাজ্জাক ও তার অন্যান্য আত্মীয় স্বজনদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, দলীয় পদ ও মনোনয়ন বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, সরকারি জমি দখলসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতপূর্বক এসিআই কোম্পানি ও আদম ব্যবসায়ী নূর আলীর মাধ্যমে শত শত কোটি টাকা বিদেশে পাচারসহ নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।
আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানকালে আব্দুর রাজ্জাকের নিজ ও স্ত্রী-মেয়ের নামে অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এসব অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর করার প্রচেষ্টা করতে পারেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে এসব সম্পদ হস্তান্তর, স্থানান্তর হয়ে গেলে পরবর্তী সময়ে এই সম্পদ উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। তাই অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বালিকাদের ৩ দিনের কাবাডি প্রশিক্ষণ সম্পন্ন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ-এর পারস্পরিক সহযোগিতায় জেলা ক্রীড়া অফিস, নারায়ণগঞ্জ এর আয়োজনে বালিকাদের ৩ দিনের কাবাডি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ মে) ফতুল্লার ভুইঘরে হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়ে এ সম্পন্ন হয়।
কিশোরীদের ক্রীড়ায় অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশ করার লক্ষ্যে গত সোমবার (১৯ মে) এ প্রশিক্ষন শুরু হয় । প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারী কিশোরীরা কাবাডির প্রাথমিক কৌশল, শারীরিক প্রস্তুতি এবং দলগত চেতনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজানা আক্তার সাথী, ইউনিসেফ প্রতিনিধিগণ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ, ক্রীড়া প্রশিক্ষক এবং বালিকাদের অভিভাবকগন।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাজমুন্নাহার, গবেষনা কর্মকর্তা, জেলা শিক্ষ অফিস, নারায়ণগঞ্জ এবং শিশির কুমার বালা, প্রধান শিক্ষক, হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়, ভূইঘর, নারায়ণগঞ্জ। তাঁরা বালিকাদের উন্নয়নে খেলাধুলার গুরুত্ব নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।
এই ধরণের উদ্যোগ ভবিষ্যত প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজানা আক্তার সাথী আশাবাদ ব্যক্ত করেন এবং অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করেন।