বরিশালের বাবুগঞ্জে স্কুলছাত্রীদের উত্ত্যক্তের ঘটনায় এক তরুণকে আটক করে রাখা হয়েছিল বিদ্যালয়ে। পুলিশ আসার আগেই সহযোগীরা সেখানে হামলা করে তাকে ছাড়িয়ে নিয়েছে। এ সময় আহত হন উপজেলার সৈয়দ মোশারফ-রাশিদা মাধ্যমিক বিদ্যালয়ের এক নিরাপত্তাকর্মী। 

স্থানীয় সূত্র জানায়, বায়েজিদ সরদার (১৯) নামের ওই তরুণ বুধবার সকালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর (দোয়ারিকা সেতু) ঢালে আড্ডা দেওয়ার সময় কয়েকজন ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ করে। সংবাদ পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা অন্য শিক্ষকদের নিয়ে তাকে ধরে বিদ্যালয়ে কক্ষে আটকে রাখেন। এ সময় তার সহযোগীরা সশস্ত্র অবস্থায় এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।

এ বিষয়ে বায়েজিদের বক্তব্য পাওয়া যায়নি। তার বাবা জাসাসের বাবুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মনির সরদার বলেন, ‘ছেলে আমার নিয়ন্ত্রণে নেই, সে কাউকে মানে না। সে মাদকাসক্ত ও বখাটে। তাকে মানুষ করতে না পারায় আমি লজ্জিত। স্কুলের ঘটনা জানার পর তাকে পুলিশে দিতে হেডস্যারকে অনুরোধ করেছি।’

বাবুগঞ্জের এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকেলে রামপট্টি গ্রামের বায়েজিদ সরদারসহ পাঁচজনের নাম উল্লেখ করে জিডি করেছেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বর শ ল

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ