উদ্বোধনী অনুষ্ঠানেই ক্ষতিগ্রস্ত যুদ্ধজাহাজ, দায়ীদের শাস্তির হুঁশিয়ারি কিমের
Published: 22nd, May 2025 GMT
উত্তর কোরিয়ার নতুন একটি যুদ্ধজাহাজ (ডেস্ট্রয়ার) উদ্বোধনের সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে বলে। কিম জং উন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তিনি এই দুর্ঘটনাকে ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ বলে আখ্যা দিয়েছেন।
বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এই তথ্য জানায়।
রাষ্ট্রীয় কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় বন্দরে চংজিনে একটি পাঁচ হাজার টন ওজনের ডেস্ট্রয়ার জাহাজ উদ্বোধনের সময় ‘গুরুতর একটি দুর্ঘটনা ঘটে’। কেসিএনএ জানায়, কিম জং উনের উপস্থিতিতে জাহাজটি পানিতে নামানোর সময় জাহাজটির নিচের কিছু অংশ ভেঙে যায় এবং জাহাজটির ভারসাম্য নষ্ট হয়ে যায়। অভিজ্ঞতা ও পরিচালনাগত অবহেলার কারণে এমন হয়েছে বলে জানা গেছে।
কিম জং উন এটিকে ‘চূড়ান্ত অবহেলাজনিত অপরাধ’ বলে মন্তব্য করে বলেন, ‘এমন ঘটনা কোনোভাবেই সহ্য করা যাবে না। দায়ী কর্মকর্তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।’
এর এক মাস আগেই উত্তর কোরিয়া আরো একটি পাঁচ হাজার টনের ডেস্ট্রয়ার শ্রেণির জাহাজ ‘চো হিয়ন’ উদ্বোধন করেছিল।
সেই অনুষ্ঠানে কিম জং উন তার কন্যা কিম জু এ-কে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন—যিনি অনেক বিশ্লেষকের মতে, সম্ভাব্য উত্তরসূরি। উত্তর কোরিয়া দাবি করে, চো হিয়ন সর্বাধুনিক অস্ত্রে সজ্জিত এবং আগামী বছরের শুরুতে তার কার্যক্রম শুরু করবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আড়াইহাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা ওই এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় মিথিলা টেক্সটাইল নামের একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
দগ্ধ ৪ জন হলেন- কামরুল হাওলাদার (৩০), আতিক (২৫) সোহাগ (৩২) ও আফ্রিদি (২৪)। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
ফেনীতে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
কাপাসিয়ায় পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা
তিনি বলেন, ‘‘সিলিন্ডার লিকেজ হয়ে কক্ষে গ্যাস জমে ছিল। সকালে চুলা জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। এতে ৪ জন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।’’
জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘‘চার জনের মধ্যে কামরুল হাওলাদারের শরীরের ৩.৫০ শতাংশ, আতিকের ৫ শতাংশ, সোহাগের ১.৫০ শতাংশ এবং আফ্রিদির ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তবে, তারা সবাই শঙ্কামুক্ত।’’
ঢাকা/অনিক/রাজীব