Risingbd:
2025-05-22@12:35:02 GMT

রিশাদকে উড়িয়ে নিলো লাহোর

Published: 22nd, May 2025 GMT

রিশাদকে উড়িয়ে নিলো লাহোর

বুধবার (২১ মে) রাতে জাতীয় দলের জার্সিতে রিশাদ হোসেন খেলেছেন শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। আজ বৃহস্পতিবার (২২ মে) সকালেই রিশাদ উড়ে গেছেন পাকিস্তানের লাহোরে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ লাহোর কালান্দার্সের ডু অর ডাই ম্যাচ। এলিমিনেটর ম্যাচে বাংলাদেশ সময় রাত ৯টায় খেলবে করাচি কিংসের বিপক্ষে। ম্যাচটি জিততে পারলে টুর্নামেন্টে টিকে থাকবে লাহোর। নয়তো বিদায়।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জরুরিভিত্তিতে লাহোর নিজেদের দলে আবার যুক্ত করেছে লেগ স্পিনার রিশাদকে। লাহোরের জার্সিতে এর আগে ৫ ম্যাচ খেলেছেন রিশাদ। ১৬.

৪৪ গড় ও ৮.৭০ ইকোনমিতে ৯ উইকেট পেয়েছিলেন তিনি। ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধর কারণে পিএসএল স্থগিত হয়েছিল। রিশাদ তখন পাকিস্তানেই ছিলেন। পিএসএল কর্তৃপক্ষ তাকে সুরক্ষিত অবস্থায় দেশে ফেরত পাঠিয়েছিল।

এরপর জাতীয় দলের খেলা থাকায় পিএসএল আবার শুরু হলে রিশাদ যেতে পারেননি। গতকাল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ ম্যাচ খেলে আজই উড়ে যান পাকিস্তানে। লাহোর দলে এই মুহূর্তে রয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। সাকিব আল হাসান আগে থেকেই ছিলেন। মিরাজ গতকাল যোগ দিয়ে অনুশীলন করেছেন। রিশাদ হোসেন যোগ দিলেন আজ। তিনজনকে একই সঙ্গে মাঠে পাওয়া গেলে তা নিশ্চিতভাবে ক্রিকেটপ্রেমিদের জন্য বাড়তি পাওয়া হবে।

আরো পড়ুন:

নজিরবিহীন পরিণতির শিকার দিল্লি

বেশিদূর গেল না বাংলাদেশের ইনিংস, জবাব দিচ্ছে প্রোটিয়ারাও

ঢাকা/ইয়াসিন/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প এসএল

এছাড়াও পড়ুন:

বিপিএলের সেরা খেলোয়াড়, তবু জাতীয় দলে নেই—মন খারাপই ছিল মিরাজের

মেহেদী হাসান মিরাজের মন খারাপই ছিল। সতীর্থেরা যখন জাতীয় দলের হয়ে খেলছেন, তাঁর সময়টা কাটছিল বাসায় আর টুকটাক অনুশীলনে। এর মধ্যেই পিএসএলের দল লাহোর কালান্দার্সে খেলার সুযোগ পেয়ে যান মিরাজ। ম্যানেজার এই খবর জানানোর পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিতও হয়েছে বাংলাদেশের অলরাউন্ডার।

আজ পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ার আগে অবশ্য একটা বিপত্তিতে পড়ে গিয়েছিলেন মিরাজ। বিমানবন্দরে পৌঁছে টের পান পাসপোর্টটা রেখেই চলে এসেছেন—পরে বাসা থেকে দ্রুত তা আনার পর বোর্ডিং পাসটা ঠিকঠাকমতোই করেছেন। সন্ধ্যা সাড়ে সাতটায় উড়াল দেওয়ার কথা পাকিস্তানের উদ্দেশে।

আমার চেয়ে তাঁরা (নির্বাচকেরা) ভালো বলতে পারবেন (কেন নেই)। তাঁরা যেভাবে চিন্তা করেন, হয়তো ভালোর জন্যই চিন্তা করেন। খেলোয়াড় হিসেবে খারাপ লাগে, যেহেতু বিপিএলে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলাম।মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশ

এর আগে বিমানবন্দরে একটা আফসোস করে গেছেন মিরাজ। খুলনা টাইগার্সের হয়ে ১৩ উইকেট আর ৩৫৫ রান করে সর্বশেষ বিপিএলের সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি। অথচ আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে স্কোয়াডেই রাখা হয়নি তাঁকে।  

একটু আক্ষেপ নিয়েই আজ মিরাজ বলেছেন, ‘আমার চেয়ে তাঁরা (নির্বাচকেরা) ভালো বলতে পারবেন (কেন নেই)। তাঁরা যেভাবে চিন্তা করেন, হয়তো ভালোর জন্যই চিন্তা করেন। খেলোয়াড় হিসেবে খারাপ লাগে, যেহেতু বিপিএলে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলাম। বেশ কিছু টি-টোয়েন্টিতে ভালোও খেলেছিলাম।’

তবে এ নিয়ে আফসোসটা দীর্ঘও করতে চান না এই অলরাউন্ডার, ‘মেনে নিতে হয়…ক্রিকেটে অনেক সময় অনেক কিছু হয়। আমি ইতিবাচক চিন্তা করি, সবকিছু ইতিবাচকভাবে নিই।’

আরও পড়ুন‘হানিয়া আমিরের স্টাইল বেশি পছন্দ আমার’১৪ ঘণ্টা আগে

পিএসএলে সাকিব আল হাসানের দলের হয়ে খেলবেন মিরাজ। এটি তাঁর দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগে যাওয়া, এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গিয়ে অবশ্য কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। এবার পিএসএলে সুযোগ পাওয়ায় ফোনে মিরাজকে অভিনন্দন জানিয়েছেন সাকিব।

পিএসএলে খেলতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ

সম্পর্কিত নিবন্ধ

  • পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন সৌম্য, বদলি মিরাজ 
  • পাকিস্তান সফরের দল থেকে ছিটকে গেলেন সৌম্য, ফিরলেন মিরাজ
  • সাকিব-মিরাজের সঙ্গে পিএসএলে খেলতে পাকিস্তানে রিশাদ
  • পাকিস্তান সফরে যাবেন না নাহিদ রানা ও দুই কোচ
  • পাকিস্তান যাচ্ছেন না নাহিদ রানা, কারণ কী পুরোনো ভয়
  • বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচিতে আবার পরিবর্তন 
  • বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দলে একের পর এক চমক, আছেন রেকর্ডগড়া এক ছক্কামেশিন
  • পিএসএল প্লে–অফে সাকিব–মিরাজদের প্রতিপক্ষ কারা
  • বিপিএলের সেরা খেলোয়াড়, তবু জাতীয় দলে নেই—মন খারাপই ছিল মিরাজের