প্রথম আলো:

রেফ্রিজারেটরসহ অন্যান্য ইলেকট্রনিক পণ্য কেনার ক্ষেত্রে কিস্তি বা ইএমআই-সুবিধা কতটা কার্যকর?

তাসনিম হোসেন: আমার মতে, ইলেকট্রনিক পণ্য কেনার ক্ষেত্রে কিস্তি বা ইএমআই-সুবিধা খুব কার্যকর একটি ব্যবস্থা। এর প্রধান কারণ হলো, উচ্চ মূল্যের পণ্য কেনার সময় মোটা অঙ্কের অর্থ পরিশোধের বোঝা থেকে গ্রাহকেরা মুক্তি পান। এই সুবিধায় গ্রাহকেরা সাশ্রয়ীভাবে মাসিক কিস্তি পরিশোধের মাধ্যমে উচ্চ মূল্যের রেফ্রিজারেটর বা অন্যান্য ইলেকট্রনিক পণ্য কিনতে সক্ষম হন। ফলে ইএমআই-সুবিধা গ্রাহকদের ক্রয়ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে এবং দাম হাতের নাগালের বাইরে থাকলেও ভালো মানের পণ্য কিনতে পারেন।

প্রথম আলো:

গ্রাহকদের জন্য আপনাদের ব্যাংকে এ রকম কী কী সুবিধা রয়েছে?

তাসনিম হোসেন: বিভিন্ন রকম সুবিধার মধ্যে উল্লেখযোগ্য ‘ইবিএল জিপ’। এর মাধ্যমে ইবিএলের ক্রেডিটধারীরা রেফ্রিজারেটরসহ অন্যান্য ইলেকট্রনিক পণ্য, ইবিএলের পার্টনার মার্চেন্ট থেকে মাসিক কিস্তিতে একটি নির্দিষ্ট মেয়াদে মূল্য পরিশোধ করতে পারেন। এ ছাড়া ‘ইবিএল ইজি ক্রেডিট’ নামে আরেকটি বিশেষ সুবিধা রয়েছে, যার মাধ্যমে কার্ডধারীরা তাঁদের ক্রেডিট কার্ডের অ্যাভেইলেবল লিমিট থেকে নগদ অর্থ ধার নিতে পারেন এবং সেটি মাসিক কিস্তিতে পরিশোধ করতে পারেন। এই অতিরিক্ত সুবিধাটি গ্রাহকদের রেফ্রিজারেটরসহ অন্যান্য ইলেকট্রনিক পণ্য কেনার সময় আর্থিক সহায়তা প্রদান করে। সেই সঙ্গে আমরা গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক–সুবিধাও প্রদান করি।

প্রথম আলো:

কিস্তিতে রেফ্রিজারেটর কেনার ক্ষেত্রে সুদের হার বা অতিরিক্ত চার্জ কেমন হয়?

তাসনিম হোসেন: রেফ্রিজারেটর বা অন্যান্য ইলেকট্রনিক পণ্য কেনার ক্ষেত্রে গ্রাহক ইএমআই-সুবিধা নিলে ব্যাংক পণ্যের সম্পূর্ণ ক্রয়মূল্যকে সমান অংশে ভাগ করে প্রতি মাসে গ্রাহকের ক্রেডিট কার্ড বিলে যোগ করে দেয়। এতে গ্রাহক মাসিক কিস্তিতে তাঁর কেনা পণ্যের মূল্য পরিশোধ করতে পারেন।

প্রথম আলো:

ইএমআই-সুবিধা নিতে গ্রাহকদের কী ধরনের কাগজপত্র বা যোগ্যতা থাকা প্রয়োজন?

তাসনিম হোসেন: ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই-সুবিধা নিতে হলে গ্রাহকদের অবশ্যই একটি অ্যাকটিভ ক্রেডিট কার্ড থাকতে হবে এবং সেই সঙ্গে গ্রাহকের নিয়মিত কিস্তি পরিশোধের সামর্থ্য থাকতে হবে। এ ছাড়া পণ্য কেনার সময় গ্রাহকের কার্ড এবং কার্ডে যথেষ্ট পরিমাণ অ্যাভেইলেবল লিমিট নিশ্চিত করতে হবে। এই প্রক্রিয়ায় গ্রাহকের কাছ থেকে কোনো অতিরিক্ত কাগজপত্রের প্রয়োজন হয় না; শুধু একটি মার্চেন্ট জিপ ফরম পূরণ করলেই ইএমআই-সুবিধা গ্রহণ করা যায়।

রেফ্রিজারেটরসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য কেনাকাটায় ইবিএল ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা কিস্তি-সুবিধার পাশাপাশি পাচ্ছেন সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট অথবা নির্ধারিত শর্ত সাপেক্ষে ক্যাশব্যাক.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র হকদ র প রথম আল গ র হক র পর শ ধ

এছাড়াও পড়ুন:

কুষ্টিয়ায় আবরার ফাহাদের কবর জিয়ারত করলেন এনসিপির শীর্ষ নেতারা

বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি এবং পানি আগ্রাসন নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের জেরে ছাত্রলীগের কর্মীদের মারধরে নিহত আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের রায়ডাঙ্গা গ্রামে পৌঁছে তারা আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। এরপর তারা আবরারের পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। 
এনসিপি’র কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা শেষে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন। কুষ্টিয়া শহরে পদযাত্রা শেষে তাদের মেহেরপুর যাওয়ার কথা রয়েছে।  

জনতার অধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। এই কর্মসূচির অংশ হিসেবে আজ  কুষ্টিয়া শহরসহ বিভিন্ন উপজেলায় পথসভা করবে দলটি। 

আরো পড়ুন:

বিবৃতি দিয়ে আমাদের আটকাতে পারবেন না, ভয় পাই না: হাসনাত আব্দুল্লাহ

রাজনৈতিক দলগুলো চুপ্পুকে সরাতে ভয় পেয়েছে: নাহিদ ইসলাম

এর আগে দলের শীর্ষ নেতারা সোমবার দিবাগত রাত ১২টা ৫৫মিনিটে কুষ্টিয়া শহরে পৌঁছান এবং আবাসিক হোটেলে রাত্রিযাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সাইফুল্লাহ হায়দার, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিয়ন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডা. মাহমুদা আলম মিতু, মোহাম্মদ আতাউল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী এবং কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান প্রমুখ। 

এ ছাড়াও এনসিপির অঙ্গ সংগঠন যুব শক্তি ও শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় নেতা এবং কুষ্টিয়া জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। 

কাঞ্চন//

সম্পর্কিত নিবন্ধ