একটুর জন্য একটা ভুলে যাওয়ার রেকর্ড থেকে মুছল না বাংলাদেশের নাম
Published: 22nd, May 2025 GMT
জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ—ইংল্যান্ড টেস্ট দলের ব্যাটিং ক্রমের প্রথম তিন ব্যাটসম্যান। আড়াই বছর আগে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন এই ত্রয়ী। সেটি ছিল টেস্ট ইতিহাসে মাত্র তৃতীয়বারের মতো ইংল্যান্ডের প্রথম তিন ব্যাটসম্যানের সেঞ্চুরি পাওয়ার ঘটনা।
সংখ্যাটা আজ চার হয়ে গেছে। ট্রেন্ট ব্রিজে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি পেয়ে গেছেন জ্যাক ক্রলি, বেন ডাকেট ও তিনে নামা ওলি পোপ। একটুর জন্য অবশ্য একটি রেকর্ড ভাঙতে পারেনি ইংল্যান্ড। চার দিনের টেস্টের প্রথম দিনে ৩ উইকেটে ৪৯৮ রান তুলেছে তারা। টেস্টে এক দিনে কোনো দলের সবচেয়ে বেশি রান তোলার রেকর্ডটি শ্রীলঙ্কার। ২০০২ সালে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে ৫০৯ রান তুলেছিল তারা।
২২ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামা জিম্বাবুয়েকে প্রথম উইকেটটি নিতে অপেক্ষা করতে হয় ৪২তম ওভার পর্যন্ত। ওয়েসলি মাধেভেরে যখন ডাকেটকে বেন কারেনের ক্যাচ বানালেন, ইংল্যান্ডের রান ২৩১। এর ১৪০-ই করেছেন ডাকেট। ১৩৪ বলের ইনিংসে ২০টি চার ও ২টি ছক্কা মেরেছেন টেস্টে পঞ্চম সেঞ্চুরি পাওয়া ইংলিশ ওপেনার।
ডাকেটের বিদায়ের পর পোপকে নিয়ে ১৩৭ রানের জুটি গড়েন ক্রলি। ডাকেটের মতো পঞ্চম টেস্ট সেঞ্চুরি পেয়েছেন ক্রলিও। ১৭১ বলে ১৪ চারে ১২৪ রান করার পর সিকান্দার রাজার বলে এলবিডব্লু হন ক্রলি। ক্রলি যখন ফেরেন, পোপের রান ৮৫। দিন শেষে তিনি অপরাজিত ছিলেন ১৬৯ রানে, তাঁর সঙ্গী হ্যারি ব্রুকের রান ছিল ৯।
এবারের আগে টেস্টে ইংল্যান্ড ও জিম্বাবুয়ে সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০০৩ সালে। লর্ডস ও চেস্টার-লি-স্ট্রিটে দুই টেস্টেই ইনিংস ব্যবধানে জিতেছিল ইংলিশরা।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র প রথম
এছাড়াও পড়ুন:
দুই শীর্ষ তালেবান নেতার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) আফগানিস্তানের তালেবানের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তাঁদের বিরুদ্ধে দেশটির নারী ও কিশোরীদের নানাভাবে দমন–পীড়নের অভিযোগ আনা হয়েছে।
আইসিসি গতকাল মঙ্গলবার বলেছেন, আফগানিস্তানে ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসে। এর পর থেকে দেশটিতে নারী ও কিশোরীদের প্রতি যে আচরণ করা হয়েছে, তাতে তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এবং দেশটির প্রধান বিচারপতি আবদুল হাকিম হাক্কানির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগের ‘যুক্তিসংগত ভিত্তি’ রয়েছে।
তালেবান ক্ষমতায় আসার পর নারী ও কিশোরীদের ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করেছে। এর মধ্যে রয়েছে ১২ বছরের বেশি বয়সী মেয়েদের পড়াশোনার ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং অনেক চাকরি থেকে নারীদের বিরত রাখা।
আফগানিস্তানে পুরুষ অভিভাবক ছাড়া নারীরা কত দূর ভ্রমণ করতে পারবে, সে বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে তালেবান। এমনকি জনসমক্ষে নারীদের কথা বলার বিষয়েও নির্দেশনা জারি করেছে তারা।
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, আফগানিস্তানের জনগণের ওপর কিছু নিয়ম ও নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান। তবে তারা নারী ও কিশোরীদের বিশেষভাবে লক্ষ্যবস্তু বানিয়েছে এবং তাদের মৌলিক অধিকার ও স্বাধীনতা থেকে বঞ্চিত করেছে। জাতিসংঘ এসব বিধিনিষেধকে ‘লিঙ্গবৈষম্য’ হিসেবে আখ্যায়িত করেছে।
আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে তালেবান। তারা বলেছে, তালেবান এই আদালতকে স্বীকৃতি দেয় না। আদালতের এমন পরোয়ানাকে ‘সুস্পষ্ট শত্রুতামূলক পদক্ষেপ’ এবং ‘বিশ্বজুড়ে মুসলমানদের বিশ্বাসের প্রতি অপমান’।
তালেবান সরকারের দাবি, তারা আফগানিস্তানের সংস্কৃতি ও ইসলামি আইন অনুযায়ী নিজস্ব ব্যাখ্যার ভিত্তিতে নারীদের অধিকারকে সম্মান করে।
গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের মতো গুরুতর অপরাধের তদন্ত করে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে কাজ করে আইসিসি। কোনো দেশ এই অপরাধীদের বিচারের আওতায় আনতে না পারলে বা বিচার করতে না চাইলে আইসিসি এ উদ্যোগ নেয়।