নাটোরের বড়াইগ্রামে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
Published: 23rd, May 2025 GMT
নাটোরের বড়াইগ্রামে একটি মাদ্রাসার অভিভাবক সমাবেশে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) বড়াইগ্রাম উপজেলার তিরাইল ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে এই সংঘর্ষ ঘটে।
আহত ছাত্রদল কর্মীরা হলেন- তিরাইল গ্রামের শাকিল হোসেন (২৩), হৃদয় হোসেন (২৮), ইয়ামিন হোসেন (২৩), রিয়াদ হোসেন (২২) ও ইয়াছিন আরাফাত আকিব (২৩)।
খবর পেয়ে ইউএনও এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওই মাদ্রাসার সুপার মাওলানা আবুল হোসাইন জানান, সম্প্রতি আদালতের রায় পেয়ে তিনি পুনরায় সুপার পদে যোগদান করেন। কিন্তু মাঝগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাব উদ্দিন শিমুল মাদ্রাসায় আসতে হলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। বৃহস্পতিবার মাদ্রাসায় অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে শিমুল ও তার অনুসারীরা মাদ্রাসায় গিয়ে সুপারের মাদ্রাসায় আসার প্রতিবাদ করেন এবং তাকে দাওয়াত না দেওয়ায় অভিভাবক সমাবেশ বন্ধ করে দেন। এ সময় ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ও তার অনুসারীরা তাদের বাধা দিলে উভয়পক্ষে সংঘর্ষ বাঁধে।
এতে হাতাহাতিতে উভয়পক্ষের পাঁচজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে মাঝগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাব উদ্দিন শিমুল বলেন, ‘‘দীর্ঘদিন মামলা চালানোর কারণে মাদরাসার ১০-১২ লাখ টাকা ক্ষতি হয়েছে। আমি সুপারকে সে টাকা দিয়ে মাদরাসায় আসতে বলেছি। আমি নিজের জন্য কোনো টাকা চাইনি। আর দাওয়াত না দেওয়ায় অভিভাবক সমাবেশ ভন্ডুল করার কথাটা সঠিক নয়।’’
বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, উভয়পক্ষকে ডেকে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা/আরিফুল/টিপু
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল র স ঘর ষ
এছাড়াও পড়ুন:
ঢাকায় ২৪ ঘণ্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টি, কমতে পারে বিকেলের দিকে
রাজধানী ঢাকায় গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা—এই ২৪ ঘণ্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
ঢাকায় গতকাল মঙ্গলবার বৃষ্টি শুরু হয়। আজ সকালেও বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকার আকাশ আজ সারা দিন মেঘলা থাকবে। থাকবে বৃষ্টিও। তবে বিকেলের দিকে বৃষ্টি কমে যেতে পারে।
আজ দেশের চার বিভাগে বৃষ্টি থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। বৃষ্টির কারণে ফেনীর নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আজ সকালে প্রথম আলোকে বলেন, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে আজ সারা দিন ধরেই বৃষ্টি হতে পারে। তবে বিকেলের দিক থেকে রাজধানীর বৃষ্টি কমে যেতে পারে। গতকালের তুলনায় রাজধানীতে আজ বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ু—এই দুই এর প্রভাবে দুই দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।
সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম, অর্থাৎ উপকূলীয় তিন বিভাগে। এর মধ্যে ফেনীতে গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ৩৭৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। তাঁরা বলছেন, আগামী রোববার থেকে আবার বৃষ্টি বেড়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে।
বৃষ্টির কারণে পদ্মা, যমুনা ও ব্রহ্মপুত্র নদের পানি গত ২৪ ঘণ্টায় বেড়ে গেছে। আজ আরও বাড়তে পারে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানিয়েছে, বড় নদীগুলোর পানি বাড়লেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা কম। তবে ইতিমধ্যে ফেনীর মুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফেনী শহরে পানি ঢুকে গেছে। বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। আজ সেখানে পানি কমে আসার সম্ভাবনা আছে।