মানুষ চায় ইসলামী দল এদেশের ক্ষমতায় বসুক : মুফতি মাসুম বিল্লাহ
Published: 23rd, May 2025 GMT
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, ৫ আগষ্টের পরে এদেশের মানুষ চায় ইসলামী দল নতুন করে এদেশের ক্ষমতায় বসুক। যাতে মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পায়। তাই ইসলামী আন্দোলন এর প্রতি বিশ্বাস ও ভালোবাসা আরও বেড়ে গিয়েছে।
কারণ বিগত শাসকরা দেশের কল্যাণের চেয়ে নিজেদের কল্যাণে বেশি ব্যস্ত ছিল। সুতরাং আমাদের দায়িত্বশীলদের আরও বেশি বেশি স্থানীয় জনকল্যাণমুখী কাজে বিশেষ ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার (২৩ মে) থানা কার্যালয়ে সকাল ৮টা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা উত্তর এর ওয়ার্ড ও দায়িত্বশীল তারবিয়াতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরউক্ত কথা বলেন।
সিদ্ধিরগঞ্জ থানা উত্তর এর সেক্রেটারি সাইয়্যেদ রিদওয়ান আহমাদের সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক মুফতী হাবিবুল্লাহ মিসবাহ্ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ তারবিয়াত প্রধান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সেক্রেটারি জনাব সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহাম্মদ বিল্লাল হোসেন খান।
বিশেষ অতিথি সুলতান মাহমুদ বলেন, আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ গ্রহণযোগ্য অবস্থান তৈরি করবে। দেশের মানুষ আর লুটেরাদের ক্ষমতায় দেখতে চায় না। তারা দেশপ্রেমিক মানবহিতৈষীকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে, ইনশাআল্লাহ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র ক ষমত য় ইসল ম
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জনকে স্বারকলিপি প্রদান
নিয়োগ বিধি সংশোধন করে ডিগ্রি পাশ করে ১৪তম গ্রেড প্রদান এবং ৩ বছরের ইনসার্ভিস ট্রেনিং এর মাধ্যমে ১১ তম গ্রেড প্রদানের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর আওতায় জেলা সিভিল সার্জনকে স্বারকলিপি প্রদান করে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
বুধবার (২১ মে) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সংগঠনের জেলা শাখার সভাপতি ওয়াসিউদ্দিন রানা'র নেতৃত্বে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান'র মাধ্যমে স্বাস্থ্য মহাপরিচালক'র বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্বারকলিপি প্রদান অনুষ্ঠানেন উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. একেএম মেহেদী হাসান,জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল হক ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান।
এ ছাড়াও সংগঠনের অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. আবু নাসের, সাংগঠনিক সম্পাদক মাকসুদুল হাসান, সহ সভাপতি মিরাজুল করিম, সানাউল্লাহ মিয়া, আল মামুন ও আব্দুল কাদের শ্যামল প্রমুখ।