বিভিন্ন দল নিজেদের মতো তৎপর, উপদেষ্টারা চুপ
Published: 24th, May 2025 GMT
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের আলোচনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে নানামুখী তৎপরতা চলছে। তবে অন্তর্বর্তী সরকার বা উপদেষ্টাদের দিক থেকে কোনো উদ্যোগ বা তৎপরতার তথ্য পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে পদত্যাগের আলোচনার পর ড. ইউনূস গতকাল শুক্রবার সারাদিন সরকারি বাসভবন যমুনায় ছিলেন।
আজ শনিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা হওয়ার কথা রয়েছে। এ সভায় সাধারণত উপদেষ্টারা যোগ দেন। নিয়মিত সভার পর প্রধান উপদেষ্টা চাইলে উপদেষ্টাদের নিয়ে বৈঠক করতে পারেন। তবে আজকের একনেক বৈঠকের পর কোনো সংবাদ ব্রিফিং হবে না বলে আগেই জানানো হয়েছে।
জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব ড.
মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, একনেক বৈঠকে উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি চলমান ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। এ বৈঠকে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের সব কর্মকর্তাই উপস্থিত থাকেন। অতীতে একনেক বৈঠকেও রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়ার নজির আছে।
একাধিক উপদেষ্টার সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল কোনো উপদেষ্টার সঙ্গে কথা বলেননি অধ্যাপক ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
পদত্যাগ বিষয়ে গতকাল সরকারের দিক থেকে একমাত্র মতামত জানিয়েছিলেন ড. ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি ফেসবুকে লেখেন, ‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। অধ্যাপক ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরে ড. ইউনূসকে দরকার আছে।’ অবশ্য কয়েক ঘণ্টা পর ফয়েজ আহমদ জানান, এ লেখা তাঁর ব্যক্তিগত অভিমত, সরকারি ভাষ্য নয়।
সাক্ষাৎ চেয়েছে জামায়াত
গতকাল প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় জামায়াতে ইসলামী। বেলা ১১টায় দেখা করতে চেয়েছিলেন দলটির নেতারা। তবে যমুনা থেকে সময় দেওয়া হয়নি। পরে সন্ধ্যা ৬টায় সাক্ষাৎ চাওয়া হয়। দলটি আজ বিকেলে আবার সাক্ষাতের সময় চেয়েছে বলে জানা গেছে।
সুষ্ঠু নির্বাচনের সুযোগ দিতে হবে
জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি, হেফাজতে ইসলামসহ সংশ্লিষ্ট দলগুলো সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে। সংসদের আগে তারা স্থানীয় নির্বাচন চাচ্ছে। বিএনপি সংসদ নির্বাচনের পথনকশার দাবিতে অনড়। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গতকাল বলেছেন, ড. ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি। তবে তিনি দায়িত্বে থাকতে না চাইলে জনগণ বিকল্প ঠিক করবে।
এ বক্তব্যের মাধ্যমে সরকারকে চাপে রাখার নীতি অব্যাহত রাখার ইঙ্গিত দিল বিএনপি। দলটির মিত্ররাও নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে।
ড. ইউনূসের একজন বিশেষ সহকারী সমকালকে বলেছেন, প্রধান উপদেষ্টা মনে করেন প্রশাসন, পুলিশ এবং নির্বাচন কমিশনের ওপর সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ নেই। সব জায়গায় বিএনপিপন্থিরা রয়েছেন। এ পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন করা অসম্ভব। এই বিশৃঙ্খল পরিস্থিতির দায় ড. ইউনূস নিতে চান না।
উপদেষ্টারা কী বলছেন
উপদেষ্টারা গতকাল টেলিফোনে একে অপরের সঙ্গে কথা বলেছেন। প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে বাইরে উত্তাপ চললেও সরকারের ভেতরে তা নেই বলে মন্তব্য করেছেন একজন উপদেষ্টা। ড. মুহাম্মদ ইউনূস যে সিন্ধান্ত দেবেন, তা সব উপদেষ্টা মেনে নেবেন। তাই তারা কেউ ব্যক্তিগতভাবে মত দিতে চাচ্ছেন না।
আরেকজন উপদেষ্টা সমকালকে বলেন, শনিবার একনেক সভার পর উপদেষ্টাদের সঙ্গে ড. ইউনূস বসতেও পারেন। সরকারকে সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পরামর্শ দিয়েছেন কয়েকজন উপদেষ্টা। জামায়াতও এই আহ্বান জানিয়েছে।
এ উপদেষ্টা বলেন, সরকার জুলাই হত্যার বিচার, সংস্কার এবং নির্বাচনকে অগ্রাধিকার দিতে চায়। কিন্তু কাজ করতে পারছে না। সরকার বারবার বলছে, ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন হবেই। ডিসেম্বরে নির্বাচনের জন্য এখনই কেন রোডম্যাপ ঘোষণা করতে হবে? সেপ্টেম্বরে ঘোষণা করলে দোষ কোথায়?
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠান শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা একটি সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন হবে। তার এক দিনও এদিক-সেদিক হওয়ার কোনো সুযোগ নেই। সরকারের তিনটি কঠিন দায়িত্ব রয়েছে– সংস্কার, বিচার এবং নির্বাচন। শুধু নির্বাচন করার জন্যই অন্তর্বর্তী সরকার আসেনি।
সৈয়দা রিজওয়ানা বলেন, দায়িত্ব পালন তখনই সম্ভব হবে, যখন সবার সহযোগিতা থাকবে। দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। তাই সরকার দায়িত্ব পালন করতে পারবে কিনা, চিন্তা করছে। না পারলে কী করণীয়, তাও চিন্তা করেছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: উপদ ষ ট র স পদত য গ ইউন স র সরক র র মন ত র ব এনপ গতক ল একন ক
এছাড়াও পড়ুন:
নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতে সংশ্লিষ্টদের তৎপর থাকার নির্দেশ রেল কর্তৃপক্ষের
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বদা তৎপর থাকার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২২ মে) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় এ নির্দেশনা প্রদান করা হয়েছে।
সভায় যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে সংশ্লিষ্ট কর্মচারীদের নির্দেশনা প্রদান করা হয়। এ সময় প্ল্যাটফরমে বিনা টিকিটের যাত্রী প্রবেশ প্রতিরোধ, টিকেট কালোবাজারী, বিনা টিকেটে ভ্রমণ, ঝুঁকিপূর্ণভাবে ছাদে ভ্রমণ, নির্দিষ্ট প্ল্যাটফরম ছাড়া অন্যত্র যাত্রী উঠানামা ও স্টেশন এলাকায় আইনশৃঙ্খলা পরিপন্থী যেকোনো কার্যকলাপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের বিশেষ করে আরএনবি সদস্যদের নির্দেশনা প্রদান করা হয়।
আরো পড়ুন:
ময়মনসিংহে অবৈধ স্থাপনা উচ্ছেদ, সব হারিয়ে নির্বাক ব্যবসায়ীরা
ব্রাহ্মণবাড়িয়ায় ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
এছাড়া পাওয়ার কার, খাবার গাড়ি ও ইঞ্জিনে যেন কোনো যাত্রী উঠতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে এবং অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সজাগ থাকতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।
আগামী ১ জুন থেকে গুরুত্বপূর্ণ স্টেশনগুলো পর্যাপ্ত মোবাইল কোর্ট পরিচালনা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা স্টেশনগুলো নিয়মিত পরিদর্শন করবেন বলেও সভায় জানানো হয়।
আলোচনা সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/হাসান/মেহেদী