প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, আমরা যাচ্ছি না: পরিকল্পনা উপদেষ্টা
Published: 24th, May 2025 GMT
পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, 'প্রধান উপদেষ্টা যাচ্ছেন না। তিনি চলে যাবেন বলেননি। তিনি অবশ্যই থাকছেন। আমাদের অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না।'
শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শুরু হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ১৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এসব কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
দাঁড়ানো ট্রাকে ভটভটির ধাক্কায় শ্রমিক নিহত
বগুড়ার নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকে ভটভটির ধাক্কা লেগে ইমরান হোসেন (১৬) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। শনিবার বগুড়া-নাটোর মহাসড়কের ওমরপুর পদ্মপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন পৌর এলাকার ফোকপাল দক্ষিণপাড়ার শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ইমরানসহ একদল শ্রমিক কাজের জন্য বাড়ি থেকে ভটভটিতে করে রওনা হন।পথিমধ্যে ওমরপুর পদ্মপুকুর এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ইমরান হোসেনের মাথা ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র বলেন, এ দুর্ঘটনার খবর পাননি তারা। খোঁজ নিয়ে দেখবেন।