দুই ছাত্র নিহতের মামলার আসামি মৃত আওয়ামী লীগ নেতাও
Published: 1st, July 2025 GMT
চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানে দুই ছাত্র নিহতের ঘটনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ১২৬ জনকে আসামি করে মামলা হয়েছে। আজ মঙ্গলবার নগরের কোতোয়ালি থানায় পৃথক মামলা দুটি হয়। তবে একটি মামলায় আওয়ামী লীগের মৃত দুই নেতাকেও আসামি করা হয়েছে।
একটি মামলার বাদী পেশায় ব্যবসায়ী আবদুল মোতালেব। তাঁর ছেলে কাউসার মাহমুদ বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে কাউসার নগরের নিউমার্কেট গোলচত্বরে গুলিবিদ্ধ হন। পরে ১৩ অক্টোবর ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আলোচনা করে মামলা করতে এত দিন দেরি হয়েছে বলে এজাহারে বলা হয়।
এজাহারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দেবাশীষ গুহ বুলবুলকে ৫৫ নম্বর এবং নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অমল মিত্রকে ৫৮ নম্বর আসামি করা হয়। অথচ ২০২৩ সালের ৭ মে অমল মিত্র মারা যান। দেবাশীষ গুহ বুলবুল মারা যান ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে।
মামলায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরী, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, রেজাউল করিমসহ ৯১ জনের নাম উল্লেখ আছে। মামলার এজাহারে দুজন মৃত ব্যক্তির নাম ছাড়াও আরও অসংগতি রয়েছে। বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকে দুবার করে আসামি করা হয়েছে।
এজাহারে দুবার করে নাম রয়েছে আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মশিউর রহমান, সাবেক কাউন্সিলর জহর লাল হাজারী, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ, নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম এবং নগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধরের।
জানতে চাইলে একটি মামলার বাদী নিহতের বাবা আবদুল মোতালেব আজ প্রথম আলোকে বলেন, ‘আলোচনা করে মামলাটি করা হয়েছে। মৃত ব্যক্তি আসামি হয়েছে, তা আমি জানি না।’
আরেক মামলার বাদী হয়েছেন সাহাব উদ্দিন। এতে আওয়ামী লীগের ৩৫ নেতা-কর্মীকে আসামি করা হয়। এজাহারে বলা হয়, গত বছরের ৫ আগস্ট নগরের লালদীঘি পাড় এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান বাদীর মাদ্রাসাপড়ুয়া ২১ বছর বয়সী নিজাম উদ্দিন।
জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম প্রথম আলোকে বলেন, বাদী এজাহার দিয়েছেন। মৃত ব্যক্তি কিংবা নিরীহ কেউ আসামি হয়ে থাকলে তদন্তে বাদ যাবেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আওয় ম
এছাড়াও পড়ুন:
আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা
কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’
সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।
সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে