বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফ থেকে এবার বিদায় নিয়েছেন নিক পোথাস। সহকারী কোচ হিসেবে দায়িত্ব নিলেও শেষদিকে কাজ করেছেন ফিল্ডিং কোচ হিসেবে।

পোথাস নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরি ছাড়ার বিষয়টি জানিয়েছেন। দুই বছরের চুক্তিতে ২০২৩ সালের মে মাসে বাংলাদেশে কাজ শুরু করেন পোথাস। এখনো ছয় মাস বাকি থাকলেও তিনি ইস্তফা দেন দায়িত্ব থেকে।

বিসিবি ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফিস রাইজিংবিডিকে বলেন, ‘‘পারিবারিক কারণে পোথাস চাকরি ছেড়েছেন। গত বছরের ২০ ডিসেম্বর থেকে পোথাসের রেজিগনেশন কার্যকর হয়েছে।’’

এদিকে, বিদায়ী ঘোষণায় পোথাস এক আবেগী বার্তায় লিখেন, ‘‘সব ভালো জিনিসের মতো আমার এই অধ্যায়ও শেষ হতো। বাংলাদেশ ক্রিকেটের অনেকের সঙ্গে আমার অসাধারণ সময় কেটেছে। আমরা একসঙ্গে অনেক রেকর্ড গড়েছি, ইতিহাস গড়েছি এবং অসাধারণ স্মৃতি সঞ্চয় করেছি। এখন পরিবারের সঙ্গে কিছু ভালো সময় কাটানোর অপেক্ষা। এরপর দেখা যাবে পরের অধ্যায়ে কী আছে।’’

বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকান কোচ, ‘‘বাংলাদেশ ক্রিকেটে সামনে অসাধারণ একটা বছর অপেক্ষা করছে। দলের সকলের জন্য শুভকামনা। তোমাদের মিস করব।’’

জাতীয় দলে পোথাসের ভূমিকা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হতো। তার দায়িত্ব কি সেটা নিয়েও ছিল ধোঁয়াশা। কখনো সহকারী কোচ, কখনো ব্যাটিং আবার কখনো ফিল্ডিং কোচের ভূমিকা নিয়ে কাজ করেছেন পোথাস।

ঢাকা/রিয়াদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় ব্যবসায়ীকে লক্ষ্য করে দূর্বৃত্তদের গুলি

ফতুল্লায় কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার এলাকায় মোটর সাইকেল যোগে এসে আফসার করিম প্লাজার মালিক নান্টু নামের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি করেছেন দুর্বৃত্তরা।  বৃহস্পতিবার (১ মে) রাত ৮টার দিকে পাগলা বাজার আফসার করিম প্লাজার সামনে ঘটনা ঘটে। 

এ বিষয়ে প্রতক্ষ্যদর্শী ফল ব্যবসায়ী উত্তম  সাংবাদিকদেট জানান, আমি রাস্তার পাশে ফল নিয়ে বসে ছিলাম এমন সময় দেখলাম পাগলা বাজার আবসার করি প্লাজারের মালিক আলহাজ্ব নান্টু সাহেব অপর এক দোকান থেকে ফল কিনছিলেন। 

এমন সময় তিনি গাড়িতে উঠার সময় তাকে লক্ষ্য করে দুইজন যুবক এলোপাথারি বেশ কয়েক রাউন্ড গুলি চালায়, গুলির সময় ব্যবসায়ী নান্টু তার  ব্যবহৃত প্রাইভেট কারে দ্রুত  উঠে পড়েন। পরে সেখান থেকে তিনি গাড়ি নিয়ে ফতুল্লার দিকে  চলে যান। অপরদিকে হামলাকারী সন্ত্রাসীরা মোটর সাইকেল নিয়ে ঢাকার শ্যামপুরের দিকে পালিয়ে যায়।

ঘটনাস্থলে গাড়িতে গুলি করা কাচঁ  পরে থাকতে দেখা যায়। কোন হতাহতের খবর পাওয়া যায়নি,  এ ঘটনার পর থেকে পাগলা বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছেন।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম  জানান আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি প্রাথমিকভাবে ঘটনা সত্যতা পাওয়া গেছেন তদন্তপূর্বক আইনগনের ব্যবস্থা নেওয়া হবে। 
 

সম্পর্কিত নিবন্ধ