পানামা ও সুয়েজ খাল বিনা মাশুলে ব্যবহার করতে চান ট্রাম্প
Published: 27th, April 2025 GMT
যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ও সামরিক জাহাজের জন্য পানামা ও সুয়েজ খাল বিনা মাশুলে ব্যবহার করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য গতকাল শনিবার খাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। এ বিষয়ে দ্রুত অগ্রগতির জন্য পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওকে দায়িত্ব দিয়েছেন তিনি।
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর কয়েক মাস ধরে পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলে আসছেন ট্রাম্প। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে গুরুত্বপূর্ণ সুয়েজ খালের দিকেও মনোযোগ দিয়েছেন তিনি।
আরও পড়ুনপানামা খাল দখল করতে গেলে বিপদে পড়তে পারেন ট্রাম্প২৩ জানুয়ারি ২০২৫ট্রাম্প তাঁর ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমেরিকান সামরিক ও বাণিজ্যিক জাহাজকে পানামা ও সুয়েজ খাল দিয়ে বিনা মাশুলে চলাচলের অনুমতি দেওয়া উচিত!’
ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ছাড়া এই দুটি রুটের ‘অস্তিত্বই থাকত না’। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ‘অবিলম্বে বিষয়টি দেখভাল’ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
পানামা খাল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আমির খান আলোচিত যে ৭ সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন
‘সাজন’
লরেন্স ডিসুজার এই রোমান্টিক সিনেমাটি উপমহাদেশজুড়েই ব্যাপক জনপ্রিয়তা পায়, সিনেমাটির গানগুলোও মানুষের মুখে মুখে ফেরে। বিভিন্ন ভাষায় সিনেমাটির রিমেক হয়। তবে মূল সিনেমাটিই আদতে একটি ফরাসি নাটক থেকে অনুপ্রাণিত। আলোচিত এ হিন্দি সিনেমায় অভিনয় করেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও সালমান খান। এ ছাড়া ছিলেন কাদের খান। ১৯৯১ সালে এটি ছিল সবচেয়ে ব্যবসাসফল হিন্দি সিনেমা। শুরুতে এ ছবির প্রস্তাব যায় আমির খানের কাছে। কিন্তু তাঁর কাছে চরিত্রটি পছন্দ হয়নি। আমির খান জানান, চরিত্রটির সঙ্গে তিনি কোনোভাবেই একাত্মবোধ করতে পারছেন না, তাই ফিরিয়ে দেন।