ব্যাংক খাতে ব্যাপক সংস্কারের প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদ, ব্যাংকার, বাণিজ্যসংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তারা। তাঁরা বলেন, বিশ্বব্যাপী আর্থিক প্রবণতার পরিবর্তন, যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ চাপ এবং বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখিত বাস্তবতাগুলো বাংলাদেশের ব্যাংক খাতের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে।

সম্প্রতি ঢাকায় ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত ‘গ্লোবাল ফাইন্যান্সিয়াল ট্রেন্ডস অ্যান্ড রিফর্মস: ইমপ্লিকেশনস ফর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা হয়। সেখানে বক্তারা এসব কথা বলেন।

আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে যেসব শুল্ক আরোপ করতে যাচ্ছে, সেগুলোর পূর্ণ বাস্তবায়ন হলে রপ্তানি আয় কমে যাবে, বৈদেশিক মুদ্রার সংকট দেখা দেবে। এতে খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়বে। তাই আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত সংস্কার জরুরি।

আইসিসিবির সহসভাপতি এ কে আজাদ বলেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের প্রভাব মোকাবিলায় আইসিসিবি ও বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) হস্তক্ষেপ প্রয়োজন। এ ছাড়া রাজনৈতিক অস্থিরতার সময় ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর বিমা দাবি নিষ্পত্তির বিষয়েও নজর দেওয়ার প্রতি মত দেন তিনি।

আইসিসি গ্লোবাল ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান ফ্লোরিয়ান উইট বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন পুনঃবিনিয়োগ এবং খেলাপি ঋণ কমানো জরুরি। ব্যাংক একীভূত হলে বড় ও স্থিতিশীল ব্যাংক গড়ে ওঠে। ইসলামি ও দুর্বল বেসরকারি ব্যাংকগুলোর জন্য ফরেনসিক অডিটের পরামর্শও দেন তিনি।

সংস্কার কার্যক্রম শুরু হয়েছে, তবে এর ফলাফল মূল্যায়নের সময় এখনো আসেনি—অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো.

জাকির হোসাইন চৌধুরী।

ঢাকা ব্যাংক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, সব পক্ষ একসঙ্গে কাজ করলে বাংলাদেশ পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে।

এ ছাড়া বক্তব্য দেন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এমডি এনামুল হক, এইচএসবিসি বাংলাদেশের সিইও মাহবুব উর রহমান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক শাহ মো. আহসান হাবিব, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বিনিয়োগ কর্মকর্তা বিদ্যুৎ কুমার সাহা প্রমুখ।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আইস স ব

এছাড়াও পড়ুন:

নেত্রকোণায় এনসিপি নেতাসহ ৩ জনকে মারধরের ঘটনায় মামলা 

নেত্রকোণার কলমাকান্দায় জমির আইল নিয়ে কথা কাটাকাটির জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটির সদস্য মেহেদী হাসান (১৯), তার বাবা এবং বড় ভাইকে পিটিয়ে জখম করার ঘটনায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে মামলাটি হয়। শুক্রবার (৮ আগস্ট) সকালে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- কৈলাটী ইউনিয়নের সেহড়াউন্দ গ্রামের মেহেদী হাসান, তার বাবা মানিক মিয়া (৬৩) ও বড় ভাই আকাশ মিয়া (২৮)।

আরো পড়ুন:

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

সড়কের কাজে অনিয়ম, অস্বীকার করায় এলজিইডি কর্মচারীকে মারধর

মামলার আসামিরা হলেন- আজগড়া গ্রামের মো. মোন্তাজ মিয়া (৭০), তার তিন ছেলে জুয়েল মিয়া (৩৫), সোহেল মিয়া (৪০) ও মনির মিয়া (২৮), একই গ্রামের মো. ইছা মিয়া (৩২), রাকিব মিয়া (২২), আদম আলী (১৯) ও মামুন মিয়া (২৭)।

মামলার এজাহারে বলা হয়, গত বুধবার দুপুরে মানিক মিয়া ও মনির মিয়ার মধ্যে ধান ক্ষেতের আইল নিয়ে কথা কাটাকাটি হয়। স্থানীয়রা বিষয়টি মীমাংসা করলেও পরে মনির মিয়াসহ ৭-৮ জনের একটি দল মেহেদী, তার বাবা ও ভাইয়ের ওপর হামলা চালায়। এ সময় তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মেহেদীর অবস্থা অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বৃহস্পতিবার মেহেদী হাসান বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
 
ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। এ বিষয়ে জানতে তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‍‍“ঘটনার পর আসামির গা ঢাকা দিয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

ঢাকা/ইবাদ/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ