ব্যাংক খাতে ব্যাপক সংস্কারের প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদ, ব্যাংকার, বাণিজ্যসংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তারা। তাঁরা বলেন, বিশ্বব্যাপী আর্থিক প্রবণতার পরিবর্তন, যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ চাপ এবং বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখিত বাস্তবতাগুলো বাংলাদেশের ব্যাংক খাতের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে।
সম্প্রতি ঢাকায় ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত ‘গ্লোবাল ফাইন্যান্সিয়াল ট্রেন্ডস অ্যান্ড রিফর্মস: ইমপ্লিকেশনস ফর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা হয়। সেখানে বক্তারা এসব কথা বলেন।
আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে যেসব শুল্ক আরোপ করতে যাচ্ছে, সেগুলোর পূর্ণ বাস্তবায়ন হলে রপ্তানি আয় কমে যাবে, বৈদেশিক মুদ্রার সংকট দেখা দেবে। এতে খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়বে। তাই আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত সংস্কার জরুরি।
আইসিসিবির সহসভাপতি এ কে আজাদ বলেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের প্রভাব মোকাবিলায় আইসিসিবি ও বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) হস্তক্ষেপ প্রয়োজন। এ ছাড়া রাজনৈতিক অস্থিরতার সময় ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর বিমা দাবি নিষ্পত্তির বিষয়েও নজর দেওয়ার প্রতি মত দেন তিনি।
আইসিসি গ্লোবাল ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান ফ্লোরিয়ান উইট বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন পুনঃবিনিয়োগ এবং খেলাপি ঋণ কমানো জরুরি। ব্যাংক একীভূত হলে বড় ও স্থিতিশীল ব্যাংক গড়ে ওঠে। ইসলামি ও দুর্বল বেসরকারি ব্যাংকগুলোর জন্য ফরেনসিক অডিটের পরামর্শও দেন তিনি।
সংস্কার কার্যক্রম শুরু হয়েছে, তবে এর ফলাফল মূল্যায়নের সময় এখনো আসেনি—অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো.
ঢাকা ব্যাংক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, সব পক্ষ একসঙ্গে কাজ করলে বাংলাদেশ পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে।
এ ছাড়া বক্তব্য দেন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এমডি এনামুল হক, এইচএসবিসি বাংলাদেশের সিইও মাহবুব উর রহমান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক শাহ মো. আহসান হাবিব, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বিনিয়োগ কর্মকর্তা বিদ্যুৎ কুমার সাহা প্রমুখ।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আইস স ব
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৭ নভেম্বর ২০২৫)
চতুর্থ যুব ওয়ানডেতে আজ মুখোমুখি বাংলাদেশ–আফগানিস্তান। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আছে ব্রাজিলের ম্যাচ।৪র্থ যুব ওয়ানডে
বাংলাদেশ–আফগানিস্তান
সকাল ৯টা, টি স্পোর্টস
ইংল্যান্ড–হাইতি
সন্ধ্যা ৬–৩০ মি., ফিফা+ টিভি
ব্রাজিল–ইন্দোনেশিয়া
রাত ৯–৪৫ মি., ফিফা+ টিভি
ব্রেমেন–ভলফসবুর্গ
রাত ১–৩০ মি., সনি স্পোর্টস টেন ২
এলচে–রিয়াল সোসিয়েদাদ
রাত ২টা, রাজধানী টিভি ও বিগিন অ্যাপ