সবুজ চাদরে মোড়া ৭৫৩ একরের সুবিশাল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেজে উঠেছে এক বর্ণিল রূপে। গ্রীষ্মের আগমণের সঙ্গে সঙ্গেই প্রকৃতির এই লীলাভূমিতে ফুটে উঠেছে কৃষ্ণচূড়া, জারুল আর সোনালু ফুলের নয়নাভিরাম শোভা।

ক্যাম্পাসের পথে ঘাটে, সবুজ প্রাঙ্গণে এখন শুধু এই তিন রঙের ফুলের সমাহার। সবুজ গাছের ডালে রক্তিম কৃষ্ণচূড়া, হালকা বেগুনী জারুল আর সোনালী রঙের সোনালু মিলেমিশে তৈরি করেছে এক অসাধারণ দৃশ্য, যা সহজেই নজর কাড়ছে শিক্ষার্থীসহ পর্যটকদের।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফোকলোর চত্বর, পশ্চিমপাড়ার মন্নুজান ও রোকেয়া হল, পূর্বপাড়া মসজিদের পাশে, বধ্যভূমি এলাকার পুকুর পাড়ে, রবীন্দ্রনাথ ঠাকুর ও সত্যেন্দ্রনাথ বসু অ্যাকাডেমিক ভবন, চারুকলা ও কৃষি অনুষদসহ বহু স্থানে চোখ জুড়ানো জারুল ও সোনালু ফুল রঙ ছড়াচ্ছে।

জারুল ফুলের শান্ত ও স্নিগ্ধ সৌন্দর্য ক্যাম্পাসের পরিবেশকে আরো মনোরম করে তুলেছে। হালকা বেগুনী রঙের জারুল ফুলগুলো দীর্ঘ মঞ্জরিতে ঝুলে থাকে, যা ক্যাম্পাসের সবুজ প্রকৃতির সঙ্গে এক চমৎকার বৈপরীত্য তৈরি করে।

বিশেষ করে ক্যাম্পাসের ভেতরের শান্ত পথ ধরে হেঁটে গেলে জারুল ফুলের এই সৌন্দর্য চোখে পড়ার মতো। লম্বা ঝোপালো সোনালু ফুলগুলি দেখলে মনে হয় যেন কোনো শিল্পী হলুদ রঙের তুলি দিয়ে সবুজ ক্যানভাসে আল্পনা এঁকেছেন। গ্রীষ্মের রৌদ্রোজ্জ্বল দিনে সোনালু ফুলের এই উজ্জ্বলতা বিশেষভাবে আকর্ষণীয়।

তবে ফুলপ্রেমীদের কাছে কৃষ্ণচূড়ার আবেদন যেন সবসময়ই একটু বেশি। এর তীব্র লাল রঙ এবং নজরকাড়া ফুলের গঠন সহজেই সবার দৃষ্টি আকর্ষণ করে। ক্যাম্পাসের আনাচে কানাচে যখন কৃষ্ণচূড়া ফোটে, তখন মনে হয় যেন পুরো ক্যাম্পাস একটি লাল গালিচায় ঢেকে গেছে। 

এই ফুলের সৌন্দর্য শুধু ক্যাম্পাসের পরিবেশকেই সুন্দর করে তোলে না, বরং শিক্ষক-শিক্ষার্থীদের মনেও এক আনন্দময় অনুভূতি জাগায়। গ্রীষ্মের এই সময়ে এক মোহনীয় রূপ ধারণ করেছে ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাদিয়া হক মিথি বলেন, “আমাদের ক্যাম্পাসটা বরাবরই সুন্দর। তবে গ্রীষ্মের সময়টা যেন আলাদাভাবে চোখে পড়ে। প্রতিদিন ক্লাসে যাওয়ার পথে জারুল-সোনালুর রঙ দেখে মনটাই ভালো হয়ে যায়।”

বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন রোডে ছবি তুলছেন ক্যাম্পাসে ঘুরতে আসা অনেক দর্শনার্থী। কথা হয় রাজশাহী শহর থেকে আসা আদিবা জান্নাতের সঙ্গে। তিনি বলেন, “আমি অনেক সময়ই সুযোগ পেলে আসি এখানে। অনেক বিশাল আর সুন্দর এরিয়া। জারুল ফুলগুলোও দেখতে অনেক ভালো লাগছে। এ জায়গার সৌন্দর্য সবসময় আমাকে মুগ্ধ করে।”

আইন বিভাগের শিক্ষার্থী মারুস হোসেন বলেন, “সোনালুর হলুদ ঝাঁক আর কৃষ্ণচূড়ার টকটকে লাল ফুল—এই রঙের কনট্রাস্টটাই দারুণ লাগে। বিকেলে হাঁটতে বের হলেই মনের ভেতরে এক শান্তি কাজ করে।”

ঢাকা/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ন দর য

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ