বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ ছাড়ার ঘোষণা দিলেন ওয়ারেন বাফেট। চলতি বছরের শেষ দিকে সিইওর দায়িত্ব ছাড়বেন বিশ্বের অন্যতম শীর্ষ এই ধনী। শনিবার যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় বার্কশায়ার হ্যাথাওয়ের বার্ষিক সভায় এ ঘোষণা দেন তিনি। এ সময় উত্তরসূরির নামও জানান ৯৪ বছর বয়সী বাফেট। সিওই হিসেবে দায়িত্ব নেবেন কোম্পানির ভাইস চেয়ারম্যাান গ্রেগ অ্যাবেল।

সভায় উপস্থিত ছিলেন প্রায় ৪০ হাজার মানুষ। অবসরের ঘোষণা আাসর পর সবাই দাড়িয়ে করতালি দিয়ে সম্মান জানান কিংবদন্তীতূল্য এই বিনিয়োগকারীকে। স্টেজে বাফেটের পাশে থাকা অ্যাবেলকে দেখে মনে হচ্ছিল, তিনিও বাফেটের ঘোষণায় অনেকটা বিস্মিত হয়েছেন। চার বছর আগে বাফেট নিজেই অ্যাবেলকে তার উত্তরসূরি হিসেবে বেছে নেন। তবে তখন তিনি অবসর নেওয়ার কোনো ইঙ্গিত দেননি।

সিইওর পদ ছাড়ার বিষয়ে অনুষ্ঠানে বাফেট জানান, সিদ্ধান্তটি কেবল তার দুই সন্তান হাওয়ার্ড ও সুসি বাফেট জানতেন। তবে বার্কশায়ারের কোনো শেয়ার বিক্রির কোনো পরিকল্পনাো নেই তার। বাফেট বলেন, ‘আমি বার্কশায়ার হ্যাথাওয়ের একটি শেয়ারও বিক্রির কোনো ইচ্ছা রাখি না- একেবারে শূন্য। এগুলো দান করে দেওয়া হবে।’ বাফেটের এমন সিদ্ধান্তকে করতালি দিয়ে স্বাগত জানান সবাই।

ওয়ারেন বাফেট বিশ্বের সবচেয়ে সফল বিনিয়োগকারী হিসেবে পরিচিত। বিবিসি জানায়, ১৯৬৫ সালে বার্কশায়ার প্রতিষ্ঠিত হয়। ওই সময় থেকেই এর সঙ্গে যুক্ত আছেন বাফেট। ১৯৭০ সাল থেকে বার্কশায়ারের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। একটি ব্যর্থ টেক্সটাইল প্রতিষ্ঠান থেকে বার্কশায়ার হ্যাথাওয়েকে ১ দশমিক ১৬ ট্রিলিয়ন ডলার মূল্যের একটি 'জায়ান্ট' প্রতিষ্ঠানে পরিণত করেছেন ওয়ারেন বাফেট।

বার্কশায়ার হ্যাথাওয়ে ৬০টিরও বেশি কোম্পানির মালিক। যার মধ্যে রয়েছে বীমা সংস্থা গেইকো, ব্যাটারি নির্মাতা ডিউরাসেল এবং রেস্টুরেন্ট চেইন ডেইরি কুইন। এ ছাড়া  অ্যাপল, কোকা-কোলা, ব্যাংক অব আমেরিকা, আমেরিকান এক্সপ্রেসসহ বিভিন্ন খ্যাতনামা কোম্পানিতে বড় অঙ্কের শেয়ার রয়েছে তাদের। গত মাসে প্রকাশিত ব্লুমবার্গের তালিকা অনুসারে বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট। ওই তালিকা অনুসারে বাফেটের মোট সম্পদের পরিমাণ প্রায় ১৫৪ বিলিয়ন ডলার।

ওয়ারেন বাফেট মাত্র ছয় বছর বয়সে প্রথম উপার্জন করেন। প্রথম শেয়ার কেনেন ১১ বছর বয়সে। ১৩ বছর বয়সে প্রথম কর রিটার্ন জমা দেন তিনি। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হয়েও ওয়ারেন বাফেট গত ৬৫ বছরেরও বেশি সময় ধরে নেব্রাস্কা রাজ্যের শহর ওমাহায় সাধারণ একটি বাড়িতে বসবাস করে আসছেন। বিশ্বের অন্যতম জনহিতৈষী ব্যক্তিও তিনি। দান করেছেন বিলিয়ন বিলিয়ন ডলার। তাকে ‘ওরাকল’ বা ‘ওমাহার দূরদর্শী’ নামেও ডাকেন অনেকে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

অখণ্ড অবসরে লম্বা সময় ‘যুদ্ধের’ প্রস্তুতি

ভারত আসবে না তা আগেভাগেই জানিয়ে দিয়েছে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগস্টেই আসার কথা ছিল। কিন্তু দেশের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকায় সফর পিছিয়েছে তারা। 

এশিয়া কাপের আগে ভারত সিরিজ ছিল বাংলাদেশের জন‌্য প্রস্তুতির মঞ্চ। সিরিজ না হওয়ায় বিসিবি নেদারল‌্যান্ডসকে বাংলাদেশে খেলতে আমন্ত্রণ জানিয়েছে। তিন ম‌্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ডাচরা আসবেন ২৬ আগস্ট। ক্রিকেটারদের এই অখণ্ড অবসরের সময়টাকে কাজে লাগাতে বিসিবি আয়োজন করেছে বিশেষ ক‌্যাম্প। যেখানে স্কিল অনুশীলনের সঙ্গে আছে ফিটনেস সেশন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম আজ বুধবার থেকে শুরু হয়েছে এই প্রস্তুতি। শুরুর দশ দিন কেবল ফিটনেস ট্রেনিং। এ সময়ে থাকবে বিশ্রামও। পরে শুরু স্কিল সেশনে। ঢাকার পর সিলেটেও হবে এই অনুশীলন। ফাঁকে নেদারল‌্যান্ডসের বিপক্ষে তিন ম‌্যাচের টি-টোয়েন্টিও খেলবে দল। এরপর আবার অনুশীলন। এরপর এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ।

আরো পড়ুন:

পুলের ক্রিকেটার নিয়ে সারা বছর বাংলা টাইগার্স ক্যাম্প

কোচিংয়ে আগ্রহ বাড়ছে ক্রিকেটারদের

শান্ত, সৌম‌্য, মোস্তাফিজুর, নাহিদ, জাকের, শামীম, নাসুমরা আজ ফিটনেস নিয়ে কাজ করেছেন জিমনেশিয়ামে। এই অবসরের সময়টাকে কাজে লাগাতে চান ক্রিকেটাররা। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট টানা খেলার উপর থাকায় ফিটনেস নিয়ে তেমন কাজ করার সুযোগ পান না তারা। এবারের ফিটনেস ট্রেনিং সেশনটাকে তারা এক লম্বা সময়ের ‘যুদ্ধের’ প্রস্তুতি হিসেবেই নিয়েছেন। যেন সামনের ছয় মাস ফিটনেস ইস্যুতে ভুগতে না হয়।

সাইফ উদ্দিন ইনজুরি প্রবণ। স্কিলে তেমন সমস‌্যা নেই। কিন্তু ফিটনেস নিয়েই যত সমস‌্যা। এই ১০ দিন তিনি পুরোপুরি ফিটনেস নিয়ে কাজ করবেন বলে জানালেন। যেন লম্বা সময় জাতীয় দলকে সার্ভিস দিতে পারেন। ১৪ আগস্ট পর্যন্ত চলবে এই ক্যাম্প। ফিটনেস ক্যাম্পের শেষদিকে ১২ ও ১৩ আগস্ট দলের সঙ্গে যোগ দেবেন বিদেশি কোচিং স্টাফের সদস্যরা। ১৫ আগস্ট থেকে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প শুরু হবে।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • অখণ্ড অবসরে লম্বা সময় ‘যুদ্ধের’ প্রস্তুতি
  • দুবার রিটায়ার্ড আউট রোস্টন চেজ, এমন কিছু আগে দেখেছে কি ক্রিকেট