রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ যৌথ অভিযান চালায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় হাসিনা সরকার রাজধানীর চারটি থানায় হেফাজত নেতাকর্মীর বিরুদ্ধে ৪৮টি মামলা করে। তবে ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর ২৫টি মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এসব মামলায় অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। বর্তমানে ২১টি মামলা তদন্তাধীন ও দুটি মামলায় স্থগিতাদেশ রয়েছে। 

আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা গেছে, শাপল চত্বরের ঘটনায় হেফাজতে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি পল্টন মডেল থানায় ৩৬টি মামলা হয়। এগুলোর ২২টিতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। অপর ১৪টি তদন্তাধীন রয়েছে। মতিঝিল থানায় করা ছয়টি মামলার মধ্যে দুটিতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। অপর দুটি তদন্তাধীন ও দুটি মামলায় উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে। রমনা মডেল থানার দুই মামলার মধ্যে একটিতে চূড়ান্ত প্রতিবেদন জমা হয়েছে। অপর মামলাটি তদন্তাধীন। এ ছাড়া শাহবাগ থানার চার মামলা তদন্তাধীন আছে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী সমকালকে বলেন, এই মামলাগুলো রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছিল। অভিযোগের সত্যতা না পাওয়ায় তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। পরে আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলা নিষ্পত্তি করেছেন। এখনও কিছু মামলা তদন্তাধীন রয়েছে। সেগুলো তদন্ত সাপেক্ষে নিষ্পত্তি করা হবে।

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা হয় গত ১৮ আগস্ট। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) জাকী আল ফারাবীর আদালতে এই মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মতিঝিল থানার ওসিকে নির্দেশ দেন। এ ছাড়া গত ২৬ নভেম্বর একই অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনকে আসামি করা হয়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: তদন ত ধ ন

এছাড়াও পড়ুন:

বাধ্যতামূলক ছুটিতে সাউথইস্ট ব্যাংকের এমডি

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুদ্দিন মো. ছাদেক হোসেনকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। 

সোমবার (৫ মে) থেকে শুরু হয়েছে এই ছুটি। আগামী ৪ আগস্ট পর্যন্ত তিনি বাধ্যতামূলক ছুটিতে থাকবেন। এ সময় ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আব্দুর রহমান চৌধুরী।

ব্যাংক সূত্রে জানা গেছে, রবিবার (৪ মে) ব্যাংকটির পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় নুরুদ্দিন মো. ছাদেক হোসেনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়। সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরের সময় ব্যাংকটিতে ঋণ বিতরণ ও অন্যান্য আর্থিক কার্যক্রমে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। বর্তমানে এসব বিষয়ে তদন্ত চলছে। তদন্তের স্বার্থেই নুরুদ্দিনকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে ব্যাংক সূত্রে জানা গেছে। 

নুরুদ্দিন মো. ছাদেক হোসেন ২০২৩ সালের ৫ এপ্রিল সাউথইস্ট ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০০৩ সালের ৪ জুন তিনি এই ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন।

সাউথইস্ট ব্যাংকসহ দেশের বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের ঋণ অনিয়ম, খেলাপি ঋণ ও সুশাসনের ঘাটতি নিয়ে বাংলাদেশ ব্যাংক কঠোর নজরদারি করছে। ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক এমন সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় গত কয়েক মাসে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ছয়টি বাণিজ্যিক ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

গত মাসে ইসলামী ব্যাংক বাংলাদেশের এমডি মুহাম্মদ মুনিরুল মওলাকেও একই কারণে তিন মাসের ছুটিতে পাঠানো হয়। 

এনএফ//

সম্পর্কিত নিবন্ধ