মশার কামড় থেকে সৃষ্ট চুলকানি দূর করার কয়েকটি প্রাকৃতিক উপায়
Published: 5th, May 2025 GMT
পেঁয়াজ
পেঁয়াজ শুধু মানুষকে কাঁদায়ই না, মশার কামড়ের ক্ষত সারাতেও সহায়তা করে। সদ্য কাটা কন্দ থেকে বেরিয়ে আসা পেঁয়াজের রস মশার কামড়ের ক্ষত এবং জ্বালা কমাতে পারে। পেঁয়াজের কিছু ছত্রাক এবং ব্যাকটেরিয়া দমনকারী বৈশিষ্ট্যও আছে, যা সংক্রমণের আশঙ্কা কমাতে পারে। একটি পেঁয়াজ টুকরা করে কেটে আক্রান্ত স্থানে বেশ কিছুটা সময় লাগিয়ে রাখুন। তারপর স্থানটি পানি দিয়ে রগড়ে ধুয়ে ফেলুন।
রসুনহৃদ্রোগ থেকে শুরু করে উচ্চ রক্তচাপ পর্যন্ত অনেক রোগনিয়ন্ত্রণের প্রাকৃতিক ওষুধ হিসেবে রসুনের নামডাক আছে। ঘরোয়া চিকিৎসা হিসেবে মশাসহ বিভিন্ন কীটপতঙ্গের কামড়ের স্থানে রসুন কেটে লাগালে আরাম মেলে। একটি রসুন চিকন চিকন টুকরা করে কাটুন। তারপর সুগন্ধবিহীন পেট্রোলিয়াম জেলি কিংবা লোশনের সঙ্গে মিশিয়ে আক্রান্ত স্থানে ১০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর একটি ঠান্ডা ওয়াশক্লথ কিংবা নরম কাপড় দিয়ে আক্রান্ত স্থানে জলপট্টি দিন।
বরফঠান্ডা তাপমাত্রা এবং বরফ প্রদাহ কমায়। ঠান্ডা ত্বককে অসাড় করে দেয়। ফলে আপনি তাৎক্ষণিক স্বস্তি পেতে পারেন। যদিও এই স্বস্তি বেশিক্ষণ থাকে না। এ বিষয়ে আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজির পরামর্শ হচ্ছে, আক্রান্ত স্থানে দিনের মধ্যে কয়েকবার ৫-১০ মিনিটের জন্য বরফ দিন। বরফের গুঁড়া কাপড়ে পেঁচিয়ে নিয়ে আক্রান্ত স্থানে চেপে ধরুন। প্রয়োজনে আইস প্যাক ব্যবহার করতে পারেন।
গরম পানিগরম পানিতে ওয়াশক্লথ বা পাতলা কাপড় ভিজিয়ে আক্রান্ত স্থানে ১০ মিনিট জলপট্টি দিন।
আরও পড়ুনভেষজ ওষুধে মরবে মশা, গবেষণায় সাফল্যের দাবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষকদের০৫ মে ২০২৪ভিনেগারঅ্যাপল সিডার ভিনেগার নানান সমস্যায় প্রাকৃতিক ওষুধ হিসেবে সমাদৃত। সাধারণ ভিনেগারের গুণও এ ক্ষেত্রে কম নয়। মশার কামড়ে চুলকানি হলে এক ফোঁটা ভিনেগার (যেকোনো ধরনের) লাগিয়ে দিন। ভিনেগার চুলকানি এবং জ্বালাপোড়া কমাতে সাহায্য করতে পারে এবং প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবেও কাজ করে। তবে শুধু ভিনেগার লাগাবেন না। তার বদলে ঠান্ডা পানি ও ভিনেগারের মিশ্রণ তৈরি করে তাতে নরম কাপড় ভিজিয়ে নিন। তারপর কাপড়টি আক্রান্ত স্থানে লাগান। শরীরের বিভিন্ন স্থানে মশার কামড়ের ক্ষত থাকলে কুসুম গরম পানিতে দুই কাপ ভিনেগার মিশিয়ে বাথটাবে ২০ মিনিট গোসল করুন। সাবধান! পানি বেশি গরম হলে অবস্থার আরও অবনতি ঘটবে।
তুলসী পাতাত্বকের সংক্রমণের ঘরোয়া ওষুধ হিসেবে তুলসীর সুনাম আছে। এর পাতার অ্যান্টি–অক্সিডেন্ট উপাদান প্রদাহ কমাতে পারে। দুই কাপ পানিতে ১৪ গ্রাম শুকনা তুলসী পাতা ফুটিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা করুন। একটা নরম কাপড় মিশ্রণটিতে ভিজিয়ে নিন। তারপর ভেজা কাপড়টি দিয়ে আক্রান্ত স্থানটি মুছুন।
বেকিং সোডাবেকিং সোডা অনেকের রান্নাঘরেই থাকে। কেক-বিস্কুট বানানো থেকে শুরু করে রান্নাঘরের সিংকের ড্রেন পরিষ্কার করা পর্যন্ত বিভিন্ন কাজেই বেকিং সোডা ব্যবহার করা হয়। এর প্রকৃত নাম সোডিয়াম বাইকার্বোনেট। বেকিং সোডা মশার কামড় থেকে সৃষ্ট যন্ত্রণা থেকেও মুক্তি দিতে পারে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরামর্শ অনুযায়ী, এক টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে পরিমাণমতো পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। আক্রান্ত স্থানে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বকে কোনো প্রকার অস্বস্তি হলে আর ব্যবহার করবেন না।
আরও পড়ুনপৃথিবীর কোন কোন অঞ্চলে মশা নেই এবং কেন নেই১৪ এপ্রিল ২০২৫মধুমধু অনেক শারীরিক সমস্যার ঘরোয়া চিকিৎসার ক্ষেত্রে দারুণ কার্যকর। গলাব্যথা এবং ত্বকের শুষ্কতার মতো শারীরিক সমস্যার চিকিৎসায় শত শত বছর ধরে মধু ব্যবহার করা হচ্ছে। মেডিকেল-গ্রেড মধুতে ব্যাকটেরিয়া ও প্রদাহরোধী উপাদান থাকে প্রচুর পরিমাণে। আক্রান্ত স্থানে এক ফোঁটা মধু লাগিয়ে রাখুন। এতে চুলকানি দূর হবে। আক্রান্ত স্থানে বারবার নখ দিয়ে চুলকালে স্থানটিতে আরও বেশি ক্ষতের সৃষ্টি হয়। মধু লাগিয়ে রাখলে চুলকাতেও আর ইচ্ছা করবে না। কারণ, তখন আপনি চুলকাতে গেলে ভাববেন, হাতটা যদি চটচটে হয়ে যায়!
অ্যালোভেরাঅ্যালোভেরা অতি পরিচিত ঔষধি গুণসম্পন্ন ভেষজ উদ্ভিদ। অ্যালোভেরা পোড়া ঘা এবং পোকার কামড়ের ক্ষত দূর করতে কার্যকর। এর কিছু পাতা কেটে ভেতরের জেল বের করে নিন। আক্রান্ত স্থানে অ্যালোভেরা জেল লাগিয়ে শুকিয়ে ফেলুন। দিনের মধ্যে প্রয়োজনমতো কয়েকবার ব্যবহার করুন।
সূত্র: হেলথলাইন
আরও পড়ুনমশা তাড়াতে গিয়ে যেসব বিপদ ডেকে আনবেন না১৭ এপ্রিল ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র কর ১০ ম ন ট চ লক ন ত রপর
এছাড়াও পড়ুন:
আজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপে
বিশ্বজুড়ে জনপ্রিয় ভিডিও কলিং অ্যাপ স্কাইপ বন্ধ হচ্ছে আজ সোমবার (৫ মে) থেকে।মাইক্রোসফটের সিদ্ধান্ত অনুযায়ী, এদিন থেকে স্কাইপের সাধারণ সেবা বন্ধ হয়ে যাবে। তবে কর্পোরেট পর্যায়ের ‘স্কাইপ ফর বিজনেস’ সীমিতভাবে চালু থাকবে।
২০০৩ সালে চালু হওয়া স্কাইপ একসময় ভিডিও কল, আন্তর্জাতিক ফোন এবং মেসেজিংয়ের জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছিল। দূর দেশে থাকা প্রিয়জনের সঙ্গে যোগাযোগে স্কাইপ ছিল অন্যতম ভরসা।
গত মার্চে স্কাইপে বন্ধের ঘোষণা দেওয়ার পাশাপাশি ব্যবহারকারীদের বিকল্প প্ল্যাটফর্মে স্থানান্তরের জন্য ৫ মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। তবে এখনো অনেক ব্যবহারকারী স্কাইপে সক্রিয় রয়েছেন। স্কাইপে বন্ধের পর কী হবে, কীভাবে তথ্য সংরক্ষণ বা স্থানান্তর করতে হবে, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে।
স্কাইপে আইডি ব্যবহার করেই সরাসরি মাইক্রোসফট টিমসে লগইন করা যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট। এমনকি ব্যবহারকারীদের আদান-প্রদান করা পুরোনো বার্তা, যোগাযোগের তালিকাসহ গুরুত্বপূর্ণ তথ্য স্বয়ংক্রিয়ভাবে টিমসে স্থানান্তর হয়ে যাবে। ফলে টিমস ব্যবহারের জন্য নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে না এবং পুরোনো সব তথ্য ব্যবহারের সুযোগ মিলবে।
স্কাইপে বন্ধ হওয়ার পর ব্যবহারকারীদের মাইক্রোসফট টিমস ব্যবহার করতেই হবে, তা নয়। ব্যবহারকারীরা চাইলে গুগল মিট, জুমসহ অন্য যেকোনো মেসেজিং অ্যাপ ব্যবহার করতে পারবেন। এ ক্ষেত্রে ৫ মের মধ্যে নিজেদের আদান-প্রদান করা পুরোনো বার্তা, যোগাযোগের তালিকাসহ গুরুত্বপূর্ণ তথ্যগুলোর সংরক্ষণ করতে হবে।
সূত্র: নিউজ ১৮
ঢাকা/এসবি