ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ট্রান্সক্রিপ্ট, মার্কশিট ও সার্টিফিকেট প্রদানসংক্রান্ত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে প্রশাসন জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে। সংশ্লিষ্ট অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য সহ–উপাচার্য (প্রশাসন) অফিসের ডেপুটি রেজিস্ট্রার আমিনুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীরা তাঁদের সমস্যা বা অভিযোগ ই-মেইল ([email protected]) অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৭৯৭-৪৯০৫৭৫, শুধু খুদে বার্তার জন্য) যোগাযোগ করতে পারবেন। অভিযোগ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে অনলাইন ও ই-মেইলের মাধ্যমে নিয়মিত ট্রান্সক্রিপ্ট পাঠানো হয়। এ–সংক্রান্ত সার্ভিস চার্জ ৫০ মার্কিন ডলার থেকে কমিয়ে ১০ মার্কিন ডলারে নামিয়ে আনা হয়েছে, যা শুধু বাইরের প্রতিষ্ঠানগুলোয় ট্রান্সক্রিপ্ট পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য।

ট্রান্সক্রিপ্ট উত্তোলনের ক্ষেত্রে সরাসরি কোনো নগদ টাকা গ্রহণ করা হয় না। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় শাখার সোনালী ব্যাংক অথবা অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নির্ধারিত ফি প্রদান করতে পারেন। তবে অধিভুক্ত কলেজগুলোর ক্ষেত্রে এখনো অনলাইন পদ্ধতি চালু হয়নি বলে জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইতিমধ্যেই অনলাইনে ট্রান্সক্রিপ্টের আবেদনপ্রক্রিয়া চালু করা হয়েছে। তবে ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট ও মার্কশিটের সত্যায়ন এখনো অনলাইনে শুরু হয়নি। এ প্রক্রিয়াকে সহজ ও শিক্ষার্থীবান্ধব করতে প্রশাসন পদক্ষেপ নিয়েছে এবং দুই মাসের মধ্যে সংশ্লিষ্ট অনলাইন সেবা আরও উন্নত ও সহজতর করা হবে বলে জানানো হয়।

আরও পড়ুনজাপানের মেক্সট বৃত্তি, মাসে ১ লাখ ১৭ হাজার ইয়েন, একাদশ উত্তীর্ণ শিক্ষার্থীদেরও সুযোগ১২ ঘণ্টা আগে

বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে দ্রুততম সময়ের মধ্যে (২ কার্যদিবসের মধ্যে) ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট উত্তোলনসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশিকা প্রকাশ করা হবে। পাশাপাশি ট্রান্সক্রিপ্টের হার্ডকপি দ্রুত পাঠাতে কুরিয়ার সার্ভিসের সহায়তায় একটি সুষ্ঠু ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

শিক্ষার্থীদের আরও স্বাচ্ছন্দ্য দিতে ট্রান্সক্রিপ্ট বিভাগকে অপেক্ষাকৃত বড় কক্ষে স্থানান্তরের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে তথ্যকেন্দ্রকেও আরও শিক্ষার্থীবান্ধব করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

বাউবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, আবেদনের সময় বৃদ্ধি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন (ডিসিএসএ) প্রোগ্রামে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৪১ টার্মে শিক্ষার্থী ভর্তির অনলাইনে আবেদন ও ভর্তির সময় ৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

ভর্তির ন্যূনতম যোগ্যতা—

১. এইচএসসি/সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫/২য় শ্রেণিসহ উত্তীর্ণ।

২. উচ্চতর ডিগ্রিধারী প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

প্রয়োজনীয় কাগজপত্র যা জমা দিতে হবে—

১. প্রিন্ট করা আবেদনপত্র ও পেমেন্ট স্লিপের কপি।

২. সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি।

৩. জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্মনিবন্ধন সনদের ফটোকপি।

৪. সব সনদ ও নম্বরপত্রের এক সেট ফটোকপি।

৫. ভর্তির সময় সব সনদ ও নম্বরপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।

স্টাডি সেন্টারগুলো—

১. ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএসটি), ঢাকা।

২. ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (আইএসআইটি), ঢাকা।

৩. সিএসই বিভাগ, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, কুমিরা ক্যাম্পাস, চট্টগ্রাম।

৪. ড্যাফোডিল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, চট্টগ্রাম।

৫. সিএসই বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

৬. মুসলিম এইড ইনস্টিটিউট অব টেকনোলজি, যশোর।

৭. কলেজ অব বিজনেস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ময়মনসিংহ।

৮. বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়া।

৯. সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, সিলেট।

১০. ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল।

আরও পড়ুনজাপানের মেক্সট বৃত্তি, মাসে ১ লাখ ১৭ হাজার ইয়েন, একাদশ উত্তীর্ণ শিক্ষার্থীদেরও সুযোগ১০ ঘণ্টা আগেআবেদন ও ভর্তির তথ্য—

১. আবেদন ও ভর্তি: https://osapsnew.bou.ac.bd (শুধু অনলাইনে)।

২. আবেদন ফি: ১০০ টাকা।

৩. মোট ফি লাগবে ৫৮৯০ টাকা ।

৪. আবেদন ও ভর্তির বাড়ানো সময়: ৯ মে ২০২৫ পর্যন্ত (আবেদন ও ভর্তি একই সঙ্গে)।

৫. টিউটরিয়াল ও ক্লাস শুরুর তারিখ: ১৬ মে ২০২৫।

* বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: www.bou.ac.bd

আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় আবার বাড়ল৫ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • বাউবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, আবেদনের সময় বৃদ্ধি