চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জনপ্রিয় পর্যটন এলাকায় ঝোড়ো বাতাসের কবলে পর্যটকবাহী একাধিক নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় কমপক্ষে ৭০ জনকে উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভি বলেছে, রোববার গুইঝো প্রদেশের কিয়াংশি শহরের একটি নদীতে পর্যটক বহনকারী একাধিক নৌকা ডুবে গেছে। এতে নৌকাগুলোর অন্তত ৮৪ যাত্রী পানিতে পড়ে যান।
সোমবার সকাল পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মে দিবসকে ঘিরে চীনে চলছে সপ্তাহব্যাপী ছুটি। এ সময় দেশটিতে থাকে পর্যটনের রমরমা মৌসুম। এর মধ্যে এ দুর্ঘটনা ঘটল। বিবিসি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ব্রাজিলের কোচ হওয়ার ব্যাপারে রিয়ালের সঙ্গে মতানৈক্যে আনচেলত্তি
কার্লো আনচেলোত্তি এই মৌসুম শেষে রিয়াল মাদ্রিদে আর থাকছেন না, এটা মোটামুটি নিশ্চিতই ছিল। একই সঙ্গে ব্রাজিলের কোচ হওয়ার প্রতি এই ইতালিয়ানের দুর্বলতার কথাও সবায় জানে। এসব নিয়ে রিয়াল সভাপতি পেরেজের সঙ্গে একটা জটিলতা তৈরি হয় আনচেলত্তির।
তবে বিখ্যাত মার্কিন সংবাদপত্র দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, আনচেলত্তি বিদায়ের শর্তাবলি নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছেন রিয়ালের সঙ্গে। সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, আনচেলত্তি এই গ্রীষ্মেই ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণ করবেন।
আনচেলোত্তি অনেকদিন ধরেই ব্রাজিলের কোচ হওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়ে আসছিলেন। এই মৌসুমে কিলিয়ান এমবাপেকে দলে টানার পরও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বাদ পড়ে লস ব্ল্যাঙ্কসরা। লা লিগাতে হতাশাজনক মৌসুম পার করছে রিয়াল। এসব মিলিয়ে সান্তিয়াগো বার্নাব্যু থেকে আনচেলত্তির দ্বিতীয়বার ছাঁটাই হওয়াটা অনিবার্য। তবে এই ৬৫ বছর বয়সী কোচের সঙ্গে রিয়ালের চুক্তি ২০২৬ সাল পর্যন্ত। কিভাবে বা কোন পন্থায় চুক্তির বাকি সময়ের বেতন দেওয়া হবে, এই ব্যাপারে কোন ধরনের মতানৈক্যে পৌঁছাতে পারছিল না দুইপক্ষ। আশার কথা হচ্ছে এই ঝামেলা মিটে গিয়েছে রিয়াল এবং আনচেলত্তির মাঝে।
আরো পড়ুন:
লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত জানালেন আর্নল্ড, যাচ্ছেন কোথায়?
ঘাম ঝরানো জয়ে টিকে রইলো রিয়াল
রিয়াল শীঘ্রই আনচেলোত্তির বিদায় ঘোষণা করতে পারে। আগামী সপ্তাহে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোর পরই আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা বেশি। শিরোপা ধরে রাখতে হলে এই ম্যাচে অবশ্যই জিততে হবে লস ব্লাঙ্কসদের। লিগে আর মাত্র চারটি ম্যাচ বাকি থাকতে বার্সা চার পয়েন্টে এগিয়ে রয়েছে।
এদিকে ব্রাজিলের ফুটবল ফেডারেশন নতুন কোচ নিয়োগের জন্য ২০ মে সময়সীমা নির্ধারণ করেছিল। অন্যদিকে মাদ্রিদের সঙ্গে আনচেলোত্তির আলোচনার গতি থেমে যাওয়ায় তাঁর নিয়োগ নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে মাদ্রিদের সঙ্গে মৌখিক সমঝোতা হওয়ায় জুনে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচগুলিতে তিনি ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নিতে পারবেন বলে আশা করা হচ্ছে। ব্রাজিলের ফুটবল ফেডারেশনের সঙ্গে তাঁর যে চুক্তি হবে, তাতে তিনি আগামী বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন।
মৌসুম শেষে আনচেলোত্তির বিদায়ের বিষয়টি চূড়ান্ত হওয়ায়, মাদ্রিদকে দ্রুত নতুন কোচ নিয়োগ দিতে। মৌসুম শেষেই যে ক্লাব বিশ্বকাপ শুরু হবে জুনের মাঝামাঝি। বায়ার লেভারকুজেনকে ঐতিহাসিক ২০২৩-২৪ মৌসুম বুন্দেসলিগা শিরোপা উপহার দেঅয়া জাবি আলোনসো এই মুহূর্তে রিয়ালের নতুন কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে। তবে অন্তর্বর্তীকালীন দায়িত্বে ক্লাবের বর্তমান ফুটবল পরিচালক সান্তিয়াগো সোলারিকেও বিবেচনায় রাখছে রিয়াল সভাপতি পেরেজ।
ঢাকা/নাভিদ