স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, প্রাইভেট চিকিৎসার ওপর নির্ভরতা কমানো এবং জনগণের ব্যয় সাশ্রয় নিশ্চিত করতে দেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবাকেন্দ্রের অফিস সময়সীমা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত করার সুপারিশ করেছে কমিশন। প্রস্তাবিত সময়সীমা সপ্তাহে পাঁচ দিন কার্যকর থাকবে।

গতকাল সোমবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক অনুষ্ঠানে সংস্কার কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক ডা.

এ কে আজাদ খানের নেতৃত্বে এ প্রতিবেদন হস্তান্তর করা হয়।

কমিশনের সুপারিশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য, তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

কমিশনের প্রতিবেদনে বলা হয়, এই সময়সীমা আউটডোর বিভাগ, ফার্মেসি ও ডায়াগনস্টিক ল্যাবের জন্য প্রযোজ্য হবে, যাতে কর্মজীবী মানুষ কর্মঘণ্টার বাইরেও চিকিৎসা নিতে পারেন। এতে সেবা পাওয়ার জন্য ভিড় ও অপেক্ষার সময় কমে আসবে এবং সরকারি স্বাস্থ্যসেবা আরও মানুষকেন্দ্রিক হয়ে উঠবে। 

প্রতিবেদনে কেনিয়া ও তানজানিয়ার গবেষণার উদাহরণ দিয়ে বলা হয়, সরকারি সেবা সময় বাড়ানোর ফলে ওইসব দেশে প্রাইভেট চিকিৎসার ওপর নির্ভরতা হ্রাস পেয়েছে এবং বিদ্যমান অবকাঠামোর দক্ষ ব্যবহার বৃদ্ধি পেয়েছে। কমিশন প্রস্তাব করেছে একটি স্বতন্ত্র ‘ইমার্জেন্সি হেলথ কার্ড’ চালুর, যা মহামারি, জলবায়ু দুর্যোগ ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতে সহায়ক হবে।

সংস্কার প্রতিবেদনে সরকারি হাসপাতালে সেবা বিকেল ৫টা পর্যন্ত করা, বেসরকারি হাসপাতালে সেবামূল্য নির্ধারণ, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের চিকিৎসকের সঙ্গে দেখা করতে না দেওয়া, অত্যাবশ্যকীয় ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা, নিজস্ব ব্যবস্থাপনায় ওষুধের কাঁচামাল তৈরি, স্বতন্ত্র স্বাস্থ্য সার্ভিস গঠনসহ ৩২টি সুপারিশ করা হয়েছে। এসব সুপারিশ বাস্তবায়ন করতে দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উৎস: Samakal

কীওয়ার্ড: সরক র

এছাড়াও পড়ুন:

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৪ তম বিসিএসে সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের এবং সাধারণ ক্যাডারের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। আজ সোমবার প্রকাশিত সূচিতে বলা হয়েছে ২০ মে থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (https://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

আরও পড়ুনপ্রাথমিকে আসছে কোটাবিহীন শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি১২ ঘণ্টা আগে

*মৌখিক পরীক্ষার সূচি দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুনজাপানের মেক্সট বৃত্তি, মাসে ১ লাখ ১৭ হাজার ইয়েন, একাদশ উত্তীর্ণ শিক্ষার্থীদেরও সুযোগ১২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের রুটিন প্রকাশ, পরীক্ষা ৮ জুলাই শুরু, প্রতিদিন ওয়েবসাইটে ঢুঁ মারার পরামর্শ পরীক্ষার্থীদের
  • ৪৪ বিসিএসের ভাইভা শুরু ২০ মে
  • ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ