দীর্ঘ সময় ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো ডস সান্তোস অবশেষে পর্তুগালের জাতীয় দলের একাডেমিক কাঠামোয় প্রবেশ করলেন। প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন দেশটির অনূর্ধ্ব-১৫ দলে।
চলতি বছরের জুনে ১৫ বছর পূর্ণ করবেন জুনিয়র। এর আগেই পর্তুগালের কিশোর পর্যায়ের জাতীয় স্কোয়াডে তার নাম ঘোষণা—রীতিমতো বিশেষ অর্জন। ফুটবল দুনিয়ায় তার সম্ভাবনা নিয়ে জল্পনা চলছিল বহুদিন ধরেই, আর এবার সেটি রূপ নিচ্ছে বাস্তবে।
জুনিয়রের জন্য আন্তর্জাতিক ফুটবলে খেলার দরজা খোলা ছিল মোট পাঁচটি দেশের। ইংল্যান্ড, স্পেন, যুক্তরাষ্ট্র ও কেপ ভার্দের মতো দেশের হয়ে খেলার যোগ্যতা থাকলেও নিজের বাবার মতো পর্তুগালের পথেই এগোতে চলেছেন তিনি। তবে আর্জেন্টিনার জার্সি গায়ে ওঠার সুযোগ তার নেই। কারণ, মা জর্জিনা রদ্রিগুয়েজের সন্তান নন তিনি।
আরো পড়ুন:
হ্যারি কেইনের নজর এবার দ্বিতীয় ট্রফিতে
ইন্টার-বার্সা সেমিফাইনালে ফিরে আসছে ২০১০ সালের স্মৃতি
ছেলের এই সাফল্যে আবেগ আপ্লুত রোনালদো সামাজিক মাধ্যমে লিখেছেন, “তোমার জন্য আমি গর্বিত, বাবা।’’
এক সময় সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, একদিন ছেলের সঙ্গে একসঙ্গে মাঠে নামার স্বপ্ন তার মনে আছে। যদিও সেটি নিয়ে অযথা আশায় বিভোর নন, তবু স্বপ্নপূরণের সম্ভাবনায় বেশ উচ্ছ্বসিত।
এই মুহূর্তে সৌদি ক্লাব আল নাসরে খেলছেন রোনালদো, যেখানে জুনিয়রও প্রশিক্ষণ নিচ্ছেন ক্লাবটির ইয়ুথ সিস্টেমে। সেখানেই তার ফুটবল প্রতিভা নজরে পড়ে যায় পর্তুগিজ ফুটবল ফেডারেশনের। আর তারই ফল হিসেবে সুযোগ এসেছে জাতীয় দলের বয়সভিত্তিক স্কোয়াডে।
রোনালদোর ছেলের পথচলা শুরু হলো দেশের প্রতিনিধিত্ব দিয়ে—এখন দেখার বিষয়, ভবিষ্যতে বাবার ছায়া তিনি কতটা ছুঁতে পারেন।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল পর ত গ ল ফ টবল
এছাড়াও পড়ুন:
থানচিতে গৃহবধূর লাশ উদ্ধার; বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
বান্দরবানের থানচিতে খিয়াং নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে অভিযোগ করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশে পিসিপির সভাপতি অমল ত্রিপুরা বলেন, ‘থানচিতে খিয়াং নারীকে ধর্ষণের যে ঘটনা ঘটেছে, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এ ঘটনা পাহাড়িদের ওপর নিপীড়নের বহিঃপ্রকাশ। এর আগে খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়িদের ওপর হামলা এবং দোকানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছ। এসব ঘটনা জাতিগত নিপীড়নের বহিঃপ্রকাশ।’
পিসিপির সাধারণ সম্পাদক শুভাশীষ চাকমা বলেন, পাহাড়ি মানুষ দাবি আদায়ের জন্য সভা–সমাবেশ করলে বলা হয়, পাহাড়িরা বিচ্ছিন্ন হতে চায়। তকমা লাগানো হয়। প্রত্যেক নাগরিককে সংবিধানে স্ব স্ব দাবি ও অধিকার নিয়ে কথা বলার সুরক্ষা দেওয়া হয়েছে।
গতকাল সোমবার থানচির তিন্দু এলাকায় এক খিয়াং নারীর (২৯) লাশ উদ্ধার করা হয়। লাশটি বিবস্ত্র ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। নির্মাণাধীন থানচি-রেমাক্রি-লেইক্রি সড়কের নালার মধ্যে তাঁর লাশ পাওয়া যায়। নিহত নারী তিন সন্তানের মা।
আরও পড়ুনথানচিতে নালায় মিলল খেয়াং নারীর লাশ, হত্যা সন্দেহ পাড়াবাসীর০৫ মে ২০২৫