‘আমি যদি মরেই যাই/ তুমি বেঁচে থাকবে/ আমার গল্পটি বলো/ যদি মরেই যাই/ এতে কিছু আশা ফিরে আসুক/ নতুন এক উপাখ্যান হোক।’– কবিতার পঙক্তিতে কথাগুলো বলছিলেন ফিলিস্তিনের কবি রিফাত আলারির। এটি ছিল তার শেষ কবিতা। মৃত্যুর মাস খানেক আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্টটি করেছিলেন তিনি। কবিতাটি এ পর্যন্ত ৩ কোটি ৬০ লাখ বার পঠিত হয়েছে।
ফিলিস্তিনের আরেক কবি মোসাব আবু তোহা গত সোমবার পুলিৎজার পুরস্কার পেয়েছেন। তারপরই বন্ধু আলারিরের কবিতার পঙক্তি দিয়ে এক্স-এ পোস্ট দেন। তিনি লিখেন, ‘ধারাভাষ্যে পুলিৎজার পুরস্কার জয়ের খবর মাত্র পেলাম। এতে কিছু আশা ফিরে আসুক/ নতুন এক উপাখ্যান হোক।’
রিফাত আলারির গাজার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। তরুণদের মাঝে বেশ জনপ্রিয় ছিলেন। ২০২৩ সালে ৭ অক্টোবরের পর গাজায় ইসরায়েল তীব্র হামলা শুরু করলে ১ নভেম্বর এক্স-এ তিনি কবিতাটি পোস্ট করেন। বোমা বৃষ্টির মধ্যে উত্তর গাজার সুজাইয়ায় নিজ বাড়ি থেকে পালাননি আলারির। এক মাস পর ডিসেম্বরে তার বাড়িতে হামলা হয়। স্বপরিবারে নিহত হন ৪৪ বছরের আলারির।
গাজার মানুষের সীমাহীন দুর্ভোগ-কষ্ট নিয়ে ধারাভাষ্য তৈরি করে পুলিৎজার পেয়েছেন মোসাব আবু তোহা। স্মৃতি থেকে তুলে ধরেছেন বিপর্যস্ত মানুষের জীবন-বাস্তবতা। ২০২৩ সালে ইসরায়েল তাকে আটক করে। পরে মিসরের কাছে তাকে হস্তান্তর করা হয়। সেখান থেকে তোহা যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। কিন্তু সেখানেও তার পথ মসৃণ ছিল না। মার্কিন মুল্লুকে ইসরায়েলপন্থিদের তোপের মুখে পড়েন তিনি। তারা তাকে বিতাড়নের চেষ্টা চালান। তবে শেষ পর্যন্ত তা সফল হয়নি।
দ্য নিউ ইয়র্কার কনট্রিবিউটর ছিলেন আবু তোহা। গাজার গণহত্যা প্রতিনিয়ত তার হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। নিজের লেখায় তিনি এসব তুলে আনতেন। দ্য নিউ ইয়র্কারে প্রকাশিত এক নিবন্ধে তোহা লিখেন, ‘বিগত বছরে আমি স্মৃতির বেশ কিছু সতেজ অংশ হারিয়েছি। সেসব লোক, স্থান, জিনিসপত্র হারিয়েছি, যেগুলো আমাকে স্মরণে সহায়তা করতো।’ তিনি লিখেন, ‘ভালো করে অনেককিছু স্মরণ করতে পারছিলাম না। গাজার প্রত্যেক বিধ্বস্ত বাড়ি এক ধরনের অ্যালবাম; এগুলোতে হয়তো কোনো ছবি নেই, আছে বাস্তবের লোকজন; মৃত্যু এর পাতায় পাতায় হানা দিয়েছে।’
কবি রিফাত আলারির যেন আবু তোহার মর্মে গাঁথা এক নাম। নিজে কবিতা লেখার পাশাপাশি তিনি তাঁর কবিতা আওড়ান। মাহমুদ দারবিশের মতো মহান ফিলিস্তিনি কবির উত্তরসূরি আলারির ছিলেন ফিলিস্তিনের স্বাধীনতার কণ্ঠস্বর। তার অনুরাগী আহমেদ নেহাদ বলেন, কবি আলারির উত্তরাধিকার চিরকাল টিকে থাকবে। তিনি ফিলিস্তিন নিয়ে লিখতে গিয়ে গাজার শত শত তরুণ-তরুণীর হৃদয়ের কথা প্রতিধ্বনিত করে গেছেন। নেহাদ বলেন, ‘আমি পাঁচ বছর আগে তাকে নিয়ে আমার কবিতার প্রথম পঙক্তি লিখি। তিনি খুব মনোযোগ দিয়ে কবিতাটি শুনেছিলেন। তিনি সব সময় আমাদের সহযোগিতা করতেন।’
গাজার ইসায়েলের অব্যাহত হামলা, খাবারকে অস্ত্র বানিয়ে অভুক্ত রেখে হত্যায় এ পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ তালিকায় রিফাত আলারির কেবল একটি সংখ্যা হয়ে যাননি। তিনি এক উপাখ্যান হয়ে আছেন, থেকে যাবেন। সূত্র: আল জাজিরা
.উৎস: Samakal
কীওয়ার্ড: র ফ ত আল র র
এছাড়াও পড়ুন:
কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম ৪ দিনের রিমান্ডে
২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের (৬৯) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার এই মামলার শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র।
এদিন আসামিকে আদালতে উপস্থিত করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। অন্যদিকে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
এর আগে গত ২৮ এপ্রিল জাফর আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত। তার আগে ২৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা করার উদ্দেশে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।
এর আগে ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে জাফর আলম সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন অংশ নিয়ে হেরে যান তিনি। জাফর আলম ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত চকরিয়া পৌরসভার মেয়র ছিলেন। ২০১৪ সালে চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে জয়ী হন।