ছিবগাতউল্ল্যাহ সিআইডির প্রধান ও রেজাউল করিম মল্লিক ঢাকার ডিআইজি
Published: 7th, May 2025 GMT
পুলিশের দুজন অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) ও চারজন উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তাসহ উচ্চপর্যায়ের ১৫ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে এই বদলির কথা জানানো হয়।
এর মধ্যে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) মো.
রেজাউল করিম মল্লিককে সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার পদ থেকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছিল।
অন্যান্য পদের মধ্যে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি মো. তওফিক মাহবুব চৌধুরীকে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির (বিপিএ) অধ্যক্ষ পদে বদলি করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেনকে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব), সিআইডি থেকে ডিআইজি গাজী জসীম উদ্দিনকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব), পুলিশ অধিদপ্তরের ডিআইজি শোয়েব রিয়াজ আলমকে (বর্তমানে বিপিএ সারদা, রাজশাহী হিসেবে বদলির আদেশপ্রাপ্ত) ঢাকার স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়নে (এসপিবিএনে) বদলি করা হয়েছে।
এ ছাড়া পৃথক প্রজ্ঞাপনে নয়জন অতিরিক্ত ডিআইজিকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. ইকবালকে ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক, ঢাকার টিডিএসের অতিরিক্ত ডিআইজি এ কে এম মোশাররফ হোসেন মিয়াজীকে পুলিশের বিশেষ শাখায় (এসবি), পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো. আবদুর রাজ্জাককে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট ও সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হারুন-অর-রশীদকে ৫ এপিবিএনের অধিনায়ক হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এসবি ঢাকার অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) অতিরিক্ত ডিআইজি, সিআইডির অতিরিক্ত ডিআইজি সৈয়দ জান্নাত আরাকে রংপুর পিটিসির অতিরিক্ত ডিআইজি, ৫ এপিবিএন ঢাকার অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) শামীমা আক্তারকে অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি, এসবি ঢাকার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোখলেছুর রহমানকে এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টার খাগড়াছড়ির অতিরিক্ত ডিআইজি এবং এসবি ঢাকার অতিরিক্ত ডিআইজি এ এইচ এম আবদুর রকিবকে নোয়াখালীর পিটিসির অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ থাইল্যান্ডে গেছেন
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছেড়ে থাইল্যান্ড গিয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময় টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি। গতকাল বুধবার রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সাবেক এই রাষ্ট্রপতি দেশ ছাড়েন বলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে।
বিমানবন্দরের সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা ছিল না। তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়েছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তার এক ছেলে এবং শ্যালক। নিষেধাজ্ঞা না থাকায় তাঁকে দেশত্যাগে বাধা দেওয়া হয়নি।
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর সঙ্গে শ্যালক ডা. নওশাদ খান এবং ছোট ছেলে রিয়াদ আহমেদ আছেন। দেশের চিকিৎসকদের পরামর্শেই তিনি বিদেশে গেছেন।
আবদুল হামিদ ২০১৩ সালের ২৪ এপ্রিল প্রথম দফায় দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এরপর তিনি ২০১৮ সালের ২৪ এপ্রিল দ্বিতীয়বারের মতো ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তাঁর মেয়াদ শেষে ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। বঙ্গভবন ছাড়ার পর আবদুল হামিদ রাজধানীর নিকুঞ্জে তাঁর বাসায় উঠেছিলেন।
ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ (জয়), মেয়ে সায়মা ওয়াজেদসহ (পুতুল) ১২৪ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ থানায় মামলাটি করা হয়েছিল।