মাদ্রাসার ছুটির তলিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করা হয়েছে
Published: 8th, May 2025 GMT
২০২৫ সালের মাদ্রাসার সংশোধিত ছুটির তলিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে আজ বৃহস্পতিবার ছুটির তলিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধনের কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে জারি করা দেশের ০৩টি সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি (স্বতন্ত্র, এবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) মাদ্রাসার জন্য ২০২৫ সালের (১৪৩১-১৪৩২ বঙ্গাব্দ) ছুটির তালিকা ও শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জির আংশিক সংশোধন করা হলো।
আরও পড়ুনক্যাডেট কলেজে আপনার সন্তানকে ভর্তি করতে চান?০৭ মে ২০২৫*অর্ধ বার্ষিক পরীক্ষা শুরু হবে ৩০ জুন ২০২৫। এ পরীক্ষা চলবে ১৭ জুলাই ২০২৫ পর্যন্ত। এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এ বছরের ৩ আগস্ট।
*নির্বাচনী পরীক্ষা ১৬ অক্টোবর ২০২৫ শুরু হয়ে চলবে ৩ নভেম্বর পর্যন্ত। নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১০ নভেম্বর ২০২৫ তারিখে।
*এ বছরের বার্ষিক পরীক্ষা শুরু হবে ২০ নভেম্বর ২০২৫ থেকে। পরীক্ষা শেষ হবে ১১ ডিসেম্বর ২০২৫। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর ২০২৫।
*শিক্ষাপঞ্জির সংশোধিত তালিকা দেখুন এখানে
উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ
এছাড়াও পড়ুন:
১০ দিন ছুটির প্রজ্ঞাপন দিল সরকার, যে যে নির্দেশনা থাকছে তাতে
১০ দিনের ছুটির প্রজ্ঞাপন দিল সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে সরকার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন বুধ ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করল। ছুটির সময়ে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং উল্লিখিত সাপ্তাহিক ছুটির দুই দিন (১৭ ও ২৪ মে ২০২৫) সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।
আরও পড়ুনবিমান বাংলাদেশ এয়ারলাইনসে বিশাল নিয়োগ, পদ ৬৬২২৩ এপ্রিল ২০২৫ক. জরুরি পরিষেবা, যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এ–সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বহির্ভূত থাকবে।
খ. হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতার বহির্ভূত থাকবে।
গ. চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বহির্ভূত থাকবে।
ঘ. জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই ছুটির আওতার বহির্ভূত থাকিবে।
ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।
আরও পড়ুনসরকারি ব্যাংকে ষষ্ঠ-নবম-দশম গ্রেডে বড় নিয়োগ, পদ ৬০৮টি২৪ এপ্রিল ২০২৫