ইউরিন ইনফেকশন হলে মূত্রনালি ও মূত্রথলিতে খুব দ্রুত রোগ–জীবাণু দ্রুত ছড়িয়ে পড়ে। গরমের কারণে জননতন্ত্রের চারপাশে ঘাম জমে ইউরিন ইনফেকশন হতে পারে। আবার তাড়াহুড়ো করে প্রস্রাব করলে অর্থাৎ প্রস্রাব ইনকমপ্লিট থাকলেও ইউরিন ইনফেকশন হতে পারে।
চিকিৎসকেরা বলেন, ‘‘সময় নিয়ে ভালোভাবে প্রস্রাব করা উচিত। তা নাহলে প্রস্রাবে ইনফেকশন হতে পারে।’’ ইউরিন ইনফেকশন সিভিয়ার বা মডারেট পর্যায়ের হতে পারে। সবার প্রথমে বোঝা দরকার ইউরিন ইনফেকশন হয়েছে কিনা, যদি ইনফেকশন হয়ে থাকে তাহলে কোন পর্যায়ে আছে সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে।
ফারজানা আক্তার ইভা, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, বেটার লাইফ হসপিটাল বলেন, ‘‘যখন আপনি দেখবেন যে, আপনার ইউরিনেশনে বার্নিং হচ্ছে অথবা জ্বালাপোড়া হচ্ছে, ফ্রিকোয়েন্ট ইউরিনেশন হচ্ছে, ইনকমপ্লিট ইউরিনেশন হচ্ছে তখন সতর্ক হোন। আপনার যদি মনে হয় যে প্রস্রাব করলাম কিন্তু প্রস্রাব ক্লিয়ার হয়নি এবং আপনি যদি তলপেটে ব্যথা অনুভব করেন তাহলে সতর্ক হোন। ইউরিন ইনফেকশন থেকে জ্বর ও বমি হতে পারে। এসব সমস্যা দেখা দিলে প্রাথমিকভাবে ধারণা করতে পারেন যে আপনি ইউরিন ইনফেকশনে ভুগছেন। আপনি যদি খুবই কম পরিমাণে পানি পান করে থাকেন, আপনার প্রস্রাবে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তাদের ঝুঁকি বেশি। সাধারণ দেখা যায় মেয়েদের ইউরিনারি ট্রাকটা পুরুষের তুলনায় ছোট থাকে। এবং এটা মলদ্বারের খুব কাছে থাকে। এর ফলে নারীদের ইউরিন ইনফেকশন হওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে যায়। ’’
আরো পড়ুন:
অ্যালার্জি থেকে মুক্তির ঘরোয়া উপায়
ক্ষত থেকে যাদের শরীরে ‘ইনফেকশন’ হওয়ার ঝুঁকি বেশি
পুরুষদের ক্ষেত্রে বলবো যে, যখন তাদের বয়স বেড়ে যায় তখন তাদের প্রোস্টেটটা বড় হয়ে যায়। এর ফলে অনেক সময় তাদের ইউরিন ইনফেকশনে ভুগতে দেখা যায়। এ ছাড়া ডায়াবেটিসের রোগী এবং যারা মেনোপজে আছেন তাদেরও ঝুঁকি বেশি। প্রেগন্যান্সি পিরিয়ডেও ইউরিনারি সমস্যা দেখা যায়।
প্রতিরোধে করণীয়
১.
২. ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে। যেমন— টমেটো, গাজর, পেঁপে।
৩. টক জাতীয় ফল কম খেতে হবে। কারণ এই সব টক জাতীয় ফল আপনার ইনফেকশনকে বাড়িয়ে দিতে পারে।
৪. সেক্সুয়াল ইন্টেমেসির আগে এবং পরে প্রস্রাব করবেন।
৫. ব্যক্তিগতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
শিশুদের ক্ষেত্রে ইউরিন ইনফেকশন দেখা দেয় তখনই যখন তার কিডনি ডেভেলপমেন্টে কোনো সমস্যা দেখা দেয়। শিশুদের ইউরিন ইনফেকশন হলে দ্রুত চিকিৎসা গ্রহণ করা উচিত।
সতর্কতা: ইউরিন ইনফেকশনের রোগী, চা, কফি, রেড মিট খাওয়া থেকে বিরত থাকবেন।
ঢাকা/লিপি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রস র ব ক দ র ইউর ন সমস য আপন র সতর ক
এছাড়াও পড়ুন:
হুমা কুরেশির ভাই খুন
বলিউড অভিনেত্রী হুমা কুরেশির চাচাত ভাইকে খুন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে দিল্লির নিজামুদ্দিন এলাকায় হত্যা করা হয় আসিফ কুরেশিকে। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।
এ প্রতিবেদে জানিয়েছে, বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে নিজামুদ্দিনের জংপুরা ভোগল লেনে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত দুইজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আসিফের বাড়ির প্রধান গেটের সামনে একটি টু-হুইলার পার্কিং নিয়ে তার সঙ্গে দুই ব্যক্তির মধ্যে বিবাদ শুরু হয়। এরপর অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় আসিফকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
বলিউডের নয়া ‘ক্রাশ’ অনীত
হৃতিকের ছেলেকে পাপারাজ্জিদের তাড়া, ভিডিও ভাইরাল
আসিফের স্ত্রী ও আত্মীয়দের অভিযোগ, তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে অভিযুক্তরা তাকে নৃশংসভাবে আক্রমণ করে।
আসিফের স্ত্রী সাইনাজ কুরেশি বলেন, “আসিফ কাজ থেকে বাড়ি ফেরার পর দেখতে পান, প্রতিবেশীর টু-হুইলারটি আমাদের বাড়ির প্রধান গেটের সামনে রাখা রয়েছে। এরপর আসিফ তাদের গাড়িটি সেখান থেকে সরাতে বলেন। কিন্তু গাড়ি সরানোর পরিবর্তে প্রতিবেশীরা আসিফকে গালিগালাজ করতে শুরু করে। তারপর ধারালো অস্ত্র দিয়ে তার ওপর আক্রমণ চালায়।”
এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এখন তদন্ত চলছে। তবে বিষয়টি নিয়ে হুমা কুরেশির কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ঢাকা/শান্ত