অন্তঃসত্ত্বা যাচ্ছিলেন গ্রামের বাড়িতে, চলন্ত ট্রেনে সন্তানের জন্ম
Published: 10th, May 2025 GMT
দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত ট্রেনে সন্তানের জন্ম দিয়েছেন রিনা বেগম (৩০) নামের এক নারী। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
রিনা বেগম ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বড়বাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় স্বামী সেলিম হোসেনের সঙ্গে থাকেন। সেলিম একটি পোশাক কারখানায় কাজ করেন।
পারিবারিক সূত্র জানায়, অন্তঃসত্ত্বা রিনা বেগম গতকাল সকালে ঢাকার কমলাপুর স্টেশন থেকে একতা এক্সপ্রেসে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। সন্ধ্যায় পার্বতীপুরের কাছে চলন্ত ট্রেনে তাঁর প্রসববেদনা শুরু হয়। সহযাত্রীদের সহযোগিতায় তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।
রাত আটটার দিকে একতা এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর স্টেশনে পৌঁছায়। তখন স্টেশন সুপার জিয়াউর রহমানের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রসূতি ও নবজাতককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
দিনাজপুর স্টেশন সুপার জিয়াউর রহমান বলেন, ‘ট্রেনে সন্তান জন্মের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেছি। এটা অবশ্যই রেলওয়ের জন্য একটি বড় ঘটনা। ফলে এ নিয়ে আমরা তৎপর ছিলাম। আমরা প্রসূতি মা ও নবজাতকের উন্নত স্বাস্থ্যসেবার কথা বিবেচনায় রেখে তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। তাঁদের খোঁজখবরও রাখা হচ্ছে।’
দিনাজপুর ফায়ার সার্ভিসের স্টেশন টিম লিডার আবদুর রাজ্জাক বলেন, খবর পাওয়ার পর তাঁরা অ্যাম্বুলেন্সে করে মা ও নবজাতককে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে দুজনেই সুস্থ আছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন