দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত ট্রেনে সন্তানের জন্ম দিয়েছেন রিনা বেগম (৩০) নামের এক নারী। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

রিনা বেগম ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বড়বাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় স্বামী সেলিম হোসেনের সঙ্গে থাকেন। সেলিম একটি পোশাক কারখানায় কাজ করেন।

পারিবারিক সূত্র জানায়, অন্তঃসত্ত্বা রিনা বেগম গতকাল সকালে ঢাকার কমলাপুর স্টেশন থেকে একতা এক্সপ্রেসে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। সন্ধ্যায় পার্বতীপুরের কাছে চলন্ত ট্রেনে তাঁর প্রসববেদনা শুরু হয়। সহযাত্রীদের সহযোগিতায় তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।

রাত আটটার দিকে একতা এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর স্টেশনে পৌঁছায়। তখন স্টেশন সুপার জিয়াউর রহমানের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রসূতি ও নবজাতককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

দিনাজপুর স্টেশন সুপার জিয়াউর রহমান বলেন, ‘ট্রেনে সন্তান জন্মের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেছি। এটা অবশ্যই রেলওয়ের জন্য একটি বড় ঘটনা। ফলে এ নিয়ে আমরা তৎপর ছিলাম। আমরা প্রসূতি মা ও নবজাতকের উন্নত স্বাস্থ্যসেবার কথা বিবেচনায় রেখে তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। তাঁদের খোঁজখবরও রাখা হচ্ছে।’

দিনাজপুর ফায়ার সার্ভিসের স্টেশন টিম লিডার আবদুর রাজ্জাক বলেন, খবর পাওয়ার পর তাঁরা অ্যাম্বুলেন্সে করে মা ও নবজাতককে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে দুজনেই সুস্থ আছেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাকৃবিতে ২০২৫-২০২৬ অর্থবছরে ৭.৭১ শতাংশ বাজেট বৃদ্ধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৩৮৮ কোটি ২৯ লাখ টাকার বাজেট অনুমোদন হয়েছে। এ বছরের বাজেট গত বছরের তুলনায় ৭.৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বুধবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৪৫৮ কোটি ২৬ লাখ ৬৯ হাজার টাকার একটি প্রস্তাবিত বাজেট প্রণয়ন করেছিল। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে ৩৮৮ কোটি ২৯ লাখ টাকার সিলিং নির্ধারণ করে দেওয়ার পর সে অনুযায়ী বাজেট পুনর্গঠন করে সিন্ডিকেট সভায় অনুমোদন দেওয়া হয়।

আরো পড়ুন:

খুবিতে নবীনদের বরণে ব্যতিক্রমধর্মী আয়োজন

নকল সরবরাহের সময় ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার

মোহাম্মদ তৌফিকুল ইসলাম বলেন, “গত ৩০ জুন উপাচার্য অধ্যাপক ড. একে ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. হুমায়ুন কবির ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেট উপস্থাপন করেন।”

তিনি বলেন, “২০২৫-২৬ অর্থবছরের এই বাজেটে ইউজিসির বরাদ্দ থেকে ৩৭৪ কোটি ৯৯ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ের উৎস থেকে ১৩ কোটি ৩০ লাখ টাকা আয় হিসেবে ধরা হয়েছে।”

এ বাজেটে বেতন-ভাতা ও বিশেষ সুবিধা বাবদ ১৮৩ কোটি ৬৬ লাখ টাকা, সাধারণ পণ্য ও সেবা খাতে ৫৩ কোটি ৫৮ লাখ টাকা, মেরামত ও সংরক্ষণ বাবদ ৯ কোটি ১৯ লাখ টাকা, পেনশন ও অবসর সুবিধা বাবদ ১১৭ কোটি ৫০ লাখ টাকা, গবেষণার জন্য ১৫ কোটি ৩৩ লাখ টাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে ৭৫ লাখ টাকা এবং অন্যান্য ও মূলধন অনুদানসহ বিভিন্ন খাতে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৩৮৮ কোটি ২৯ লাখ টাকা।

এছাড়াও ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট অনুযায়ী ৩৭৯ কোটি ১৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়।

বাজেট আলোচনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাস্তব চাহিদার ভিত্তিতে বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে। এ লক্ষ্যে পরবর্তীতে সংশোধিত বাজেট প্রণয়নের সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বরাদ্দ পুনর্বিন্যাসের অনুরোধ জানানো হয়।

ঢাকা/লিখন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ