অন্তঃসত্ত্বা যাচ্ছিলেন গ্রামের বাড়িতে, চলন্ত ট্রেনে সন্তানের জন্ম
Published: 10th, May 2025 GMT
দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত ট্রেনে সন্তানের জন্ম দিয়েছেন রিনা বেগম (৩০) নামের এক নারী। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
রিনা বেগম ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বড়বাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় স্বামী সেলিম হোসেনের সঙ্গে থাকেন। সেলিম একটি পোশাক কারখানায় কাজ করেন।
পারিবারিক সূত্র জানায়, অন্তঃসত্ত্বা রিনা বেগম গতকাল সকালে ঢাকার কমলাপুর স্টেশন থেকে একতা এক্সপ্রেসে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। সন্ধ্যায় পার্বতীপুরের কাছে চলন্ত ট্রেনে তাঁর প্রসববেদনা শুরু হয়। সহযাত্রীদের সহযোগিতায় তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।
রাত আটটার দিকে একতা এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর স্টেশনে পৌঁছায়। তখন স্টেশন সুপার জিয়াউর রহমানের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রসূতি ও নবজাতককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
দিনাজপুর স্টেশন সুপার জিয়াউর রহমান বলেন, ‘ট্রেনে সন্তান জন্মের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেছি। এটা অবশ্যই রেলওয়ের জন্য একটি বড় ঘটনা। ফলে এ নিয়ে আমরা তৎপর ছিলাম। আমরা প্রসূতি মা ও নবজাতকের উন্নত স্বাস্থ্যসেবার কথা বিবেচনায় রেখে তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। তাঁদের খোঁজখবরও রাখা হচ্ছে।’
দিনাজপুর ফায়ার সার্ভিসের স্টেশন টিম লিডার আবদুর রাজ্জাক বলেন, খবর পাওয়ার পর তাঁরা অ্যাম্বুলেন্সে করে মা ও নবজাতককে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে দুজনেই সুস্থ আছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বগুড়ায় ১০ মামলার আসামি ঝুমুর সরকার গ্রেপ্তার
বগুড়ায় ১০ মামলার পলাতক আসামি ঝুমুর সরকারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাত সোয়া দুইটার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঝুমুর সরকার শহরের চক সূত্রাপুর কসাইপাড়া এলাকার মজিবর রহমান সরকারের ছেলে। তিনি আলোচিত যুবলীগ নেতা মতিন কাউন্সিলরের ভাই। তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ইনচার্জ ইকবাল বাহার।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ৪ আগস্ট বগুড়া শহরের বড়গোলা ট্রাফিক পয়েন্ট এলাকায় ছাত্রজনতার মিছিলে হামলা চালায় একদল সন্ত্রাসী। ককটেল ও পেট্রোল বোমার বিস্ফোরণের পাশাপাশি পিস্তল ও কাটা রাইফেল দিয়ে গুলি চালানো হয়। এ হামলায় আবদুল মান্নান গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনার পর ১১ সেপ্টেম্বর সদর থানায় হয। ওই মামলার অন্যতম পলাতক আসামি ঝুমুর সরকার।
তিনি আরও জানান, ঝুমুর সরকারের বিরুদ্ধে হত্যা, মাদক, অপহরণ, চাঁদাবাজি ও মারপিটসহ ১০টি মামলা আদালতে বিচারাধীন। তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।