সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য প্রত্যাখান করল ভারত
Published: 10th, May 2025 GMT
পাকিস্তানের সেনাবাহিনী শনিবার ভোরে ভারতের পাঞ্জাবের আদমপুরে হামলা চালিয়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’ ধ্বংস করার দাবি করেছে। তবে পাকিস্তানের এই দাবি প্রত্যাখান করেছে ভারত। খবর বিবিসির।
ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ব্যোমিকা সিং এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি উভয়েই অস্বীকার করেছেন যে, পাকিস্তানের হামলায় ভারতের সামরিক অবকাঠামোর কোনো ক্ষতি হয়েছে।
শনিবার এক প্রেস ব্রিফিংয়ে ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ব্যোমিকা সিং বলেন, “পাকিস্তান একটি অব্যাহত বিদ্বেষপূর্ণ ভুল তথ্য প্রচারণা চালানোর চেষ্টাও করেছে, যার মধ্যে আদমপুরে ভারতীয় এস-৪০০ সিস্টেম ধ্বংস, সুরাট ও সিরসায় বিমানঘাঁটি ধ্বংস, নাগরোটায় ব্রহ্মোস স্পেস, ডেরাঙ্গিয়ারিতে আর্টিলারি অস্ত্র ঘাঁটি এবং চণ্ডীগড়ের গোলাবারুদ ডিপোতে ব্যাপক ক্ষতির দাবি রয়েছে।”
আরো পড়ুন:
পারমাণবিক অস্ত্র কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন শাহবাজ
ভারতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি পাকিস্তানের
তিনি বলেন, “পাকিস্তানের মাধ্যমে ছড়িয়ে পড়া এই মিথ্যা দাবিগুলো ভারত দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করে।”
ব্যোমিকা সিং জানান, শনিবার ভোরে পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্তের আশেপাশে ড্রোন ও অন্যান্য যুদ্ধাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। বেসামরিক এলাকা এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও দূরপাল্লার অস্ত্রসহ প্রচুর অস্ত্র ব্যবহার করেছে।
তিনি আরো জানান, পাকিস্তানের সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর ড্রোন ও ভারী-ক্যালিবার অস্ত্রের গুলিবর্ষণ করে বিমান ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করেছে।
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, “আমি আগেও অনেকবার বলেছি, পাকিস্তানের পদক্ষেপই উস্কানি এবং উত্তেজনা বৃদ্ধি করেছে। আজ সকালে, আমরা এই উত্তেজনাকর এবং উস্কানিমূলক ধরনের পুনরাবৃত্তি দেখতে পেয়েছি।”
তিনি বলেন, ‘প্রতিক্রিয়ায়, ভারত পাকিস্তানি পক্ষের এই উস্কানি এবং উত্তেজনা বৃদ্ধির প্রতি দায়িত্বশীল ও পরিমাপিতভাবে প্রতিরক্ষা করেছে এবং প্রতিক্রিয়া জানিয়েছে।”
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান
এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।
আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।
আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।
টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।
কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ